ETV Bharat / state

সোনা পাচারের চেষ্টা, কলকাতা থেকে ধৃত বাংলাদেশি - সোনা স্মাগলিং

আজ গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (STF) গোয়েন্দারা । সেইমতো গোয়েন্দারা ফাঁদ পাতেন বড়বাজার এলাকায় । দুপুরবেলা রবীন্দ্র সরণির একটি হোটেলের সামনে থেকে সোনার বিস্কিট সহ এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে STF ।

গ্রেপ্তার
author img

By

Published : Oct 19, 2019, 10:45 PM IST

কলকাতা, 19 অক্টোবর : ফের সোনা পাচারের চেষ্টা কলকাতায় । প্রথমে বনগাঁ সীমান্ত পার হয়ে লোকাল ট্রেনে শিয়ালদা । তারপর সেখান থেকে সোজা বড়বাজার । সেখানেই নির্দিষ্ট ব্যক্তির কাছে সোনা তুলে দেওয়ার কথা ছিল । কিন্তু তার আগেই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেপ্তার হল বাংলাদেশি । তার কাছ থেকে পাঁচটি সোনার বিস্কিট উদ্ধার করেছে পুলিশ ।

STF সূত্রে খবর, বাংলাদেশের লক্ষ্মীপুরের বাসিন্দা মিজানুর রহমান । আজ গোপন সূত্রে খবর পান কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা । সূত্র মারফত জানা যায় বাংলাদেশ থেকে সোনা ঢুকছে কলকাতায় । সেইমতো গোয়েন্দারা ফাঁদ পেতে ছিল বড়বাজার এলাকায় । দুপুরবেলা রবীন্দ্র সরণির একটি হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে STF । বড়বাজারে কাকে সোনা দিতে যাচ্ছিল তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।

gold smuggling
ধৃতের থেকে উদ্ধার হওয়া সোনার বিস্কিট

পুলিশ সূত্রে খবর, ধনতেরাসের জন্য এখন সোনার চাহিদা তুঙ্গে । সেই কারণেই এখন সোনা পাচারের রমরমা । শেষ কয়েক দিনে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, আবগারি দপ্তর প্রচুর সোনা উদ্ধার করেছে । আর এই সোনা পাচারের বেশিরভাগটাই বড়বাজারের সঙ্গে সম্পর্কিত ।

কলকাতা, 19 অক্টোবর : ফের সোনা পাচারের চেষ্টা কলকাতায় । প্রথমে বনগাঁ সীমান্ত পার হয়ে লোকাল ট্রেনে শিয়ালদা । তারপর সেখান থেকে সোজা বড়বাজার । সেখানেই নির্দিষ্ট ব্যক্তির কাছে সোনা তুলে দেওয়ার কথা ছিল । কিন্তু তার আগেই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেপ্তার হল বাংলাদেশি । তার কাছ থেকে পাঁচটি সোনার বিস্কিট উদ্ধার করেছে পুলিশ ।

STF সূত্রে খবর, বাংলাদেশের লক্ষ্মীপুরের বাসিন্দা মিজানুর রহমান । আজ গোপন সূত্রে খবর পান কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা । সূত্র মারফত জানা যায় বাংলাদেশ থেকে সোনা ঢুকছে কলকাতায় । সেইমতো গোয়েন্দারা ফাঁদ পেতে ছিল বড়বাজার এলাকায় । দুপুরবেলা রবীন্দ্র সরণির একটি হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে STF । বড়বাজারে কাকে সোনা দিতে যাচ্ছিল তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।

gold smuggling
ধৃতের থেকে উদ্ধার হওয়া সোনার বিস্কিট

পুলিশ সূত্রে খবর, ধনতেরাসের জন্য এখন সোনার চাহিদা তুঙ্গে । সেই কারণেই এখন সোনা পাচারের রমরমা । শেষ কয়েক দিনে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, আবগারি দপ্তর প্রচুর সোনা উদ্ধার করেছে । আর এই সোনা পাচারের বেশিরভাগটাই বড়বাজারের সঙ্গে সম্পর্কিত ।

Intro:কলকাতা, 19 অক্টোবর: ফের সোনা স্মাগলিং চেষ্টা কলকাতায়। আবার স্মাগলার সেই বাংলাদেশি। বনগাঁ সীমান্ত পার হয়ে লোকাল ট্রেনে শিয়ালদা এসে ওই স্মাগলার সোজা পৌঁছে যায় বড়বাজার। সেখানেই নির্দিষ্ট ব্যক্তির কাছে তুলে দেওয়ার কথা ছিল সোনা। কিন্তু তার আগেই কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের হাতে গ্রেপ্তার হলো ওই স্মাগলার। তার কাছে 583 গ্রাম সোনা উদ্ধার করেছে পুলিশ।
Body:স্পেশাল টাস্কফোর্স সূত্রে খবর, বাংলাদেশের লক্ষীপুরের বাসিন্দা মিজানুর রহমান সোনার বিস্কুট নিয়ে সীমান্ত পার হয়ে এদেশে ঢোকেন। তার কাছে উদ্ধার হয়েছে পাসপোর্ট। তিনি বৈধভাবে স্মাগলিংয়ের সোনাসহ এদেশে ঢুকেছেন কিনা তা অবশ্য এখনও পরিষ্কার নয়। তবে এদেশে এসে তিনি বনগাঁ থেকে নেন লোকাল ট্রেন। নামেন শিয়ালদায়। তারপর সেখান থেকে অটোতে বড়বাজার। সেখানেই নির্দিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়ার কথা ছিল ওই সোনা।
Conclusion:ধনতেরাসের আগে এই মুহূর্তে সোনার চাহিদা তুঙ্গে। পুলিশ সূত্রে খবর, সেই কারণে এখন সোনা স্মাগলিং বাড়বাড়ন্ত। শেষ কয়েক দিনে ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, কাস্টমস উদ্ধার করেছে প্রচুর সোনা। তা বেশিরভাগটাই বড়বাজারের সঙ্গে সম্পর্কিত। আজও গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দারা। সোর্স মারফত জানা যায় বাংলাদেশ থেকে সোনা ঢুকছে কলকাতায়। সেইমতো গোয়েন্দারা ওত পেতে ছিল বড়বাজার এলাকায়। দুপুর তিনটে নাগাদ রবীন্দ্র সরণির ওপর রয়েল হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে STF। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বড় বাজারে কার কাছে সোনা তুলে দিত তা জানার চেষ্টা চলছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.