দিল্লি ও কলকাতা, 13 অগাস্ট : বর্ধমানের খাগড়াগড়কাণ্ডের অন্যতম মাথাকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা NIA ৷ নাম জাহিরুল শেখ ৷ আজ তাকে মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয় ৷
তদন্তকারী সূত্রে খবর, ধৃত জাহিরুল শেখ সক্রিয় JMB সদস্য ৷ বর্ধমানের শিমুলিয়া মাদ্রাসা থেকে সে প্রশিক্ষণ নিয়েছিল ৷ ভারতবর্ষের যুবক-যুবতিদের জঙ্গি সংগঠনে নিয়োগ করার দায়িত্ব ছিল তার উপর ৷ এইসব যুবক-যুবতিদের প্রশিক্ষণ দেওয়ার কাজও করত জাহিরুল ৷
2014 সালের 2 অক্টোবর পুজোর সময় খাগড়াগড়ে বিস্ফোরণ হয় ৷ তারপর থেকে পলাতক ছিল জাহিরুল ৷ আজ তাকে গ্রেপ্তার করে NIA ৷ বাজেয়াপ্ত করা হয় একটি ন্যানো গাড়ি ৷ এই গাড়িটি জাহিরুল চালাত বলে খবর ৷ জাহিরুলকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা ৷ মধ্যপ্রদেশে কী কারণে ঘাঁটি করেছিল, সেখানে কোনও নাশকতার ছক ছিল কি না তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা ৷