ETV Bharat / state

মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার খাগড়াগড়কাণ্ডের অন্যতম মাথা

স্বাধীনতার আগে বড়সড় সাফল্য NIA-র ৷ গ্রেপ্তার খাগড়াকাণ্ডের অন্যতম অভিযুক্ত ৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : Aug 13, 2019, 8:46 PM IST

Updated : Aug 13, 2019, 9:53 PM IST


দিল্লি ও কলকাতা, 13 অগাস্ট : বর্ধমানের খাগড়াগড়কাণ্ডের অন্যতম মাথাকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা NIA ৷ নাম জাহিরুল শেখ ৷ আজ তাকে মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয় ৷

তদন্তকারী সূত্রে খবর, ধৃত জাহিরুল শেখ সক্রিয় JMB সদস্য ৷ বর্ধমানের শিমুলিয়া মাদ্রাসা থেকে সে প্রশিক্ষণ নিয়েছিল ৷ ভারতবর্ষের যুবক-যুবতিদের জঙ্গি সংগঠনে নিয়োগ করার দায়িত্ব ছিল তার উপর ৷ এইসব যুবক-যুবতিদের প্রশিক্ষণ দেওয়ার কাজও করত জাহিরুল ৷

2014 সালের 2 অক্টোবর পুজোর সময় খাগড়াগড়ে বিস্ফোরণ হয় ৷ তারপর থেকে পলাতক ছিল জাহিরুল ৷ আজ তাকে গ্রেপ্তার করে NIA ৷ বাজেয়াপ্ত করা হয় একটি ন্যানো গাড়ি ৷ এই গাড়িটি জাহিরুল চালাত বলে খবর ৷ জাহিরুলকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা ৷ মধ্যপ্রদেশে কী কারণে ঘাঁটি করেছিল, সেখানে কোনও নাশকতার ছক ছিল কি না তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা ৷


দিল্লি ও কলকাতা, 13 অগাস্ট : বর্ধমানের খাগড়াগড়কাণ্ডের অন্যতম মাথাকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা NIA ৷ নাম জাহিরুল শেখ ৷ আজ তাকে মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয় ৷

তদন্তকারী সূত্রে খবর, ধৃত জাহিরুল শেখ সক্রিয় JMB সদস্য ৷ বর্ধমানের শিমুলিয়া মাদ্রাসা থেকে সে প্রশিক্ষণ নিয়েছিল ৷ ভারতবর্ষের যুবক-যুবতিদের জঙ্গি সংগঠনে নিয়োগ করার দায়িত্ব ছিল তার উপর ৷ এইসব যুবক-যুবতিদের প্রশিক্ষণ দেওয়ার কাজও করত জাহিরুল ৷

2014 সালের 2 অক্টোবর পুজোর সময় খাগড়াগড়ে বিস্ফোরণ হয় ৷ তারপর থেকে পলাতক ছিল জাহিরুল ৷ আজ তাকে গ্রেপ্তার করে NIA ৷ বাজেয়াপ্ত করা হয় একটি ন্যানো গাড়ি ৷ এই গাড়িটি জাহিরুল চালাত বলে খবর ৷ জাহিরুলকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা ৷ মধ্যপ্রদেশে কী কারণে ঘাঁটি করেছিল, সেখানে কোনও নাশকতার ছক ছিল কি না তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা ৷

Intro:স্বাধীনতা দিবসের আগে বড়সড় সাফল্য পেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এন.আই.এ মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হল বর্ধমানের খগড়াগড় কাণ্ডের অন্যতম মাথা জাহিরুল শেখকে ৷ মধ্যপ্রদেশে সে কি কারণে ঘাঁটি গেড়েছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷ তার কোনও নাশকতা ঘটনোর ছক ছিল কিনা সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ Body:তদন্তকারী সংস্থা সুত্রে জানা গিয়েছে ধৄত জাহিরুল শেখ সক্রিয় জেএমবি সদস্য ৷ বর্ধমানের শিমুলিয়া মাদ্রাসা থেকে সে প্রশিক্ষন নিয়েছিল ৷ তার উপর দায়িত্ব ছিল ভারতবর্ষ জুড়ে যুবক-যুবতীদের জঙ্গী সংগঠনে নিয়োগ করা ৷ শুধু তাই নয় তাদের প্রশিক্ষন দেওয়ার কাজও করত সে ৷ এই ঘটনার তদন্তে নেমে একটি ন্যানো গাড়ি বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা ৷ এই গাড়িটিই জাহিরুল চালাত বলে জানা গিয়েছে ৷
Conclusion:২০১৪ সালের ২রা অক্টোবর পুজোর সময় এই ঘটনা ঘটে ৷ তারপর থেকে পলাতক ছিল জাহিরুল ৷ সে কোথায় ছিল এতদিন এবং কোন কোন কাজের সাথে যুক্ত ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷
Last Updated : Aug 13, 2019, 9:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.