ETV Bharat / state

বিদেশি পুরাতাত্ত্বিক সামগ্রী সহ বালিগঞ্জে ধৃত যুবক - গ্রেপ্তার

ব্যাগে সব প্রাচীন আমলের জিনিসপত্র । কোনওটা অ্যামেরিকার, কোনওটা ইউরোপের, কোনওটা আবার থাইল্যান্ডের তৈরি । বালিগঞ্জ থেকে গ্রেপ্তার যুবক ।

symbolic image
ছবিটি প্রতীকী
author img

By

Published : Dec 10, 2019, 11:46 PM IST

Updated : Dec 11, 2019, 12:06 AM IST

কলকাতা, 10 ডিসেম্বর : সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাঘুরি করছিল এক যুবক । সেইসময় এলাকায় সাইকেলে নজরদারি করছিলেন বালিগঞ্জ থানার হোমগার্ড । সন্দেহ হওয়ায় যুবকের ব্যাগ তল্লাশি করতেই সামনে আসে আসল বিষয়টি । ব্যাগে সব পুরাতাত্ত্বিক জিনিসপত্র । কোনওটা অ্যামেরিকার, কোনওটা ইউরোপের, কোনওটা আবার থাইল্যান্ডের তৈরি ।

বেলতলা রোডের বাসিন্দা মেঘনাথ মণ্ডল । একটি ব্যাগ নিয়ে বালিগঞ্জ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল । বিষয়টি নজরে আসে বালিগঞ্জ থানার হোমগার্ড রাজ্জাক মোল্লার । সঙ্গে সঙ্গে আটক করেন যুবককে । তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে । সেই ব্যাগ থেকে উদ্ধার হয় বেশ কিছু বিদেশি পুরাতাত্ত্বিক সামগ্রী । রাজ্জাক বাবু খবর দেন ডিউটি অফিসার রমেশ নস্করকে । তিনি এসে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করেন । চুরির কথা স্বীকার করে সে । ঘটনায় ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ।

পুলিশের অনুমান, কোনও অভিজাত সংগ্রাহকের বাড়ি থেকে জিনিসগুলি চুরি হয়েছে । জিনিসগুলির বাজার মূল্য অনেক বলে মনে করছেন পুলিশ । তিনি এখনও চুরি সম্বন্ধে অবগত হননি । এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি । জিজ্ঞাসাবাদ করে জিনিসগুলির মালিকানা জানার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর ।

কলকাতা, 10 ডিসেম্বর : সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাঘুরি করছিল এক যুবক । সেইসময় এলাকায় সাইকেলে নজরদারি করছিলেন বালিগঞ্জ থানার হোমগার্ড । সন্দেহ হওয়ায় যুবকের ব্যাগ তল্লাশি করতেই সামনে আসে আসল বিষয়টি । ব্যাগে সব পুরাতাত্ত্বিক জিনিসপত্র । কোনওটা অ্যামেরিকার, কোনওটা ইউরোপের, কোনওটা আবার থাইল্যান্ডের তৈরি ।

বেলতলা রোডের বাসিন্দা মেঘনাথ মণ্ডল । একটি ব্যাগ নিয়ে বালিগঞ্জ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল । বিষয়টি নজরে আসে বালিগঞ্জ থানার হোমগার্ড রাজ্জাক মোল্লার । সঙ্গে সঙ্গে আটক করেন যুবককে । তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে । সেই ব্যাগ থেকে উদ্ধার হয় বেশ কিছু বিদেশি পুরাতাত্ত্বিক সামগ্রী । রাজ্জাক বাবু খবর দেন ডিউটি অফিসার রমেশ নস্করকে । তিনি এসে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করেন । চুরির কথা স্বীকার করে সে । ঘটনায় ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ।

পুলিশের অনুমান, কোনও অভিজাত সংগ্রাহকের বাড়ি থেকে জিনিসগুলি চুরি হয়েছে । জিনিসগুলির বাজার মূল্য অনেক বলে মনে করছেন পুলিশ । তিনি এখনও চুরি সম্বন্ধে অবগত হননি । এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি । জিজ্ঞাসাবাদ করে জিনিসগুলির মালিকানা জানার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর ।

Intro:কলকাতা, 10 ডিসেম্বর: ব্যাগে অ্যান্টিক সব জিনিসপত্র। কোনোটা আমেরিকার, কোনোটা ইউরোপের, কোনোটা আবার থাইল্যান্ডের তৈরি। চুরির মালপত্র ব্যাগে ভরে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল এক যুবক। সন্দেহ হয় বালিগঞ্জ থানার হোমগার্ড রাজ্জাক মোল্লার। আজ বিকেল চারটে নাগাদ তিনি সাইকেলে পেট্রোলিং করছিলেন। মূলত তার বুদ্ধিমত্তাতেই ধরা পড়লো চোর। উদ্ধার হয়েছে সেইসব অ্যান্টিক জিনিস। যার বাজারমূল্য বহু টাকা বলে মনে করছে পুলিশ।



Body:জিনিসগুলো কোন শৌখিন মানুষের সন্দেহ নেই। তিনি হয়তো এখনো পর্যন্ত খেয়াল করেনি চুরি হয়েছে জানিস। সেই কারণে এখনো পর্যন্ত কোন থানায় অভিযোগ দায়ের হয়েছে কিনা তা জানা নেই পুলিশের। কিন্তু রাজ্জাক মোল্লা যে জিনিস গুলো চুরি করেছে সে বিষয়েও সন্দেহ নেই পুলিশের। ইতিমধ্যেই সে যে দায় স্বীকার করেছে সে কথা। কোথা থেকে জিনিসপত্র চুরি করল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।


Conclusion:জানা গেছে, রাজ্জাক মোল্লার সন্দেহ হওয়ার ওই যুবককে প্রথমে আটক করেন তিনি। খবর দেন ডিউটি অফিসার রমেশ নস্করকে। এবি ম্যাচে জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওই যুবকের নাম মেঘনাথ মন্ডল। সে বেলতলা রোড এলাকার বাসিন্দা। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
Last Updated : Dec 11, 2019, 12:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.