কলকাতা, 4 অগাস্ট : ফের শ্লীলতাহানি কলকাতায় । গতকাল সন্ধ্যায় ধর্মতলার গ্র্যান্ড হোটেলের সামনের ঘটনা । ওই যুবতির অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ । তার নাম হিনাল খান ৷ আজ তাকে আদালতে তোলা হবে ।
দিন কয়েক আগে ক্যামাক স্ট্রিট এলাকার একটি শপিং মলের সামনে শ্লীলতাহানি হয়েছিল এক যুবতির । স্থানীয় মানুষ এবং পুলিশের সক্রিয়তায় তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয় ফুটপাথবাসী এক যুবককে । ফের গতকাল ঘটল একই ঘটনা ৷ গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ গ্র্যান্ড হোটেলের নিচের ফুটপাত দিয়ে যাচ্ছিলেন ওই যুবতি । শপিং করতেই তিনি ওই এলাকায় এসেছিলেন । অভিযোগ, সেসময় তাঁর শ্লীলতাহানি করে হিনাল ৷ সে 26 নম্বর এস এন ব্যানার্জি রোডের বাসিন্দা । ঘটনায় হতচকিত হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন যুবতি । চিৎকার শুনে স্থানীয়রা ওই যুবককে ঘিরে ফেলে । খবর দেওয়া হয় পুলিশে । খবর পেয়ে ঘটনাস্থানে যায় নিউমার্কেট থানার পুলিশ । আটক করা হয় অভিযুক্তকে ।
পরে নিউমার্কেট থানায় ওই যুবতিকে ডেকে পাঠায় পুলিশ । তিনি হিনালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । তারপরেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে ।