ETV Bharat / state

উপসর্গহীন কোরোনায় আক্রান্ত আরও 1 প্রসূতি, বাড়ছে আতঙ্ক - without symptoms corona

চিত্তরঞ্জন সেবা সদন সূত্রে খবর, এই হাসপাতালে চিকিৎসাধীন এক প্রসূতির সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । তাঁর সংক্রমণের কোনও উপসর্গ ধরা পড়েনি ।

aa
কোরোনা
author img

By

Published : May 12, 2020, 8:33 AM IST

Updated : May 12, 2020, 8:55 AM IST

কলকাতা, 12 মে: উপসর্গহীন COVID-19-এ আক্রান্তদের নিয়ে আতঙ্ক আরও বেড়ে চলেছে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের মধ্যে । গতকাল, উপসর্গহীন আরও এক COVID-19-এ আক্রান্ত প্রসূতির খোঁজ মিলেছে চিত্তরঞ্জন সেবা সদনে । এই নিয়ে হাজরায় অবস্থিত সরকারি এই হাসপাতালে শেষ খবর পাওয়া পর্যন্ত ছয়জন COVID-19-এ আক্রান্ত প্রসূতির খোঁজ পাওয়া গেল । এই ছয়জনের মধ্যে চারজনের ক্ষেত্রে কোনও উপসর্গ ধরা পড়েনি । বাকি দুইজনের ক্ষেত্রে সামান্য উপসর্গ ছিল ।

চিত্তরঞ্জন সেবা সদন সূত্রে খবর, গতকাল এই হাসপাতালে চিকিৎসাধীন এক প্রসূতির সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । তিনি চেতলা অঞ্চলের বাসিন্দা। হাসপাতাল সূত্রে খবর, এই প্রসূতির ক্ষেত্রে COVID-19 সংক্রমণের কোনও উপসর্গ ছিল না । এদিকে, তিনি প্রসব করেছেন। গতকাল রিপোর্ট আসার পর এই প্রসূতি এবং তাঁর সন্তানকে এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । এর আগে এই হাসপাতালে COVID-19-এ আক্রান্ত পাঁচ প্রসূতির খোঁজ পাওয়া যায় । যাঁদের মধ্যে দুইজনের খোঁজ পাওয়া যায় শনিবার । এই দুইজনের ক্ষেত্রে COVID-19 সংক্রমণের কোনও উপসর্গ দেখা যায়নি । বাকি তিন প্রসূতির মধ্যে একজনের ক্ষেত্রে COVID-19 সংক্রমণের কোনও উপসর্গ ছিল না । অন্য দু'জনের ক্ষেত্রে COVID-19 সংক্রমণের সামান্য উপসর্গ দেখা গেছিল । শুধুমাত্র চিত্তরঞ্জন সেবা সদন নয়, সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে উপসর্গহীন COVID-19 আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে । যার জেরে, বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ সেখানকার অন্য কর্মী এবং আধিকারিকদের মধ্যে আতঙ্ক বাড়ছে ।

এদিকে চিত্তরঞ্জন সেবা সদনে যাতে সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য শনিবার থেকে এই হাসপাতালে রোগী ভরতি নেওয়া এবং আউটডোরের পরিষেবা বন্ধ রাখা হয়েছে । হাসপাতাল থেকে রোগীদের ছুটি দেওয়া হয়েছে । এরপর হাসপাতালকে জীবাণুমুক্ত করা হবে । তবে, এই হাসপাতালের ইমার্জেন্সি পরিষেবা চালু রয়েছে ।

এদিকে মা ও শিশু মিলিয়ে 22জনকে শনিবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়নি । কারণ, এই 22জনের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট দেখার পর তাঁদের ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ঠিক করেছেন কর্তৃপক্ষ । গতকাল এই হাসপাতালের যে প্রসূতি COVID-19-এ আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে, তিনি এবং তাঁর সন্তান এই 22জনের মধ্যে ছিলেন । এখনও কয়েকজনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসেনি । COVID-19-এ আক্রান্ত প্রসূতিদের সংস্পর্শে আসার জেরে চিত্তরঞ্জন সেবা সদনের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে 30জনকে কোয়ারানটিনে রাখা হয়েছে । তাঁদের মধ্যে 15জন চিকিৎসক রয়েছেন । এই 30জনের মধ্যে কয়েকজনের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট গতকাল এই হাসপাতালে এসেছে । তবে, প্রতিটি রিপোর্ট নেগেটিভ বলে জানা গেছে ।

কলকাতা, 12 মে: উপসর্গহীন COVID-19-এ আক্রান্তদের নিয়ে আতঙ্ক আরও বেড়ে চলেছে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের মধ্যে । গতকাল, উপসর্গহীন আরও এক COVID-19-এ আক্রান্ত প্রসূতির খোঁজ মিলেছে চিত্তরঞ্জন সেবা সদনে । এই নিয়ে হাজরায় অবস্থিত সরকারি এই হাসপাতালে শেষ খবর পাওয়া পর্যন্ত ছয়জন COVID-19-এ আক্রান্ত প্রসূতির খোঁজ পাওয়া গেল । এই ছয়জনের মধ্যে চারজনের ক্ষেত্রে কোনও উপসর্গ ধরা পড়েনি । বাকি দুইজনের ক্ষেত্রে সামান্য উপসর্গ ছিল ।

চিত্তরঞ্জন সেবা সদন সূত্রে খবর, গতকাল এই হাসপাতালে চিকিৎসাধীন এক প্রসূতির সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । তিনি চেতলা অঞ্চলের বাসিন্দা। হাসপাতাল সূত্রে খবর, এই প্রসূতির ক্ষেত্রে COVID-19 সংক্রমণের কোনও উপসর্গ ছিল না । এদিকে, তিনি প্রসব করেছেন। গতকাল রিপোর্ট আসার পর এই প্রসূতি এবং তাঁর সন্তানকে এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । এর আগে এই হাসপাতালে COVID-19-এ আক্রান্ত পাঁচ প্রসূতির খোঁজ পাওয়া যায় । যাঁদের মধ্যে দুইজনের খোঁজ পাওয়া যায় শনিবার । এই দুইজনের ক্ষেত্রে COVID-19 সংক্রমণের কোনও উপসর্গ দেখা যায়নি । বাকি তিন প্রসূতির মধ্যে একজনের ক্ষেত্রে COVID-19 সংক্রমণের কোনও উপসর্গ ছিল না । অন্য দু'জনের ক্ষেত্রে COVID-19 সংক্রমণের সামান্য উপসর্গ দেখা গেছিল । শুধুমাত্র চিত্তরঞ্জন সেবা সদন নয়, সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে উপসর্গহীন COVID-19 আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে । যার জেরে, বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ সেখানকার অন্য কর্মী এবং আধিকারিকদের মধ্যে আতঙ্ক বাড়ছে ।

এদিকে চিত্তরঞ্জন সেবা সদনে যাতে সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য শনিবার থেকে এই হাসপাতালে রোগী ভরতি নেওয়া এবং আউটডোরের পরিষেবা বন্ধ রাখা হয়েছে । হাসপাতাল থেকে রোগীদের ছুটি দেওয়া হয়েছে । এরপর হাসপাতালকে জীবাণুমুক্ত করা হবে । তবে, এই হাসপাতালের ইমার্জেন্সি পরিষেবা চালু রয়েছে ।

এদিকে মা ও শিশু মিলিয়ে 22জনকে শনিবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়নি । কারণ, এই 22জনের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট দেখার পর তাঁদের ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ঠিক করেছেন কর্তৃপক্ষ । গতকাল এই হাসপাতালের যে প্রসূতি COVID-19-এ আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে, তিনি এবং তাঁর সন্তান এই 22জনের মধ্যে ছিলেন । এখনও কয়েকজনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসেনি । COVID-19-এ আক্রান্ত প্রসূতিদের সংস্পর্শে আসার জেরে চিত্তরঞ্জন সেবা সদনের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে 30জনকে কোয়ারানটিনে রাখা হয়েছে । তাঁদের মধ্যে 15জন চিকিৎসক রয়েছেন । এই 30জনের মধ্যে কয়েকজনের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট গতকাল এই হাসপাতালে এসেছে । তবে, প্রতিটি রিপোর্ট নেগেটিভ বলে জানা গেছে ।

Last Updated : May 12, 2020, 8:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.