ETV Bharat / state

লেদার কমপ্লেক্স থানা এলাকায় খুনের ঘটনায় গ্রেফতার এক অভিযুক্ত

Murder in Kolkata: কলকাতা লেদার কমপ্লেক্সে ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় বারুইপুর থেকে গ্রেফতার অভিযুক্ত ৷ জাকিরের মোবাইলের লোকেশন ট্র্যাক করে গ্রেফতার অভিযুক্ত ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 3:10 PM IST

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 28 নভেম্বর: লেদার কমপ্লেক্স থানা এলাকায় খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ৷ ধৃতের নাম জাকির শেখ ৷ মঙ্গলবার বারুইপুরে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ সোমবার লেদার কমপ্লেক্স থানায় ভোলা শেখ নামে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ তার বিরুদ্ধে ৷ ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত ৷

পুলিশ সূত্রে খবর, গোপনসূত্রে খবর পেয়ে মঙ্গলবার বারুইপুরে ওই ব্যক্তির আত্মীয়ের বাড়িতে অভিযান চালায় লেদার কমপ্লেক্স থানার তদন্তকারী আধিকারিকরা। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে ৷ পারিবারিক শত্রুতার জেরেই ভোলা শেখকে খুন করেছে বলে জানিয়েছে অভিযুক্ত ৷ এ প্রসঙ্গেই কলকাতা পুলিশের ডিসিডিডি আরিশ বিল্লাল ইটিভি ভারতকে বলেন, "ধৃতকে আজ আদালতে পেশ করা হবে । তাকে নিজেদের হেফাজতে চাইবেন পুলিশকর্মীরা ।"

জানা গিয়েছে, প্রতিদিনের মতো সোমবার সকালে ভোলা শেখ কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিল । সেই সময় দোকানে আসেন জাকির শেখ। মূলত পুলিশ তদন্ত করে জানতে পেরেছে ভোলার ভাগ্নির সঙ্গে জাকির শেখের বিয়ে হয়েছিল ৷ বিয়ের পর ভোলার বাড়িতেই ছিল জাকিরের স্ত্রী। আর সেই নিয়েই বচসার সূত্রপাত । পরে তা হাতাহাতিতে রূপ নেয় । তারমধ্যেই, পকেট থেকে একটি ধারালো অস্ত্র বার করে ভোলা শেখের বুকে এবং পেটে আঘাত করতে থাকে জাকির । রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ভোলা। যন্ত্রণায় চিৎকার শুরু করে ৷ ভোলাকে রক্তাক্ত অবস্থায় এন আর এস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷

চায়ের দোকান থেকে এলাকার লোকজন ছুটে এলে ভয় পেয়ে জাকির ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । এরপরেই জাকির শেখের খোঁজ করছিল পুলিশ কর্মীরা। তারপরেই আজ ভোররাতে জাকিরের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে বাড়ি পড়ে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে রয়েছে সে । সেখান থেকেই তাকে গ্রেফতার করেছে পুলিশ ।

আরও পড়ুন:

  1. চিৎপুর-ময়দান-চিংড়িঘাটার পর এবার লেদার কমপ্লেক্সে ব্যক্তিকে কুপিয়ে খুন!
  2. শহরে পরপর ধারালো অস্ত্র নিয়ে হামলা, এবার চিংড়িঘাটায় কাঁচি দিয়ে কুপিয়ে খুন যুবককে !
  3. চিৎপুরের পর ময়দান, যুবককে রাস্তায় ফেলে কুপিয়ে খুনের চেষ্টা; চব্বিশ ঘণ্টার মধ্যে ফের হাড়হিম করা ঘটনা শহরে

কলকাতা, 28 নভেম্বর: লেদার কমপ্লেক্স থানা এলাকায় খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ৷ ধৃতের নাম জাকির শেখ ৷ মঙ্গলবার বারুইপুরে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ সোমবার লেদার কমপ্লেক্স থানায় ভোলা শেখ নামে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ তার বিরুদ্ধে ৷ ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত ৷

পুলিশ সূত্রে খবর, গোপনসূত্রে খবর পেয়ে মঙ্গলবার বারুইপুরে ওই ব্যক্তির আত্মীয়ের বাড়িতে অভিযান চালায় লেদার কমপ্লেক্স থানার তদন্তকারী আধিকারিকরা। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে ৷ পারিবারিক শত্রুতার জেরেই ভোলা শেখকে খুন করেছে বলে জানিয়েছে অভিযুক্ত ৷ এ প্রসঙ্গেই কলকাতা পুলিশের ডিসিডিডি আরিশ বিল্লাল ইটিভি ভারতকে বলেন, "ধৃতকে আজ আদালতে পেশ করা হবে । তাকে নিজেদের হেফাজতে চাইবেন পুলিশকর্মীরা ।"

জানা গিয়েছে, প্রতিদিনের মতো সোমবার সকালে ভোলা শেখ কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিল । সেই সময় দোকানে আসেন জাকির শেখ। মূলত পুলিশ তদন্ত করে জানতে পেরেছে ভোলার ভাগ্নির সঙ্গে জাকির শেখের বিয়ে হয়েছিল ৷ বিয়ের পর ভোলার বাড়িতেই ছিল জাকিরের স্ত্রী। আর সেই নিয়েই বচসার সূত্রপাত । পরে তা হাতাহাতিতে রূপ নেয় । তারমধ্যেই, পকেট থেকে একটি ধারালো অস্ত্র বার করে ভোলা শেখের বুকে এবং পেটে আঘাত করতে থাকে জাকির । রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ভোলা। যন্ত্রণায় চিৎকার শুরু করে ৷ ভোলাকে রক্তাক্ত অবস্থায় এন আর এস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷

চায়ের দোকান থেকে এলাকার লোকজন ছুটে এলে ভয় পেয়ে জাকির ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । এরপরেই জাকির শেখের খোঁজ করছিল পুলিশ কর্মীরা। তারপরেই আজ ভোররাতে জাকিরের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে বাড়ি পড়ে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে রয়েছে সে । সেখান থেকেই তাকে গ্রেফতার করেছে পুলিশ ।

আরও পড়ুন:

  1. চিৎপুর-ময়দান-চিংড়িঘাটার পর এবার লেদার কমপ্লেক্সে ব্যক্তিকে কুপিয়ে খুন!
  2. শহরে পরপর ধারালো অস্ত্র নিয়ে হামলা, এবার চিংড়িঘাটায় কাঁচি দিয়ে কুপিয়ে খুন যুবককে !
  3. চিৎপুরের পর ময়দান, যুবককে রাস্তায় ফেলে কুপিয়ে খুনের চেষ্টা; চব্বিশ ঘণ্টার মধ্যে ফের হাড়হিম করা ঘটনা শহরে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.