কলকাতা, 24 অগস্ট: বুধবার সন্ধ্যাবেলায় নিউটাউন থেকে ওই লিংক ম্যানকে গ্রেফতার করে সিবিআই (CBI)৷ সিবিআই সূত্রে খবর, ওই লিংক ম্যানের নাম প্রদীপ সিংহ ৷ নিউটাউন থেকে তাকে গ্রেফতার করে সরাসরি নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। জানা গিয়েছে, ওই ব্যক্তিকে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে।
সূত্রের খবর, নবম এবং দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় এই প্রদীপ সিংহ মিডিলম্যান হিসেবে কাজ করত। একাধিকবার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে এদিন সিবিআইয়ের অ্যান্টি করাপশন ইউনিটের গোয়েন্দারা গ্রেফতার করেছে। ধৃতের বিরুদ্ধে প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রজু করা হয়েছে।
আরও পড়ুন: এসএসসি নিয়োগ দুর্নীতির জেরে এবার চাকরি খোয়ালেন মুর্শিদাবাদের সিদ্দিক গাজি
ইতিমধ্যেই এসএসসি দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন তৃণমূল মহাসচিব তথা প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা। এরপরেই এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহাকে গ্রেফতার করে সিবিআই। এই ঘটনার পর এবার এসএসসি দুর্নীতি কাণ্ডে নতুন এক ব্যক্তিকে গ্রেফতার করল সিবিআই ।