ETV Bharat / state

রাজ্যের 711টি ক্যাম্পে ভিনরাজ্যের 2 লাখ বাসিন্দা, টুইট মুখ্যমন্ত্রীর - Kolkata

শ্রমিক সহ ভিনরাজ্যের একাধিক বাসিন্দা রাজ্যে এসে আটকে পড়েছেন ৷ লকডাউনের জেরে ফিরতে পারছেন না ৷ তাদের সবরকম সাহায্য করা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী ৷

মমতা বন্দ্যোাপাধ্যায়
মমতা বন্দ্যোাপাধ্যায়
author img

By

Published : Apr 9, 2020, 7:03 PM IST

কলকাতা, 9 এপ্রিল : শ্রমিক সহ দুই লাখেরও বেশি ভিনরাজ্যের বাসিন্দাকে রাজ্যের 711টি ক্যাম্পে রাখা হয়েছে ৷ তাদের সবরকম সাহায্যও করা হচ্ছে ৷ আজ টুইট করে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আজ টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, "রাজ্যজুড়ে 711টি ক্যাম্পে দেশের 16টি রাজ্যের দু'লাখেরও বেশি শ্রমিক ও আটকে পড়া মানুষকে রাখা হয়েছে ৷ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে মিলে পশ্চিমবঙ্গ সরকার তাদের সবরকমভাবে সাহায্য করছে ৷ 1 এপ্রিল থেকে চালু হয়েছে এই ব্যবস্থা । যতক্ষণ প্রয়োজন হবে ততক্ষণ চলবে ৷"

  • Over 2 Lakh migrant labourers & stranded people from 16 Indian states are being housed in 711 camps across West Bengal. They are being directly taken care of by GoWB along with a few NGOs under its supervision. This arrangement since 1st Apr will continue until the need remains.

    — Mamata Banerjee (@MamataOfficial) April 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এছাড়া আজ মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছে 12জন ৷ এখনও পর্যন্ত মোট 80 জন কোরোনা আক্রান্ত ৷ 4 হাজার 717জন কোয়ারান্টাইনে রয়েছে ৷ হোম কোয়ারান্টাইনে রয়েছেন 55 হাজার 254জন ৷ তবে গত 24 ঘণ্টায় তিনজন সুস্থও হয়েছেন বলে জানান তিনি ৷ পাশাপাশি, লকডাউন বাড়তে পারে বলেও ইঙ্গিত দেন তিনি ৷

কলকাতা, 9 এপ্রিল : শ্রমিক সহ দুই লাখেরও বেশি ভিনরাজ্যের বাসিন্দাকে রাজ্যের 711টি ক্যাম্পে রাখা হয়েছে ৷ তাদের সবরকম সাহায্যও করা হচ্ছে ৷ আজ টুইট করে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আজ টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, "রাজ্যজুড়ে 711টি ক্যাম্পে দেশের 16টি রাজ্যের দু'লাখেরও বেশি শ্রমিক ও আটকে পড়া মানুষকে রাখা হয়েছে ৷ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে মিলে পশ্চিমবঙ্গ সরকার তাদের সবরকমভাবে সাহায্য করছে ৷ 1 এপ্রিল থেকে চালু হয়েছে এই ব্যবস্থা । যতক্ষণ প্রয়োজন হবে ততক্ষণ চলবে ৷"

  • Over 2 Lakh migrant labourers & stranded people from 16 Indian states are being housed in 711 camps across West Bengal. They are being directly taken care of by GoWB along with a few NGOs under its supervision. This arrangement since 1st Apr will continue until the need remains.

    — Mamata Banerjee (@MamataOfficial) April 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এছাড়া আজ মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছে 12জন ৷ এখনও পর্যন্ত মোট 80 জন কোরোনা আক্রান্ত ৷ 4 হাজার 717জন কোয়ারান্টাইনে রয়েছে ৷ হোম কোয়ারান্টাইনে রয়েছেন 55 হাজার 254জন ৷ তবে গত 24 ঘণ্টায় তিনজন সুস্থও হয়েছেন বলে জানান তিনি ৷ পাশাপাশি, লকডাউন বাড়তে পারে বলেও ইঙ্গিত দেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.