বেহালা, 22 ডিসেম্বর: বিস্ফোরণের ঘটনা ঘটল শহরে ৷ ঘটনাটি ঘটেছে বেহালার সরশুনায় ৷ এই ঘটনায় আহত হয়েছেন এক ব্যক্তি ৷ তাঁকে সরশুনা হাসপাতালে ভর্তি করা হয়েছে (One injured in Blast incident at Behala) ।
জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ একজন ময়লার স্তূপ ঘেঁটে কাগজ কুড়োছিলেন ৷ তখনই বিস্ফোরণটি ঘটে ৷ দুর্ঘটনায় আহত হন ওই কাগজ কুড়ানি ৷ ঘটনার পর এলাকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রক্ত । স্থানীয় মানুষজন তাঁকে উদ্ধার করে সরশুনা হাসপাতালে নিয়ে যায় ৷ আহত ব্যক্তির নাম সাইদুল নস্কর (64)৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁকে সরশুনা হাসপাতাল থেকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়েছে ।
ঘটনাস্থলে এসেছে সরশুনা থানার পুলিশ ৷ এলাকায় পুলিশ রয়েছে । তবে কী কারণে এই বিস্ফোরণ, তা এখনও পরিষ্কার নয় ৷ ময়লার ঢিপিতে বোমা ছিল, না অন্য কোনও কেমিক্যাল থেকে এই বিস্ফোরণ, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ তদন্তের পরেই তা বোঝা যাবে ৷
আরও পড়ুন: বরানগরে বাড়িতে 'বিস্ফোরণ', নিখোঁজ বৃদ্ধা
এদিন বিস্ফোরণস্থলে আসে বম্ব স্কোয়াডের কর্মীরা ৷ তাঁরা এসে তিনটি কাচের বোতল উদ্ধার করেছে । তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে ।