কলকাতা, 26 সেপ্টেম্বর : এটা রাজনৈতিক ষড়যন্ত্র ৷ এভাবেই তৃণমূল আক্রমণ করেছিল স্টিং অপারেশনকে । ম্যাথু স্যামুয়েলের পিছনে থেকে কেউ এই কাজ করিয়েছে । আজ প্রমাণ হল তেমন কিছু নয় । পুলিশকর্তা এস এম এইচ মির্জ়াকে গ্রেপ্তারির পর একথা বললেন ম্যাথু । তাঁর বক্তব্য, "আজ আমার জীবনের অন্যতম খুশির দিন ।"
2014 সালের লোকসভা নির্বাচনের আগে ফাঁদ পাতেন ম্যাথু স্যামুয়েল । সেই ফাঁদেই পা দেন মির্জ়া ৷ স্টিং অপারেশনের ফুটেজে দেখা যায় ,হাফপ্যান্ট পরে আছেন তিনি । চলছে আড্ডা । নানা তথ্য দিচ্ছেন তৃণমূল সম্পর্কেও ৷ দাবি করছেন, বাংলার শাসকদলের হয়ে টাকা তোলেন তিনি । এমন কী দলের হয়ে কত টাকা তুলেছেন সেটাও উল্লেখ করতে ভোলেননি ৷ ফুটেজে দেখা যায় টাকা নিচ্ছেন তিনি ৷ টাকার বিনিময়ে ব্যবসায়িক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন পুলিশকর্তা ৷ পরে অবশ্য মির্জ়া দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে ৷ তিনি টাকা নেননি ৷
মাস কয়েক আগে শহরে এসেছিলেন তৎকালীন CBI অধিকর্তা নাগেশ্বর রাও । সূত্র জানাচ্ছে, নারদকাণ্ডে তদন্তে গতি আনতে বিশেষ নির্দেশ দিয়েছিলেন তিনি । তারপরই তদন্তের গতি বাড়ে । যদিও ম্যাথুর প্রশ্ন, "দু'বছর ধরে তদন্ত চলছে । আমি 18 বার এসেছি । কিন্তু দু’বছর হয়ে গেলেও তদন্ত কি সেভাবে এগিয়েছে?" তাঁর আক্ষেপ ছিল, কেন এখনও পর্যন্ত এই মামলায় কেউ গ্রেপ্তার হচ্ছে না ।
মির্জ়াই প্রথম অভিযুক্ত যাকে নারদ মামলায় গ্রেপ্তার করল CBI ৷