ETV Bharat / state

মার্কসীয় দর্শনই দুঃসময়ে পথ দেখাবে, দাবি CPI(M) নেতৃত্বের - মার্কসীয় দর্শন

এই দুঃসময় থেকে উত্তরণের পথ দেখাবে মার্কসীয় দর্শন ৷ 25 তারিখ থেকে শুরু হবে সোশাল মিডিয়ায় "বর্তমান পরিস্থিতি ও আমাদের কর্তব্য" বিষয়ক আলোচনা ৷ মার্কসীয় দর্শন সম্পর্কিত বক্তৃতামালা নিয়ে হাজির হবেন জেলার নেতৃত্বরা ।

CPI(M)
সিপিআইএম
author img

By

Published : Aug 23, 2020, 9:08 AM IST

কলকাতা, 23 অগাস্ট : চূড়ান্ত দুঃসময় চলছে দেশ এবং রাজ্যে । অতীতেও একসময় অন্য ধরনের দুঃসময় এসেছিল । বামপন্থীদের মধ্যেই আদর্শের অবক্ষয় দেখা গিয়েছিল । দেশ চালাত কংগ্রেস নেতৃত্বাধীন সরকার । সেই সময়ও 'দুঃসময়' নামে বই লিখতে হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে । সেখানে তৎকালীন সমসাময়িক রাজ্যের এবং দেশের অনেক ঘটনা উল্লেখ করা হয়েছিল । তিনি বোঝাতে চেয়েছিলেন এই দুঃসময় থেকে উত্তরণের পথ কী হতে পারে । এবার ফের একই পথে বই না লিখে ভার্চুয়াল পদ্ধতিতে দেশ এবং রাজ্যের মানুষের কাছে জেলাভিত্তিক মার্কসীয় দর্শন সম্পর্কিত বক্তৃতামালা নিয়ে হাজির হবেন জেলার নেতৃত্বরা ।

speech of marxist teory by CPI(M) leaders
ভার্চুয়াল মার্কসীয় দর্শনের উপর বক্তৃতা দেবেন CPI(M)-এর জেলা নেতৃত্ব

চলতি মাসের 25 তারিখ থেকে শুরু হবে সোশাল মিডিয়ায় 'বর্তমান পরিস্থিতি ও আমাদের কর্তব্য' বিষয়ক আলোচনা । মার্কসীয় দর্শন সম্পর্কিত বক্তৃতামালার সূচনা করবেন CPI(M) নেতা গৌতম দেব । মঙ্গলবার সন্ধ্যা সাতটায় গৌতম দেব ফেসবুকের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাবেন । উত্তর 24 পরগনা থেকেই শুরু হচ্ছে দুঃসময় থেকে উত্তরণের পথ বাতলে দেওয়া । তারপর একে একে রাজ্যের সমস্ত জেলায় একই পদ্ধতিতে হবে দুঃসময় থেকে উত্তরণে মার্কসীয় দর্শন কতটা প্রাসঙ্গিক সে বিষয়ে আলোচনা । শুক্রবার CPI(M) বিধায়ক তন্ময় ভট্টাচার্য সাম্প্রদায়িকতার বিপদ নিয়ে রাত আটটায় ফেসবুকের মাধ্যমে BJP-র বিরুদ্ধে জনমত গঠন করবেন বলে জানিয়েছেন ।

উত্তর 24 পরগনা জেলা CPI(M) থেকে তৈরি করে দেওয়া হয়েছে মার্কসীয় দর্শন সম্পর্কিত বক্তৃতামালার নির্ঘণ্ট । সেপ্টেম্বর মাসের 2 তারিখ রাত 8 টায় কমিউনিস্ট পার্টি কী ও কেন? এই বিষয়ে বলবেন গার্গী চট্টোপাধ্যায় । উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তিনি । এমনই মার্কসীয় দর্শন, মার্কসীয় অর্থনীতি, পার্টি কর্মসূচির প্রেক্ষাপট, কমিউনিস্ট পার্টির সংগঠন, এবং আন্দোলন সংগ্রাম ও আগামী কর্মসূচি নিয়ে যথাক্রমে বলবেন সোমনাথ ভট্টাচার্য, পলাশ দাশ, নেপাল দেব ভট্টাচার্য, মানস মুখোপাধ্যায় এবং মৃণাল চক্রবর্তী । CPI(M) কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরো সিদ্ধান্ত নিয়েছে দেশের এই নজিরবিহীন পরিস্থিতিতে তারা সোশাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাবে । পার্টির কর্মসূচি কোনওরকম ভাবে যাতে বিঘ্নিত না হয় তারজন্য, অনলাইনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভার্চুয়াল পদ্ধতিতে ।

কলকাতা, 23 অগাস্ট : চূড়ান্ত দুঃসময় চলছে দেশ এবং রাজ্যে । অতীতেও একসময় অন্য ধরনের দুঃসময় এসেছিল । বামপন্থীদের মধ্যেই আদর্শের অবক্ষয় দেখা গিয়েছিল । দেশ চালাত কংগ্রেস নেতৃত্বাধীন সরকার । সেই সময়ও 'দুঃসময়' নামে বই লিখতে হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে । সেখানে তৎকালীন সমসাময়িক রাজ্যের এবং দেশের অনেক ঘটনা উল্লেখ করা হয়েছিল । তিনি বোঝাতে চেয়েছিলেন এই দুঃসময় থেকে উত্তরণের পথ কী হতে পারে । এবার ফের একই পথে বই না লিখে ভার্চুয়াল পদ্ধতিতে দেশ এবং রাজ্যের মানুষের কাছে জেলাভিত্তিক মার্কসীয় দর্শন সম্পর্কিত বক্তৃতামালা নিয়ে হাজির হবেন জেলার নেতৃত্বরা ।

speech of marxist teory by CPI(M) leaders
ভার্চুয়াল মার্কসীয় দর্শনের উপর বক্তৃতা দেবেন CPI(M)-এর জেলা নেতৃত্ব

চলতি মাসের 25 তারিখ থেকে শুরু হবে সোশাল মিডিয়ায় 'বর্তমান পরিস্থিতি ও আমাদের কর্তব্য' বিষয়ক আলোচনা । মার্কসীয় দর্শন সম্পর্কিত বক্তৃতামালার সূচনা করবেন CPI(M) নেতা গৌতম দেব । মঙ্গলবার সন্ধ্যা সাতটায় গৌতম দেব ফেসবুকের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাবেন । উত্তর 24 পরগনা থেকেই শুরু হচ্ছে দুঃসময় থেকে উত্তরণের পথ বাতলে দেওয়া । তারপর একে একে রাজ্যের সমস্ত জেলায় একই পদ্ধতিতে হবে দুঃসময় থেকে উত্তরণে মার্কসীয় দর্শন কতটা প্রাসঙ্গিক সে বিষয়ে আলোচনা । শুক্রবার CPI(M) বিধায়ক তন্ময় ভট্টাচার্য সাম্প্রদায়িকতার বিপদ নিয়ে রাত আটটায় ফেসবুকের মাধ্যমে BJP-র বিরুদ্ধে জনমত গঠন করবেন বলে জানিয়েছেন ।

উত্তর 24 পরগনা জেলা CPI(M) থেকে তৈরি করে দেওয়া হয়েছে মার্কসীয় দর্শন সম্পর্কিত বক্তৃতামালার নির্ঘণ্ট । সেপ্টেম্বর মাসের 2 তারিখ রাত 8 টায় কমিউনিস্ট পার্টি কী ও কেন? এই বিষয়ে বলবেন গার্গী চট্টোপাধ্যায় । উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তিনি । এমনই মার্কসীয় দর্শন, মার্কসীয় অর্থনীতি, পার্টি কর্মসূচির প্রেক্ষাপট, কমিউনিস্ট পার্টির সংগঠন, এবং আন্দোলন সংগ্রাম ও আগামী কর্মসূচি নিয়ে যথাক্রমে বলবেন সোমনাথ ভট্টাচার্য, পলাশ দাশ, নেপাল দেব ভট্টাচার্য, মানস মুখোপাধ্যায় এবং মৃণাল চক্রবর্তী । CPI(M) কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরো সিদ্ধান্ত নিয়েছে দেশের এই নজিরবিহীন পরিস্থিতিতে তারা সোশাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাবে । পার্টির কর্মসূচি কোনওরকম ভাবে যাতে বিঘ্নিত না হয় তারজন্য, অনলাইনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভার্চুয়াল পদ্ধতিতে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.