কলকাতা, 19 এপ্রিল: রাজ্যে ফের করোনায় মৃত্যু। মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মন্টু রাম বর নামে এক বছর উনসত্তরের এক প্রোঢ়ের। বেলেঘাটা আইডি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন ওই বৃদ্ধা। গত বুধবারের পর মঙ্গলবার ফের রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। স্বভাবতই নতুন করে উদ্বিগ্ন প্রশাসন ।
দেশ তথা রাজ্যে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা। স্বাস্থ্যভবনের পক্ষ থেকে মঙ্গলবার সেই বিষয়ে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে স্পষ্ট বলা হয়েছে বয়স্ক মানুষ থেকে শিশু, কোমর্বিডিতে আক্রান্ত, অন্তঃসত্তাদের ভিড় এড়িতে চলতে। সকলে যাতে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করেন সেই দিকেও নজর দিতে বলা হয়েছে। এছাড়াও কাশি, সর্দি, জ্বর হলে করোনা টেস্ট করার পরামর্শও দিয়েছে স্বাস্থ্যভবন। এমনকী যদি কেউ করোনা আক্রান্ত হন তবে তাঁকে এক সপ্তাহের জন্য বাড়িতেই আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্যভবনের তরফে।
তবে এতকিছুর মাঝেও দেশে হুহু করে বেড়ে চলেছে করোনা, কমতি নেই রাজ্যেও। এক সপ্তাহের মধ্যে মৃত্যুর খবর দু'জনের। গত বুধবার রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা 76 বছরের ভাস্কর দাসের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়। তিনি একটি বেসরকারি হাসপাতালে তিনদিন ভরতি ছিলেন।
গত বুধবার সকাল 11টা নাগাদ মৃত্যু হয়েছিল তাঁর। জানা গিয়েছিল তিনি সম্প্রতি নর্থবেঙ্গলে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে আসার পরেই জ্বরে ভুগছিলেন ওই বৃদ্ধ। সবাইকে মাস্ক পড়তে বলছে রাজ্য সরকার। এরই সঙ্গে বারবার স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার ও হাঁচি-কাশি হলে তবে রুমাল ব্যবহার করতেও বলা হয়েছে ।
আরও পড়ুন: রাজ্যে ফের করোনার হদিশ ! কলকাতা থেকে ফিরতেই 'পজিটিভ' মালদা মেডিক্যালের ছাত্র
গতকাল স্বাস্থ্যভবনে একটি বৈঠক হয় ৷ তাতে বেশকিছু নির্দেশিকা দেওয়া হয়েছে ৷ এই নির্দেশিকায় বলা হয়েছে, যদি কোনও রোগীর অবস্থা বাড়াবাড়ির পর্যায় চলে যায় তাহলে তিনি যেন অবিলম্বে নিকটবর্তী হাসপাতালে ভরতি হন। দরকারে স্বাস্থ্য দফতরের হেল্পলাইন নম্বর 14416-এ ফোনও করতে পারেন। যদি কোনও ব্যক্তি এখনও বুস্টার ডোজ না-নিয়ে থাকেন অবিলম্বে সেই ডোজ নেওয়ার কথাও বলছে স্বাস্থ্যভবন। এমনকী চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ও কফ সিরাপ খেতেও মানা করা হয়েছে নির্দেশিকায় ৷