কলকাতা, 30 মে: মহিলা মোর্চার নয়া সভানেত্রী পদে নিযুক্ত হয়েছেন ফাল্গুনী পাত্র । নতুন সভানেত্রীর অধীনে কাজের জন্য নিযুক্ত করা হল মহিলা মোর্চার নতুন দল । বঙ্গ বিজেপির তিনটি সাংগঠনিক জোন মিলিয়ে এই নতুন দলে যুক্ত হয়েছেন 18 সদস্য । বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে বঙ্গ বিজেপির মহিলা মোর্চার তরফে।
উল্লেখ্য, মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তীকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয়েছে ফাল্গুনী পাত্রকে । আর বিজেপির সাংগঠনিক নিয়ম অনুসারে যখন একজন সভানেত্রীকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয় নতুন সভানেত্রীকে তখন আগের মহিলা মোর্চার সদস্যদের মধ্যে রদবদল হয় । এই নিয়ম অনুসারে আনা হল নতুন সদস্যদের।
ভারতীয় জনতা দলের সাংগঠনিক নিয়ম মেনে জেলার ভিত্তিতে 18 জন নতুন সদস্যকে স্টেট কমিটিতে যুক্ত করা হয়েছে । এঁদের মধ্যে থেকে সাত জন ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন । তিনজন সাধারণ সম্পাদক বা জেনারেল সেক্রটারি পদের দ্বায়িত্ব পেয়েছেন । ছ’ জন সম্পাদক বা সেক্রেটারি পদে বহাল থাকবেন । একজন ট্রেজারার এবং একজনকে অফিস সেক্রেটারি হিসেবে নিযুক্ত ৷ এছাড়াও আরও বেশ কয়েকজনকে জোন কনভেনর, বিভাগ কনভেনর এবং বিশেষ আমন্ত্রিত বা স্পেশাল ইনভাইটি হিসেবে রাখা হয়েছে । স্পেশাল ইনভাইটি হিসেবে 16 জন সদস্যকে যুক্ত করা হয়েছে ।
প্রসঙ্গত, সম্প্রতি ব্যারাকপুরের ফাল্গুনী পাত্রকে মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে দ্বায়িত্ব দেওয়া হয়েছে। বিজেপির তরফে জানানো হয়েছে যে ফাল্গুনী পাত্র 1996 সাল থেকে বঙ্গ বিজেপির সঙ্গে একজন সক্রিয় এবং একনিষ্ঠ কর্মী হিসেবে যুক্ত রয়েছেন । 2003 সালে ভোটে পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হন । তারপর অঞ্চল ও জেলার বিভিন্ন দায়িত্বে তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন । ব্যারাকপুর জেলায় বিজেপির প্রচার এবং প্রসারের ক্ষেত্রে ফাল্গুনী পাত্রর অবদান অনস্বীকার্য। তাঁর নেতৃত্বে বিজেপি ব্যারাকপুর লোকসভায় জয়যুক্ত হয় ।
আরও পড়ুন: রাজ্যে নিষিদ্ধ 'দ্য কেরালা স্টোরি', প্রতিবাদে রাস্তায় বিজেপির যুব মোর্চা
অন্যদিকে ব্যারাকপুরের সভানেত্রী পদে ফাল্গুনী পাত্রকে নিয়ে আসার পরেই মহিলা মোর্চার আরও নতুন তিনজন সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে । এই তিনজন সাধারণ সম্পাদক হলেন কলকাতার শশী অগ্নীয়ত্রী, পুরুলিয়ার কাবেরী চট্টোপাধ্যায় এবং শিলিগুড়ির অনিন্দিতা রায় দাস ।