ETV Bharat / state

ধর্মতলায় যুবতির শ্লীলতাহানি, গ্রেপ্তার অভিযুক্ত - কলকাতা

গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ গ্র্যান্ড হোটেলের নিচের ফুটপাত দিয়ে যাচ্ছিলেন ওই যুবতি । শপিং করতেই তিনি ওই এলাকায় এসেছিলেন । অভিযোগ, সেসময় তাঁর শ্লীলতাহানি করে হিনাল ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 4, 2019, 12:02 PM IST

কলকাতা, 4 অগাস্ট : ফের শ্লীলতাহানি কলকাতায় । গতকাল সন্ধ্যায় ধর্মতলার গ্র্যান্ড হোটেলের সামনের ঘটনা । ওই যুবতির অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ । তার নাম হিনাল খান ৷ আজ তাকে আদালতে তোলা হবে ।

দিন কয়েক আগে ক্যামাক স্ট্রিট এলাকার একটি শপিং মলের সামনে শ্লীলতাহানি হয়েছিল এক যুবতির । স্থানীয় মানুষ এবং পুলিশের সক্রিয়তায় তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয় ফুটপাথবাসী এক যুবককে । ফের গতকাল ঘটল একই ঘটনা ৷ গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ গ্র্যান্ড হোটেলের নিচের ফুটপাত দিয়ে যাচ্ছিলেন ওই যুবতি । শপিং করতেই তিনি ওই এলাকায় এসেছিলেন । অভিযোগ, সেসময় তাঁর শ্লীলতাহানি করে হিনাল ৷ সে 26 নম্বর এস এন ব্যানার্জি রোডের বাসিন্দা । ঘটনায় হতচকিত হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন যুবতি । চিৎকার শুনে স্থানীয়রা ওই যুবককে ঘিরে ফেলে । খবর দেওয়া হয় পুলিশে । খবর পেয়ে ঘটনাস্থানে যায় নিউমার্কেট থানার পুলিশ । আটক করা হয় অভিযুক্তকে ।

পরে নিউমার্কেট থানায় ওই যুবতিকে ডেকে পাঠায় পুলিশ । তিনি হিনালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । তারপরেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে ।

কলকাতা, 4 অগাস্ট : ফের শ্লীলতাহানি কলকাতায় । গতকাল সন্ধ্যায় ধর্মতলার গ্র্যান্ড হোটেলের সামনের ঘটনা । ওই যুবতির অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ । তার নাম হিনাল খান ৷ আজ তাকে আদালতে তোলা হবে ।

দিন কয়েক আগে ক্যামাক স্ট্রিট এলাকার একটি শপিং মলের সামনে শ্লীলতাহানি হয়েছিল এক যুবতির । স্থানীয় মানুষ এবং পুলিশের সক্রিয়তায় তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয় ফুটপাথবাসী এক যুবককে । ফের গতকাল ঘটল একই ঘটনা ৷ গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ গ্র্যান্ড হোটেলের নিচের ফুটপাত দিয়ে যাচ্ছিলেন ওই যুবতি । শপিং করতেই তিনি ওই এলাকায় এসেছিলেন । অভিযোগ, সেসময় তাঁর শ্লীলতাহানি করে হিনাল ৷ সে 26 নম্বর এস এন ব্যানার্জি রোডের বাসিন্দা । ঘটনায় হতচকিত হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন যুবতি । চিৎকার শুনে স্থানীয়রা ওই যুবককে ঘিরে ফেলে । খবর দেওয়া হয় পুলিশে । খবর পেয়ে ঘটনাস্থানে যায় নিউমার্কেট থানার পুলিশ । আটক করা হয় অভিযুক্তকে ।

পরে নিউমার্কেট থানায় ওই যুবতিকে ডেকে পাঠায় পুলিশ । তিনি হিনালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । তারপরেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে ।

Intro:কলকাতা, 4 অগাস্ট: ফের কলকাতায় শ্লীলতাহানির ঘটনা। এবার শহরের একেবারে প্রাণকেন্দ্রে। গত সন্ধ্যায় ধর্মতলার এলাকার গ্র্যান্ড হোটেলের সামনে ঘটে ঘটনা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে। আজ তাকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।



Body:দিন কয়েক আগে ক্যামাক স্ট্রীট এলাকার একটি শপিং মলের সামনে শ্লীলতাহানি করা হয়েছিল এক যুবতীকে। ঘটনায় স্থানীয় মানুষ এবং পুলিশের সক্রিয়তায় তৎক্ষণাৎ গ্রেফতার করা হয়েছিল এক ফুটপাতবাসী যুবককে। আবারও একই রকমের ঘটনা। গত সন্ধ্যা সাতটা নাগাদ গ্র্যান্ড হোটেলের নীচের ফুটপাত দিয়ে যাচ্ছিলেন ওই যুবতী। শপিং করতেই তিনি এসেছিলেন ওই এলাকায়। অভিযোগ, আচমকা তাকে শ্রীলতাহানি করে হিনাল খান নামে এক যুবক। সে 26 নম্বর এস এন ব্যানার্জি রোডে থাকে। ঘটনায় হতচকিত হয়ে চিৎকার চেঁচামেচি জুড়ে দেন ওই যুবতী। তখনই স্থানীয়রা ঘিরে ধরে ওই যুবককে। খবর দেওয়া হয় পুলিশে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নিউমার্কেট থানার পুলিশ। আটক করা হয় অভিযুক্তকে।


Conclusion:পুলিশ সূত্রে খবর, নিউমার্কেট থানায় ডাকা হয় ওই যুবতীকে। তিনি হিনালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তারপরেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.