ETV Bharat / state

200 ছুঁতে পারে পিঁয়াজের দাম

150 পেরিয়ে এবার ডবল সেঞ্চুরির পথে । আগামী কয়েকদিনে 200 ছুঁতে পারে পিঁয়াজের দাম ।

onion
পিঁয়াজ
author img

By

Published : Dec 5, 2019, 6:44 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর : ক্রমবর্ধমান পিঁয়াজের দাম । 150 পেরিয়ে এবার ডবল সেঞ্চুরির পথে । দাম কমা তো দূর, আগামী কয়েকদিনে 200 ছুঁতে পারে পিঁয়াজের দাম । আশঙ্কা এমনই ।

এই বিষয়ে, টাস্ক ফোর্স অফিসার কমল দে বলেন, "পিঁয়াজ শুধু বাংলার সমস্যা নয়, গোটা দেশের সমস্যা । আগামী কয়েকদিনে রাজ্যে পিঁয়াজ আসার সম্ভাবনা নেই । নতুন পিঁয়াজ বাজারে আসতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে । জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের পরই নতুন পিঁয়াজ পাওয়া যাবে । তখন পিঁয়াজের দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে ।

গতকাল মানিকতলার বাজারে প্রতি কেজি পিঁয়াজের দাম ছিল 140 টাকা । আশঙ্কা ছিল 150 ছুঁতে পারে । কিন্তু এবার 200-র পথে পিঁয়াজের দাম । কমল দে বলেন, "যদি বিদেশ থেকে পিঁয়াজ আমদানি করা হয় তবেই রাজ্যে পিঁয়াজের কিছুটা কমবে । তাছাড়া দাম কমার কোনও সম্ভাবনা নেই । মজুতদাররা এই সুযোগে অনেক মোটা অঙ্কে পিঁয়াজ ছাড়ছে বাজারে।" এর পিছনে মহারাষ্ট্রের পিঁয়াজ ব্যবসায়ীরা রয়েছে বলে দাবি তাঁর । তাঁর বক্তব্য, "কেন্দ্রীয় সরকারের চরম অব্যবস্থাপনায় আজ দেশজুড়ে এই সমস্যা তৈরি হয়েছে। এবছর বাংলায় পিঁয়াজ উৎপাদন হয়েছে সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন। আর চাহিদা সাড়ে 8 লাখ মেট্রিক টন। পিঁয়াজ সঠিকভাবে সংরক্ষণ করা হলে এত সমস্যা হত না । কিছুটা সংরক্ষণের অভাবে পিঁয়াজের দাম বেড়েছে।"

অন্যদিকে, দাম বৃদ্ধির জন্য ক্রেতারা সরকারের উদাসীনতাকে দায়ি করেছেন । কেন্দ্র-রাজ্য দুই সরকারের গাফিলতিতেই সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে বলে অভিযোগ তাঁদের । দাম বাড়ার ফলে শুধু ক্রেতারা নয় বিপাকে পড়েছেন বিক্রেতারাও । পিঁয়াজ ব্যবসায়ীদের একাংশ বলছেন, তাঁদের বেশি দাম দিয়ে পিঁয়াজ কিনতে হচ্ছে । কোনও কোনও ক্ষেত্রে তা বিক্রি করতে পারছেন না । সাধারণ মানুষও পিঁয়াজ কেনা অনেকটাই কমিয়ে দিয়েছেন । পিঁয়াজের মূল্যবৃদ্ধি রুখতে সরকার দ্রুত হস্তক্ষেপ করুক, এমনই দাবি তাঁদের ।

কলকাতা, 5 ডিসেম্বর : ক্রমবর্ধমান পিঁয়াজের দাম । 150 পেরিয়ে এবার ডবল সেঞ্চুরির পথে । দাম কমা তো দূর, আগামী কয়েকদিনে 200 ছুঁতে পারে পিঁয়াজের দাম । আশঙ্কা এমনই ।

এই বিষয়ে, টাস্ক ফোর্স অফিসার কমল দে বলেন, "পিঁয়াজ শুধু বাংলার সমস্যা নয়, গোটা দেশের সমস্যা । আগামী কয়েকদিনে রাজ্যে পিঁয়াজ আসার সম্ভাবনা নেই । নতুন পিঁয়াজ বাজারে আসতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে । জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের পরই নতুন পিঁয়াজ পাওয়া যাবে । তখন পিঁয়াজের দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে ।

গতকাল মানিকতলার বাজারে প্রতি কেজি পিঁয়াজের দাম ছিল 140 টাকা । আশঙ্কা ছিল 150 ছুঁতে পারে । কিন্তু এবার 200-র পথে পিঁয়াজের দাম । কমল দে বলেন, "যদি বিদেশ থেকে পিঁয়াজ আমদানি করা হয় তবেই রাজ্যে পিঁয়াজের কিছুটা কমবে । তাছাড়া দাম কমার কোনও সম্ভাবনা নেই । মজুতদাররা এই সুযোগে অনেক মোটা অঙ্কে পিঁয়াজ ছাড়ছে বাজারে।" এর পিছনে মহারাষ্ট্রের পিঁয়াজ ব্যবসায়ীরা রয়েছে বলে দাবি তাঁর । তাঁর বক্তব্য, "কেন্দ্রীয় সরকারের চরম অব্যবস্থাপনায় আজ দেশজুড়ে এই সমস্যা তৈরি হয়েছে। এবছর বাংলায় পিঁয়াজ উৎপাদন হয়েছে সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন। আর চাহিদা সাড়ে 8 লাখ মেট্রিক টন। পিঁয়াজ সঠিকভাবে সংরক্ষণ করা হলে এত সমস্যা হত না । কিছুটা সংরক্ষণের অভাবে পিঁয়াজের দাম বেড়েছে।"

অন্যদিকে, দাম বৃদ্ধির জন্য ক্রেতারা সরকারের উদাসীনতাকে দায়ি করেছেন । কেন্দ্র-রাজ্য দুই সরকারের গাফিলতিতেই সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে বলে অভিযোগ তাঁদের । দাম বাড়ার ফলে শুধু ক্রেতারা নয় বিপাকে পড়েছেন বিক্রেতারাও । পিঁয়াজ ব্যবসায়ীদের একাংশ বলছেন, তাঁদের বেশি দাম দিয়ে পিঁয়াজ কিনতে হচ্ছে । কোনও কোনও ক্ষেত্রে তা বিক্রি করতে পারছেন না । সাধারণ মানুষও পিঁয়াজ কেনা অনেকটাই কমিয়ে দিয়েছেন । পিঁয়াজের মূল্যবৃদ্ধি রুখতে সরকার দ্রুত হস্তক্ষেপ করুক, এমনই দাবি তাঁদের ।

Intro: আগামী কয়েকদিনে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নেই। বরং আগামী কয়েকদিনে পেঁয়াজের দাম আরও বারতে পারে এমনটাই আশঙ্কা। টাস্ক ফোর্স অফিসার কমল দে জানিয়েছেন পেঁয়াজ শুধু বাংলার সমস্যা নয়, গোটা দেশের সমস্যা। আগামী কয়েক দিনে আমাদের রাজ্যে পেঁয়াজ আসার সম্ভাবনা নেই। নতুন পেঁয়াজ বাজারে আসতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর নতুন পেঁয়াজ পাওয়া যাবে। তখন পেঁয়াজের দাম কিছুটা কম আর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।


Body:কমল দে জানিয়েছেন যদি বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা হয় তবেই আমাদের রাজ্যে পেয়াজের কিছু তা কমতে । তা নাহলে পেঁয়াজের দাম কমার কোনো সম্ভাবনা নেই। মজুদাররা এই সুযোগে অনেক মোটা অংকে পেঁয়াজ ছারছে বাজারে। মহারাষ্ট্রের পেয়াজ ব্যবসায়ীরা মূলত এর পেছনে রয়েছে বলে অভিযোগ করেছেন টাক্সফোর্স অফিসার কমল দে। কেন্দ্র সরকারের চরম অব্যবস্থাপনায় আজ দেশজুড়ে এই সমস্যা তৈরি হয়েছে। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন এ বছর বাংলায় পেঁয়াজ উৎপাদন হয়েছে সাড়ে পাঁচ লক্ষ মেট্রিক টন। বাংলায় পেঁয়াজের চাহিদা সাড়ে 8 লক্ষ মেট্রিক টন। বাংলা উৎপাদন বাড়াতে ভিন রাজ্যের উপর নির্ভর করতে হত না।


Conclusion:সেইসঙ্গে অফিসার কমল দে জানিয়েছেন পেঁয়াজ সঠিকভাবে সংরক্ষণ করা হলে এত সমস্যা হতো না আমাদের রাজ্যে। কিছুটা সংরক্ষণের অভাবী পেঁয়াজের দাম বেড়েছে। সেইসঙ্গে জানিয়েছেন আলুর দাম বাড়াটা সম্পূর্ণ অসাধু ব্যবসায়ীদের চক্রান্ত। রাজ্যে যথেষ্ট পরিমাণ মজুদ রয়েছে আলু। বরং অতিরিক্ত আলু রয়েছে। আলুর দাম নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানাবেন বলে জানিয়েছেন তিনি।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.