কলকাতা, 9 জুন: একদিকে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তুলে একগুচ্ছ অভিযোগ জানাল কংগ্রেস, ঠিক একই সময়ে অন্যদিকে, সেই নিরাপত্তার বেআব্রু দিক তুলে ধরলেন বিজেপির রাজ্য সভাপতি ৷ রাজ্যে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে নিরাপত্তার বিষয়ে কার্যত রাজ্য পুলিশের কোর্টেই বল ঠেলেছে নির্বাচন কমিশন ৷ আর তা নিয়েই প্রশ্ন তুলছে বিরোধীরা ৷ কংগ্রেসের তরফে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছে, তেমনই সুকান্ত মজুমদারের অভিযোগ, বিজেপি প্রার্থীদের প্রাণনাশের হুমকি দিয়ে রীতিমতো পোস্টার দেওয়া হয়েছে ৷ এই পরিস্থিতিতে রাজ্য পুলিশ কতটা ভরসা যোগ্য তা নিয়েই প্রশ্ন তুলছে বিরোধীরা ৷
আগামী 8 জুলাই রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট ৷ আর তার আগেই একাধিক অভিযোগ নিয়ে নালিশ জানাতে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। মূলত পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানানো হয় কংগ্রেসের পক্ষ থেকে। এছাড়াও মনোনয়ন জমা দেওয়ার মেয়াদ এবং সময়সীমা বারানোর দাবিও তোলেন তাঁরা। শুক্রবার কংগ্রেসের প্রতিনিধিদল ডেপুটেশন জমা দেয় রাজ্য নির্বাচন কমিশনের দফতরে। আর এদিনই রাজ্য বিজেপি সভাপতি টুইট করে জানান, বিভিন্ন জায়গায়, বিজেপি প্রার্থীদের হুমকি দিচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ আর এক্ষেত্রে রাজ্য পুলিশ নিষ্ক্রিয়, এমনটাই অভিযোগ তাঁর ৷
এদিন নির্বাচন কমিশনে গিয়ে কংগ্রেস নেতা নেপাল মাহাতো জানান, নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি। বৃহস্পতিবারই ঘোষণা হয়েছে দিনক্ষণ আর এদিন সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পত্র জমা নেওয়ার পালা। তাঁর অভিযোগ, বাস্তবে একাধিক জায়গায় ডিসিআর কাটার জন্য লোক নেই। হাসনাবাদ, সোনারপুর-সহ বিভিন্ন জায়গায় এই চূড়ান্ত অব্যস্থা তৈরি হয়েছে। কোথাও আবার মনোনয়ন জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজ দেওয়ার লোকও নেই বলে অভিযোগ কংগ্রেসের। ইতিমধ্যেই একাধিক জায়গায় বিরোধীরা মনোনয়ন পত্র জমা করতে গেলে তাঁদের তা জমা দিতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন নেপাল মাহাতো। এছাড়াও তাদের অভিযোগ, যে যাঁরা নমিনেশন জমা নেবেন, তাঁরা কেউ প্রশিক্ষণ প্রাপ্ত নন। এদিন তিনি বলেন, "গতকাল যে রাজ্য নির্বাচন কমিশন ভোট ঘোষণা করবেন তাঁরা তো সেটা ভিতরে ভিতরে জানতেন, তাহলে তারা সেই মত প্রস্তুতি কেন করেননি? রাজ্য কমিশন একেবারে কোনও রকম হোম ওয়ার্ক ছাড়াই ভোট ঘোষণা করে দিল।" তাঁর মতে, যতগুলি বুথে ভোট হবে তার থেকে কম পুলিশ রয়েছে রাজ্যে ৷ তাই এক্ষেত্রে নিরাপত্তার একটা সমস্যা হবেই বলে তিনি মনে করছেন।
কংগ্রেসের এই অভিযোগের মধ্যেই এদিন সুকান্ত মজুমদার টুইট করে প্রায় একই অভিযোগ করেছেন ৷ তাঁর অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে বিরোধী প্রার্থীদের হুমকি দিচ্ছে তৃণমূল। রাজ্য বিজেপি সভাপতি টুইটে লিখেছেন, "বিজেপির প্রার্থী হলে তাঁকে হত্যা করা হবে। তাঁর বাড়িতে বোমা ফেলা হবে। গুলি করে মেরে ফেলা হবে। এখানে কোনও বিজেপি প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার অনুমতি দেওয়া হবে না। এমনকী বিজেপি প্রার্থী হলে তাঁর শিরশ্ছেদ করে, মাথা দিয়ে ফুটবল খেলবে।" এর সঙ্গেই, একটি ছবিও পোস্ট করেছেন সুকান্ত ৷ যেখানে এই হুমকির কথাই লেখা আছে ৷