কলকাতা, 6 এপ্রিল: গোটা দেশের ক্রিকেটপ্রেমীদের চোখ আজ কলকাতার ইডেন গার্ডেনের দিকে । সেখানেই আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর দ্বৈরথ । বিভিন্ন ক্লাব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বন্ধু-বান্ধবরা একত্রিত হয়ে দেখবেন এই খেলা । আর সাধারণ মানুষের সঙ্গে সংশোধনাগারের বন্দিরাও আজ খেলা দেখবে ।
প্রেসিডেন্সি সংশোধনাগারের প্রায় দেড় হাজার বন্দি আজ চোখ রাখবে টিভির পর্দায় । জানা গিয়েছে, এই খেলা নিয়ে বন্দিদের মধ্যে উন্মাদনা চরমে । যে যার সেলে বসেই দেখবেন এই খেলা ৷ কারণ প্রত্যেকের সেলেই লাগানো রয়েছে টিভি সেট । যদিও সংশোধনাগার সূত্রের খবর, বিশেষ কয়েকজন বন্দির ক্ষেত্রে টিভি দেখার একটি সীমাবদ্ধতা রয়েছে । আর সেই সীমাবদ্ধতার সকাল সাতটা থেকে বিকেল সাড়ে পাঁচটা । তবে সেই হেভিওয়েট বন্দিদের সংখ্যা নিমিত্ত মাত্র ।
আজ আইপিএলের কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের খেলা দেখে করতালিতে গর্জে উঠবে গোটা প্রেসিডেন্সি সংশোধনাগার চত্বর । এমনটাই মনে করা হচ্ছে ৷ প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রে খবর, কলকাতা নাইট রাইডার্সের সমর্থকই বেশি । তবে বিরাট কোহলির ব্যাটিং দেখার জন্যও তারা মুখিয়ে রয়েছে বলে জানা গিয়েছে ৷
এই বিষয়ে প্রেসিডেন্সি সংশোধনাগরের সুপার দেবাশিস চক্রবর্তী ইটিভি ভারতকে জানান, যাতে সাধারণ মানুষের মতো সংশোধনাগারের বন্দিরাও আনন্দ থাকতে পারে তার জন্য এই প্রচেষ্টা । এর কারণ এই জায়গাটিকে সংশোধনাগার বলা হয় । অর্থাৎ, যেখান থেকে মানুষ সংশোধন হয়ে জীবনের মূল স্রোতে ফিরতে পারে । ফলে গোটা দেশ যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখবে, সেই স্বাদ থেকে যাতে সংশোধনাগারের আবাসিকরা বঞ্চিত না হয় তার জন্যই এই প্রচেষ্টা ।
প্রসঙ্গত, এর আগে 15 ডিসেম্বর 2022 সালে জেলের বন্দিদের আবেদনে সাড়া দিয়ে বিশ্বকাপ ফুটবল দেখার ব্যবস্থা করেছিল ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা প্রদান কর্তৃপক্ষ ৷ সেখানেও ঝাড়গ্রাম বিশেষ সংশোধনাগারে বসে 150জন বন্দি ফিফা বিশ্বকাপ ফুটবল দেখেছিল ৷
আরও পড়ুন : প্রেসিডেন্সি সংশোধনাগারে ফাঁসির আসামির আত্মহত্যার চেষ্টা