ETV Bharat / state

রবীন্দ্রভারতীর পর নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, সার্ভার বিভ্রাটে জেরবার পরীক্ষার্থীরা - অনলাইন পরীক্ষা সার্ভার-বিভ্রাট

সকাল 11টা 30 মিনিটের পরিবর্তে পরীক্ষা শুরু হতে প্রায় 12 টা বেজে গেছিল বলে জানা গেছে । শুধু তাই নয়, পরীক্ষা শেষে উত্তরপত্র আপলোড করতে গিয়েও আবারও একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন পরীক্ষার্থীরা । দ্বিতীয় ধাপে স্নাতকোত্তরের পরীক্ষাতেও বজায় ছিল সার্ভার সমস্যা ।

Server problem during online examination
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছবি
author img

By

Published : Oct 6, 2020, 9:27 PM IST

কলকাতা, 6 অক্টোবর : রাজ্যজুড়ে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে চলছে চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা । কোরোনা পরিস্থিতিতে ক্যাম্পাসে পড়ুয়াদের এনে সশরীরে পরীক্ষা নেওয়া সম্ভব নয় । তাই সব বিশ্ববিদ্যালয় অনলাইন মাধ্যমেই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছে । কিন্তু, পরীক্ষা শুরুর প্রথম দিনেই সার্ভার সমস্যায় পড়লেন রবীন্দ্রভারতী ও নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । গতকাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সার্ভার ডাউন থাকার কারণে প্রথমে প্রশ্নপত্র ডাউনলোড করতে দেরি হয় । আবার পরীক্ষা শেষে উত্তরপত্র আপলোডের সময়ও একই সমস্যা দেখা গেছিল । অন্যদিকে আজ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু হয়েছে । কিন্তু, সারাদিন সার্ভারের কারণে একাধিক সমস্যার সম্মুখীন হন পরীক্ষার্থীরা ।

গতকাল থেকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট তৈরি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। গতকাল প্রথম ধাপে স্নাতকের পরীক্ষার জন্য সকাল 11টা থেকে সংশ্লিষ্ট পড়ুয়ারা সেই ওয়েবসাইটে লগ-ইন করে প্রশ্নপত্র ডাউনলোড করতে পারবে বলা হলেও সার্ভার সমস্যায় প্রায় আধ ঘণ্টা ধরে খোলেনি ওয়েবসাইটটি । আধ ঘণ্টা পর ওয়েবসাইট মোটামুটি স্বাভাবিক হলে নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পর থেকে শুরু করা সম্ভব হয় পরীক্ষা । অর্থাৎ সকাল 11 টা 30 মিনিটের পরিবর্তে পরীক্ষা শুরু হতে প্রায় 12 টা বেজে গেছিল বলে জানা গেছে । শুধু তাই নয়। পরীক্ষা শেষে উত্তরপত্র আপলোড করতে গিয়েও আবারও একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন পরীক্ষার্থীরা । দ্বিতীয় ধাপে স্নাতকোত্তরের পরীক্ষাতেও বজায় ছিল সার্ভার সমস্যা । সমস্যার কারণে পরীক্ষার প্রক্রিয়া শেষ করতে অতিরিক্ত অনেকটা সময় লাগলেও শেষ পর্যন্ত সকল পরীক্ষার্থীই পরীক্ষা দিয়ে উত্তরপত্র অনলাইনেই জমা করতে পেরেছিলেন বলে জানা গেছে ।

Server problem during online examination
সার্ভার-বিভ্রাটে জেরবার পরীক্ষার্থীরা

গতকালের সার্ভার সমস্যা নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি বলেন, "গতকাল পরীক্ষার প্রথমদিন ছিল। ছাত্র-ছাত্রীদের অসুবিধা হয়েছিল। সবটাই হয়েছে। সার্ভার প্রথমে ডাউন হয়ে গেছিল। তার ফলে ডাউনলোডেও বেশ কিছুক্ষণ দেরি হয়েছিল, আপলোডের ক্ষেত্রেও বেশ কিছুক্ষণ সমস্যা হয়। কিন্তু সেটা কাল মিটে গেছে। আজকে পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। ডাউনলোড বা আপলোড কোনওটাতেই সমস্যা হয়নি।"

অন্যদিকে, রবীন্দ্রভারতীর পর আজ সার্ভার সমস্যার সম্মুখীন হন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে একটু অন্য পদ্ধতিতে হচ্ছিল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো অনলাইনে শুধু প্রশ্নপত্র ডাউনলোড ও উত্তরপত্র আপলোড নয়, এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে সম্পূর্ণ অনলাইনেই দিতে হবে পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছিল, আজ থেকে 13 অক্টোবর পর্যন্ত খোলা থাকবে অনলাইন পরীক্ষার পোর্টাল। এই সাতদিন 24 ঘণ্টা খোলা থাকবে পোর্টাল। সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা ওই সময়সীমার মধ্যে যে কোনও সময়ে পোর্টালে গিয়ে নিজের বিষয়গুলির পরীক্ষা দিতে পারবেন। সম্পূর্ণ MCQ ফরম্যাটের প্রশ্নপত্রে হবে পরীক্ষা। 100 নম্বরের জন্য তিন ঘণ্টা ও 50 নম্বরের উত্তর দেওয়ার জন্য দু'ঘণ্টা করে সময় পাবেন পরীক্ষার্থীরা।

কিন্তু, আজ পরীক্ষার প্রথম দিনই যে সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন তাঁরা চরম সমস্যার সম্মুখীন হন। জানা যায়, আজ সারাদিন ধরে পরীক্ষার পোর্টালে সমস্যা ছিল। কখনও পোর্টাল খেলেইনি । আবার কখনও পোর্টাল খুললেও পরীক্ষার্থীরা যে বিষয়ের পরীক্ষা দেবেন তার লিঙ্ক খোলেনি। অনেক পরীক্ষার্থী পরীক্ষা দেওয়া শুরু করে সমস্যায় পড়েন। MCQ ফরম্যাটের প্রশ্নপত্রের এই পরীক্ষায় একটি প্রশ্নের উত্তর দেওয়ার পরই আসে পরের প্রশ্নটি। সেক্ষেত্রে অনেকেই প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার পরও দ্বিতীয় প্রশ্ন আসছিল না বলে জানান। আবার অনেক পরীক্ষার্থী সব প্রশ্নের উত্তর দেওয়ার পরও যখন চূড়ান্ত উত্তরপত্র জমা করেন তার জন্য পাননি কোনও কনফার্মেশন। ফলে, তার সবকটা প্রশ্নের উত্তর জমা পড়েছে কি না তা নিয়ে ধন্দে রয়েছেন অনেক পরীক্ষার্থীই। এই ধরনেরই একাধিক সমস্যায় আজ হয়রান হতে হয় নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থীদের। এই সমস্যা নিয়ে জানতে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভশংকর সরকারের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

কলকাতা, 6 অক্টোবর : রাজ্যজুড়ে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে চলছে চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা । কোরোনা পরিস্থিতিতে ক্যাম্পাসে পড়ুয়াদের এনে সশরীরে পরীক্ষা নেওয়া সম্ভব নয় । তাই সব বিশ্ববিদ্যালয় অনলাইন মাধ্যমেই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছে । কিন্তু, পরীক্ষা শুরুর প্রথম দিনেই সার্ভার সমস্যায় পড়লেন রবীন্দ্রভারতী ও নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । গতকাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সার্ভার ডাউন থাকার কারণে প্রথমে প্রশ্নপত্র ডাউনলোড করতে দেরি হয় । আবার পরীক্ষা শেষে উত্তরপত্র আপলোডের সময়ও একই সমস্যা দেখা গেছিল । অন্যদিকে আজ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু হয়েছে । কিন্তু, সারাদিন সার্ভারের কারণে একাধিক সমস্যার সম্মুখীন হন পরীক্ষার্থীরা ।

গতকাল থেকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট তৈরি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। গতকাল প্রথম ধাপে স্নাতকের পরীক্ষার জন্য সকাল 11টা থেকে সংশ্লিষ্ট পড়ুয়ারা সেই ওয়েবসাইটে লগ-ইন করে প্রশ্নপত্র ডাউনলোড করতে পারবে বলা হলেও সার্ভার সমস্যায় প্রায় আধ ঘণ্টা ধরে খোলেনি ওয়েবসাইটটি । আধ ঘণ্টা পর ওয়েবসাইট মোটামুটি স্বাভাবিক হলে নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পর থেকে শুরু করা সম্ভব হয় পরীক্ষা । অর্থাৎ সকাল 11 টা 30 মিনিটের পরিবর্তে পরীক্ষা শুরু হতে প্রায় 12 টা বেজে গেছিল বলে জানা গেছে । শুধু তাই নয়। পরীক্ষা শেষে উত্তরপত্র আপলোড করতে গিয়েও আবারও একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন পরীক্ষার্থীরা । দ্বিতীয় ধাপে স্নাতকোত্তরের পরীক্ষাতেও বজায় ছিল সার্ভার সমস্যা । সমস্যার কারণে পরীক্ষার প্রক্রিয়া শেষ করতে অতিরিক্ত অনেকটা সময় লাগলেও শেষ পর্যন্ত সকল পরীক্ষার্থীই পরীক্ষা দিয়ে উত্তরপত্র অনলাইনেই জমা করতে পেরেছিলেন বলে জানা গেছে ।

Server problem during online examination
সার্ভার-বিভ্রাটে জেরবার পরীক্ষার্থীরা

গতকালের সার্ভার সমস্যা নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি বলেন, "গতকাল পরীক্ষার প্রথমদিন ছিল। ছাত্র-ছাত্রীদের অসুবিধা হয়েছিল। সবটাই হয়েছে। সার্ভার প্রথমে ডাউন হয়ে গেছিল। তার ফলে ডাউনলোডেও বেশ কিছুক্ষণ দেরি হয়েছিল, আপলোডের ক্ষেত্রেও বেশ কিছুক্ষণ সমস্যা হয়। কিন্তু সেটা কাল মিটে গেছে। আজকে পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। ডাউনলোড বা আপলোড কোনওটাতেই সমস্যা হয়নি।"

অন্যদিকে, রবীন্দ্রভারতীর পর আজ সার্ভার সমস্যার সম্মুখীন হন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে একটু অন্য পদ্ধতিতে হচ্ছিল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো অনলাইনে শুধু প্রশ্নপত্র ডাউনলোড ও উত্তরপত্র আপলোড নয়, এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে সম্পূর্ণ অনলাইনেই দিতে হবে পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছিল, আজ থেকে 13 অক্টোবর পর্যন্ত খোলা থাকবে অনলাইন পরীক্ষার পোর্টাল। এই সাতদিন 24 ঘণ্টা খোলা থাকবে পোর্টাল। সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা ওই সময়সীমার মধ্যে যে কোনও সময়ে পোর্টালে গিয়ে নিজের বিষয়গুলির পরীক্ষা দিতে পারবেন। সম্পূর্ণ MCQ ফরম্যাটের প্রশ্নপত্রে হবে পরীক্ষা। 100 নম্বরের জন্য তিন ঘণ্টা ও 50 নম্বরের উত্তর দেওয়ার জন্য দু'ঘণ্টা করে সময় পাবেন পরীক্ষার্থীরা।

কিন্তু, আজ পরীক্ষার প্রথম দিনই যে সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন তাঁরা চরম সমস্যার সম্মুখীন হন। জানা যায়, আজ সারাদিন ধরে পরীক্ষার পোর্টালে সমস্যা ছিল। কখনও পোর্টাল খেলেইনি । আবার কখনও পোর্টাল খুললেও পরীক্ষার্থীরা যে বিষয়ের পরীক্ষা দেবেন তার লিঙ্ক খোলেনি। অনেক পরীক্ষার্থী পরীক্ষা দেওয়া শুরু করে সমস্যায় পড়েন। MCQ ফরম্যাটের প্রশ্নপত্রের এই পরীক্ষায় একটি প্রশ্নের উত্তর দেওয়ার পরই আসে পরের প্রশ্নটি। সেক্ষেত্রে অনেকেই প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার পরও দ্বিতীয় প্রশ্ন আসছিল না বলে জানান। আবার অনেক পরীক্ষার্থী সব প্রশ্নের উত্তর দেওয়ার পরও যখন চূড়ান্ত উত্তরপত্র জমা করেন তার জন্য পাননি কোনও কনফার্মেশন। ফলে, তার সবকটা প্রশ্নের উত্তর জমা পড়েছে কি না তা নিয়ে ধন্দে রয়েছেন অনেক পরীক্ষার্থীই। এই ধরনেরই একাধিক সমস্যায় আজ হয়রান হতে হয় নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থীদের। এই সমস্যা নিয়ে জানতে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভশংকর সরকারের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.