কলকাতা, 5 ডিসেম্বর : ক্রমবর্ধমান পিঁয়াজের দাম । 150 পেরিয়ে এবার ডবল সেঞ্চুরির পথে । দাম কমা তো দূর, আগামী কয়েকদিনে 200 ছুঁতে পারে পিঁয়াজের দাম । আশঙ্কা এমনই ।
এই বিষয়ে, টাস্ক ফোর্স অফিসার কমল দে বলেন, "পিঁয়াজ শুধু বাংলার সমস্যা নয়, গোটা দেশের সমস্যা । আগামী কয়েকদিনে রাজ্যে পিঁয়াজ আসার সম্ভাবনা নেই । নতুন পিঁয়াজ বাজারে আসতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে । জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের পরই নতুন পিঁয়াজ পাওয়া যাবে । তখন পিঁয়াজের দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে ।
গতকাল মানিকতলার বাজারে প্রতি কেজি পিঁয়াজের দাম ছিল 140 টাকা । আশঙ্কা ছিল 150 ছুঁতে পারে । কিন্তু এবার 200-র পথে পিঁয়াজের দাম । কমল দে বলেন, "যদি বিদেশ থেকে পিঁয়াজ আমদানি করা হয় তবেই রাজ্যে পিঁয়াজের কিছুটা কমবে । তাছাড়া দাম কমার কোনও সম্ভাবনা নেই । মজুতদাররা এই সুযোগে অনেক মোটা অঙ্কে পিঁয়াজ ছাড়ছে বাজারে।" এর পিছনে মহারাষ্ট্রের পিঁয়াজ ব্যবসায়ীরা রয়েছে বলে দাবি তাঁর । তাঁর বক্তব্য, "কেন্দ্রীয় সরকারের চরম অব্যবস্থাপনায় আজ দেশজুড়ে এই সমস্যা তৈরি হয়েছে। এবছর বাংলায় পিঁয়াজ উৎপাদন হয়েছে সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন। আর চাহিদা সাড়ে 8 লাখ মেট্রিক টন। পিঁয়াজ সঠিকভাবে সংরক্ষণ করা হলে এত সমস্যা হত না । কিছুটা সংরক্ষণের অভাবে পিঁয়াজের দাম বেড়েছে।"
অন্যদিকে, দাম বৃদ্ধির জন্য ক্রেতারা সরকারের উদাসীনতাকে দায়ি করেছেন । কেন্দ্র-রাজ্য দুই সরকারের গাফিলতিতেই সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে বলে অভিযোগ তাঁদের । দাম বাড়ার ফলে শুধু ক্রেতারা নয় বিপাকে পড়েছেন বিক্রেতারাও । পিঁয়াজ ব্যবসায়ীদের একাংশ বলছেন, তাঁদের বেশি দাম দিয়ে পিঁয়াজ কিনতে হচ্ছে । কোনও কোনও ক্ষেত্রে তা বিক্রি করতে পারছেন না । সাধারণ মানুষও পিঁয়াজ কেনা অনেকটাই কমিয়ে দিয়েছেন । পিঁয়াজের মূল্যবৃদ্ধি রুখতে সরকার দ্রুত হস্তক্ষেপ করুক, এমনই দাবি তাঁদের ।