ETV Bharat / state

বিনামূল্যে কেবল পরিষেবা দেওয়া হোক, দাবি আবদুল মান্নানের - Abdul Mannan

কোরোনা ভাইরাসে ত্রস্ত, লকডাউনে ঘরবন্দী মানুষকে বিনামূল্যে কেবল পরিষেবা দেওয়ার আবেদন জানালেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান ।

Abdul Mannan
Abdul Mannan
author img

By

Published : Mar 31, 2020, 6:22 PM IST

কলকাতা, ৩১ মার্চ: এবার কি গৃহবন্দী মানুষ বিনামূল্যে টিভি দেখার সুযোগ পাবেন ? আজ তেমনই আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান । কোরোনা ভাইরাসে ত্রস্ত, লকডাউনে ঘরবন্দী মানুষকে বিনামূল্যে কেবল পরিষেবা দেওয়ার জন্য আবেদন জানান তিনি ।

গতকাল সন্ধ্যায় টেলিফোনে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে আগেই বিষয়টি জানিয়েছেন বিরোধী দলনেতা আবদুল মান্নান । আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে আবদুল মান্নান বলেছেন, “বিশ্বব্যাপী সাম্প্রতিক নজিরবিহীন মহামারীর প্রতিরোধে সমগ্র দেশে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে । আমাদের রাজ্য ও দলমত নির্বিশেষে সকলেই এই মহামারী থেকে পরিত্রাণ পেতে ঐক্যবদ্ধভাবে রাজ্য সরকারের পাশে রয়েছে । রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য করছে । এর জন্য লকডাউনের মতো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । তাই ঘরবন্দী মানুষের মানসিক অবসাদ দূর করতে বৈদ্যুতিন মাধ্যমই একমাত্র বন্ধুর ভূমিকা পালন করে চলেছে ।“

তিনি আরও বলেন, “সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানতে ঘরবন্দী মানুষ টিভি চ্যানেলের ওপর নির্ভরশীল । যদিও লকডাউনের কারণে বহু মানুষ আজ কর্মহীন । দিনমজুর, ক্ষেতমজুর, নির্মাণ শ্রমিক, বাড়িতে কাজে নিযুক্ত পরিচারিকা, রিকশা চালক সহ অসংখ্য অসংগঠিত শ্রমিকদের আজ কোনও রোজগার নেই । তাই কেবল টিভির সংযোগ চালু রাখতে টাকা দেওয়ার ক্ষমতা নেই । আর টাকা দিতে না পারলে কেবল লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কথা জানিয়েছে কেবল লাইনের মালিকেরা ।“ এই নিয়ে অনেকেই তাঁর কাছে অভিযোগ জানিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন আব্দুল মান্নান ।

যারা এখন টাকা দিতে পারবেন না তাঁদের কেবল লাইনের সংযোগ যাতে বিচ্ছিন্ন না হয়, মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়েছেন তিনি । পাশাপাশি মুখ্যমন্ত্রীর ঘরবন্দীর নির্দেশ কঠোরভাবে কার্যকর করতেও অনুরোধ জানিয়েছেন মান্নান ।

কলকাতা, ৩১ মার্চ: এবার কি গৃহবন্দী মানুষ বিনামূল্যে টিভি দেখার সুযোগ পাবেন ? আজ তেমনই আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান । কোরোনা ভাইরাসে ত্রস্ত, লকডাউনে ঘরবন্দী মানুষকে বিনামূল্যে কেবল পরিষেবা দেওয়ার জন্য আবেদন জানান তিনি ।

গতকাল সন্ধ্যায় টেলিফোনে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে আগেই বিষয়টি জানিয়েছেন বিরোধী দলনেতা আবদুল মান্নান । আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে আবদুল মান্নান বলেছেন, “বিশ্বব্যাপী সাম্প্রতিক নজিরবিহীন মহামারীর প্রতিরোধে সমগ্র দেশে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে । আমাদের রাজ্য ও দলমত নির্বিশেষে সকলেই এই মহামারী থেকে পরিত্রাণ পেতে ঐক্যবদ্ধভাবে রাজ্য সরকারের পাশে রয়েছে । রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য করছে । এর জন্য লকডাউনের মতো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । তাই ঘরবন্দী মানুষের মানসিক অবসাদ দূর করতে বৈদ্যুতিন মাধ্যমই একমাত্র বন্ধুর ভূমিকা পালন করে চলেছে ।“

তিনি আরও বলেন, “সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানতে ঘরবন্দী মানুষ টিভি চ্যানেলের ওপর নির্ভরশীল । যদিও লকডাউনের কারণে বহু মানুষ আজ কর্মহীন । দিনমজুর, ক্ষেতমজুর, নির্মাণ শ্রমিক, বাড়িতে কাজে নিযুক্ত পরিচারিকা, রিকশা চালক সহ অসংখ্য অসংগঠিত শ্রমিকদের আজ কোনও রোজগার নেই । তাই কেবল টিভির সংযোগ চালু রাখতে টাকা দেওয়ার ক্ষমতা নেই । আর টাকা দিতে না পারলে কেবল লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কথা জানিয়েছে কেবল লাইনের মালিকেরা ।“ এই নিয়ে অনেকেই তাঁর কাছে অভিযোগ জানিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন আব্দুল মান্নান ।

যারা এখন টাকা দিতে পারবেন না তাঁদের কেবল লাইনের সংযোগ যাতে বিচ্ছিন্ন না হয়, মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়েছেন তিনি । পাশাপাশি মুখ্যমন্ত্রীর ঘরবন্দীর নির্দেশ কঠোরভাবে কার্যকর করতেও অনুরোধ জানিয়েছেন মান্নান ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.