কলকাতা, 11 অক্টোবর : পাগড়ি-তরজা অব্যাহত । রাজ্য পুলিশের দিকে অভিযোগের আঙুল । তীব্র চাপানউতোরের মধ্যেই আজ উত্তর দিল রাজ্য । একটি রাজনৈতিক দল ঘটনায় সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে । এই সংকীর্ণ ভাবাদর্শে বাংলা বিশ্বাসী নয় বলে স্বরাষ্ট্রদপ্তরের তরফে জানানো হয় ।
স্বরাষ্ট্র দপ্তর থেকে করা টুইটে লেখা হয়েছে, "পশ্চিমবঙ্গ সরকার শিখ সম্প্রদায়ের মানুষকে সম্মান করে । পুলিশ আইন অনুযায়ী কাজ করছিল । একটি দল সম্পূর্ণ বিষয়ে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে । এই সংকীর্ণ ভাবাদর্শে বাংলা বিশ্বাসী নয় ।"
BJP-র নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্রর চেহারা নেয় হাওড়া ও কলকাতা । পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি । পালটা লাঠিচার্জ করে পুলিশ । চলে কাঁদানে গ্যাস ও জলকামান । সেই মিছিল থেকেই পুলিশ পিস্তল উদ্ধার করে । গ্রেপ্তার করা হয় বলবিন্দর সিংকে ।
মিছিলের একদিন পর বলবিন্দর সিংয়ের গ্রেপ্তারের ভিডিয়ো ভাইরাল হয় । ভিডিয়োয় দেখা যায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময়ে বলবিন্দর সিংয়ের পাগড়ি খুলে যাচ্ছে । এই ঘটনায় রাজ্য পুলিশের তীব্র নিন্দা করে BJP । পঞ্জাবের মুখ্যমন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দিষ্ট পুলিশকর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানান । অভিযোগ ওঠে, শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করা হয়েছে । । যদিও পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছিল, এই ঘটনা ইচ্ছাকৃত নয় । সব সম্প্রদায়ের মানুষকে সম্মান করে পশ্চিমবঙ্গ পুলিশ । কিন্তু রাজ্য তখনও নীরব ছিল ।
আজ তারা নীরবতা ভাঙে । স্বরাষ্ট্রদপ্তর জানায়, আমাদের শিখ ভাই-বোনরা পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবে থাকেন । আমরা তাঁদের বিশ্বাসকে সম্মান করি । সম্প্রতি একটি অন্য ঘটনা হয়েছে ।
-
One political party is giving communal colour to the subject in narrow partisan interest in a manner that Bengal does not believe in. Policing was done as per law, but highest respect for the Sikh panth and ways from GOWB is affirmed.(3/3)
— HOME DEPARTMENT - GOVT. OF WEST BENGAL (@HomeBengal) October 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">One political party is giving communal colour to the subject in narrow partisan interest in a manner that Bengal does not believe in. Policing was done as per law, but highest respect for the Sikh panth and ways from GOWB is affirmed.(3/3)
— HOME DEPARTMENT - GOVT. OF WEST BENGAL (@HomeBengal) October 11, 2020One political party is giving communal colour to the subject in narrow partisan interest in a manner that Bengal does not believe in. Policing was done as per law, but highest respect for the Sikh panth and ways from GOWB is affirmed.(3/3)
— HOME DEPARTMENT - GOVT. OF WEST BENGAL (@HomeBengal) October 11, 2020
একজন ব্যক্তি মিছিলে বেআইনি আগ্নেয়াস্ত্র বহন করছিলেন । তাঁকে সেই অস্ত্রের সঙ্গে গ্রেপ্তার করা হয় । কিন্তু এখন সেই বিষয়টিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি করে স্বরাষ্ট্রদপ্তর । লেখে, "বিষয়টি ঘুরিয়ে দেওয়া হচ্ছে । তথ্য বিকৃত করা হচ্ছে । এবং ঘটনায় সংকীর্ণ পক্ষপাতী সাম্প্রদায়িক রং দেওয়া হচ্ছে । "
এইদিকে আজ পুলিশি হেপাজত শেষ হওয়ার আগেই বলবিন্দরকে আদালতে তোলা হচ্ছে আবার ।