ETV Bharat / state

NRS-এর আইসোলেশনে রোগীর মৃত্যু, কোরোনায় কি না চলছে পরীক্ষা

NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এক রোগীর মৃত্যু ৷ ওই রোগী নভেল কোরোনা ভাইরাসে (COVID-19) আক্রান্ত হয়েছিলেন কি না, তা নির্ণয়ের জন্য তাঁর নমুনা পরীক্ষা করা হচ্ছে । মৃত ওই রোগীর বয়স 45 বছর ৷

one-patient-died-in-isolation-in-nrs-hospital-kolkata
NRS - এর আইসোলেশনে রোগী মৃত্যু, কোরোনায় কি না চলছে পরীক্ষা
author img

By

Published : Mar 30, 2020, 9:29 PM IST

কলকাতা, 30 মার্চ : NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এক রোগীর মৃত্যু ৷ ওই মহিলা নভেল কোরোনা ভাইরাসে (COVID-19) আক্রান্ত হয়েছিলেন কি না, তা নির্ণয়ের জন্য তাঁর নমুনা পরীক্ষা করা হচ্ছে । বয়স 45 বছর ৷ তিনি উত্তর 24 পরগনার বনগাঁর বাসিন্দা ৷ আজ দুপুরে আইসোলেশনে থাকাকালীন মারা যান তিনি ৷

গতকাল সকালে ওই মহিলাকে NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করানো হয়েছিল । জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা থাকায় তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল । আজ দুপুর 12 টা 5 মিনিট নাগাদ ওই ওয়ার্ডেই তাঁর মৃত্যু হয় । ওই রোগী COVID-19-এ আক্রান্ত ছিলেন কি না, তা জানার জন্য তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ রিপোর্ট পাওয়ার অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ ।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ওই মহিলা সম্প্রতি চেন্নাইয়ের একটি হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে ফিরেছিলেন । ফেরার পরেই তিনি জ্বরে পড়েন । শুরু হতে থাকে শ্বাসকষ্ট । সমস্যা বাড়তে থাকায় গতকাল তাঁকে কলকাতার NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করানো হয়েছিল ।

কলকাতা, 30 মার্চ : NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এক রোগীর মৃত্যু ৷ ওই মহিলা নভেল কোরোনা ভাইরাসে (COVID-19) আক্রান্ত হয়েছিলেন কি না, তা নির্ণয়ের জন্য তাঁর নমুনা পরীক্ষা করা হচ্ছে । বয়স 45 বছর ৷ তিনি উত্তর 24 পরগনার বনগাঁর বাসিন্দা ৷ আজ দুপুরে আইসোলেশনে থাকাকালীন মারা যান তিনি ৷

গতকাল সকালে ওই মহিলাকে NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করানো হয়েছিল । জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা থাকায় তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল । আজ দুপুর 12 টা 5 মিনিট নাগাদ ওই ওয়ার্ডেই তাঁর মৃত্যু হয় । ওই রোগী COVID-19-এ আক্রান্ত ছিলেন কি না, তা জানার জন্য তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ রিপোর্ট পাওয়ার অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ ।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ওই মহিলা সম্প্রতি চেন্নাইয়ের একটি হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে ফিরেছিলেন । ফেরার পরেই তিনি জ্বরে পড়েন । শুরু হতে থাকে শ্বাসকষ্ট । সমস্যা বাড়তে থাকায় গতকাল তাঁকে কলকাতার NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করানো হয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.