ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত আবদুল মান্নান - কোরোনায় আক্রান্ত আব্দুল মান্নান

চিকিৎসকরা জানান, আজ তিনি স্থিতিশীল রয়েছেন । দুপুরে খেয়েছেন । বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতাকে । তাঁর চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ।

opposition leader Abdul Mannan is corona effected
কোরোনায় আক্রান্ত রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান
author img

By

Published : Nov 25, 2020, 10:57 PM IST

কলকাতা, 25 নভেম্বর : সদ‍্য দার্জিলিং থেকে ফেরার পর গতকাল কোরোনায় আক্রান্ত হন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান । বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে । দার্জিলিংয়ে ছুটি কাটিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠক করেন তিনি । কলকাতায় ফিরে অসুস্থ বোধ করেন । গতকাল তার কোরোনা টেস্ট হয় । তাঁর শরীরে কোমরবিডিটি থাকার জন্য উদ্বিগ্ন চিকিৎসকরা ।

চিকিৎসকরা জানান, আজ তিনি স্থিতিশীল রয়েছেন । দুপুরে খেয়েছেন । বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতাকে । তাঁর চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে । হৃদযন্ত্রের সমস্যা, রক্তে অতিরিক্ত শর্করা থাকায় উদ্বিগ্ন চিকিৎসকরা । প্রত্যেক মুহূর্তে নানান ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে ।

ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতার আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীও মান্নানের সুস্থ কামনা করেছেন । দার্জিলিংয়ে তাঁর সঙ্গে আরও যাঁরা গিয়েছিলেন তাঁদের প্রত্যেকের কোরোনা টেস্ট করা হয়েছে ।

কলকাতা, 25 নভেম্বর : সদ‍্য দার্জিলিং থেকে ফেরার পর গতকাল কোরোনায় আক্রান্ত হন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান । বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে । দার্জিলিংয়ে ছুটি কাটিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠক করেন তিনি । কলকাতায় ফিরে অসুস্থ বোধ করেন । গতকাল তার কোরোনা টেস্ট হয় । তাঁর শরীরে কোমরবিডিটি থাকার জন্য উদ্বিগ্ন চিকিৎসকরা ।

চিকিৎসকরা জানান, আজ তিনি স্থিতিশীল রয়েছেন । দুপুরে খেয়েছেন । বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতাকে । তাঁর চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে । হৃদযন্ত্রের সমস্যা, রক্তে অতিরিক্ত শর্করা থাকায় উদ্বিগ্ন চিকিৎসকরা । প্রত্যেক মুহূর্তে নানান ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে ।

ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতার আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীও মান্নানের সুস্থ কামনা করেছেন । দার্জিলিংয়ে তাঁর সঙ্গে আরও যাঁরা গিয়েছিলেন তাঁদের প্রত্যেকের কোরোনা টেস্ট করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.