কলকাতা, 10 ডিসেম্বর : সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাঘুরি করছিল এক যুবক । সেইসময় এলাকায় সাইকেলে নজরদারি করছিলেন বালিগঞ্জ থানার হোমগার্ড । সন্দেহ হওয়ায় যুবকের ব্যাগ তল্লাশি করতেই সামনে আসে আসল বিষয়টি । ব্যাগে সব পুরাতাত্ত্বিক জিনিসপত্র । কোনওটা অ্যামেরিকার, কোনওটা ইউরোপের, কোনওটা আবার থাইল্যান্ডের তৈরি ।
বেলতলা রোডের বাসিন্দা মেঘনাথ মণ্ডল । একটি ব্যাগ নিয়ে বালিগঞ্জ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল । বিষয়টি নজরে আসে বালিগঞ্জ থানার হোমগার্ড রাজ্জাক মোল্লার । সঙ্গে সঙ্গে আটক করেন যুবককে । তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে । সেই ব্যাগ থেকে উদ্ধার হয় বেশ কিছু বিদেশি পুরাতাত্ত্বিক সামগ্রী । রাজ্জাক বাবু খবর দেন ডিউটি অফিসার রমেশ নস্করকে । তিনি এসে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করেন । চুরির কথা স্বীকার করে সে । ঘটনায় ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ।
পুলিশের অনুমান, কোনও অভিজাত সংগ্রাহকের বাড়ি থেকে জিনিসগুলি চুরি হয়েছে । জিনিসগুলির বাজার মূল্য অনেক বলে মনে করছেন পুলিশ । তিনি এখনও চুরি সম্বন্ধে অবগত হননি । এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি । জিজ্ঞাসাবাদ করে জিনিসগুলির মালিকানা জানার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর ।