ETV Bharat / state

রাতের কলকাতায় নাকা চেকিংয়ের সময় ফের আক্রান্ত পুলিশ, গ্রেপ্তার 1

রাতের কলকাতায় ফের আক্রান্ত হলেন পুলিশকর্মী ৷ গ্রেপ্তার করা হয়েছে একজনকে ৷

ধৃত
author img

By

Published : Aug 19, 2019, 12:13 PM IST

Updated : Aug 19, 2019, 12:38 PM IST

কলকাতা, 19 অগাস্ট : ফের রাতের শহরে নাকা চেকিংয়ের সময় আক্রান্ত হলেন এক পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার ৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ । নাম অমিত কবিরাজ ৷ ঘটনাটি হাইল্যান্ড পার্ক এলাকার ৷

গতরাতে সার্ভে পার্ক থানা এলাকায় হাইল্যান্ড পার্কের সামনে নাকা চেকিং চলছিল । নেতৃত্বে ছিলেন সার্জেন্ট সত্যেন্দ্র কুনুয়ার । ছিলেন সিভিক ভলান্টিয়ার বিজয় ভৌমিকও । সেই সময় সার্ভিস রোড দিয়ে বাইকে আসছিল অমিত ৷ সেটি থামান সত্যেন্দ্র কুনুয়ার৷ এরপরই আক্রমণাত্মক হয়ে ওঠে ওই বাইক আরোহী ৷ হুমকি দেয় সে৷ প্রতিবাদ করলে সত্যেন্দ্রকে ধাক্কা মারে ৷ তা দেখে এগিয়ে আসেন অন্য পুলিশকর্মীরা ৷ আরও মারমুখী হয়ে ওঠে অমিত ৷ বাঁ-হাতের তালুতে চোট লাগে সিভিক ভলান্টিয়ার বিজয়ের । আটক করা হয় অমিতকে ৷ পরে গ্রেপ্তার করা হয় ৷ তার বাড়ি মুকুন্দপুরে ৷

এই সংক্রান্ত আরও খবর : পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ উষসীর, তদন্ত কমিটি লালবাজারের

এর আগে রাতের কলকাতায় হেনস্থা করা হয়েছিল উষসী সেনগুপ্তকে ৷ এরপর কয়েকটি জায়গা চিহ্নিত করে বেপরোয়া বাইকের বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ । শুরু হয় নাকা চেকিং ৷ সম্প্রতি সৈয়দ আমির আলি অ্যাভিনিউতে এক ট্রাফিক হোমগার্ডকে ধাক্কা মারে এক বাইক আরোহী ৷

এই সংক্রান্ত আরও খবর : উষসীর ঘটনার জের, একরাতেই বাইক বাহিনীর বিরুদ্ধে 607 টি কেস

কলকাতা, 19 অগাস্ট : ফের রাতের শহরে নাকা চেকিংয়ের সময় আক্রান্ত হলেন এক পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার ৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ । নাম অমিত কবিরাজ ৷ ঘটনাটি হাইল্যান্ড পার্ক এলাকার ৷

গতরাতে সার্ভে পার্ক থানা এলাকায় হাইল্যান্ড পার্কের সামনে নাকা চেকিং চলছিল । নেতৃত্বে ছিলেন সার্জেন্ট সত্যেন্দ্র কুনুয়ার । ছিলেন সিভিক ভলান্টিয়ার বিজয় ভৌমিকও । সেই সময় সার্ভিস রোড দিয়ে বাইকে আসছিল অমিত ৷ সেটি থামান সত্যেন্দ্র কুনুয়ার৷ এরপরই আক্রমণাত্মক হয়ে ওঠে ওই বাইক আরোহী ৷ হুমকি দেয় সে৷ প্রতিবাদ করলে সত্যেন্দ্রকে ধাক্কা মারে ৷ তা দেখে এগিয়ে আসেন অন্য পুলিশকর্মীরা ৷ আরও মারমুখী হয়ে ওঠে অমিত ৷ বাঁ-হাতের তালুতে চোট লাগে সিভিক ভলান্টিয়ার বিজয়ের । আটক করা হয় অমিতকে ৷ পরে গ্রেপ্তার করা হয় ৷ তার বাড়ি মুকুন্দপুরে ৷

এই সংক্রান্ত আরও খবর : পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ উষসীর, তদন্ত কমিটি লালবাজারের

এর আগে রাতের কলকাতায় হেনস্থা করা হয়েছিল উষসী সেনগুপ্তকে ৷ এরপর কয়েকটি জায়গা চিহ্নিত করে বেপরোয়া বাইকের বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ । শুরু হয় নাকা চেকিং ৷ সম্প্রতি সৈয়দ আমির আলি অ্যাভিনিউতে এক ট্রাফিক হোমগার্ডকে ধাক্কা মারে এক বাইক আরোহী ৷

এই সংক্রান্ত আরও খবর : উষসীর ঘটনার জের, একরাতেই বাইক বাহিনীর বিরুদ্ধে 607 টি কেস

Intro:কলকাতা, 19 অগাস্ট: নাকা চেকিং চালাতে গিয়ে আবারো আক্রান্ত পুলিশ কর্মী। এবার হাইল্যান্ড পার্ক চত্বরের ঘটনা। অভিযুক্তের আক্রমণে হাতে গুরুতর চোট পেয়েছেন এক সিভিক ভলেন্টিয়ার। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Body:পুলিশ সূত্রে খবর, গত রাতে সার্ভে পার্ক থানা এলাকায় হাইল্যান্ড পার্কের সামনে চলছিল নাকা চেকিং। নেতৃত্ব দিচ্ছিলেন সার্জেন্ট সত্যেন্দ্র কুনুয়ার। চেকিং টিমে ছিলেন সিভিক ভলেন্টিয়ার বিজয় ভৌমিকও। তারা হঠাৎই দেখতে পান সার্ভিস রোড দিয়ে একটি TVS স্টার বাইক আসছে। ওই বাইকটি থামান সার্জেন্ট সত্যেন্দ্র। তারপরেই রীতিমতো আক্রমনাত্মক হয়ে উঠেন বাইক চালক অমিত কবিরাজ। তিনি মুকুন্দপুরের বাসিন্দা। অমিত সত্যেন্দ্রকে রীতিমত হুমকি দিতে শুরু করেন। প্রতিবাদ করতেই ওই সার্জেন্টকে ধাক্কা মারেন অমিত। পুলিশের দাবি তখন, নাকা চেকিং টিমের অন্যরা অমিতকে থামাতে গেলে তিনি মারমুখী হয়ে ওঠেন। তার মারে বাঁ হাতের তালুতে গুরুতর চোট লাগে সিভিক ভলেন্টিয়ার বিজয়ের। শুরু হয় রক্তপাত। এরপরই আটক করা হয় অভিযুক্তকে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

উষসী সেনগুপ্তের ঘটনার পর কলকাতা শহরের বেশ কিছু জায়গা চিহ্নিত করে বেপরোয়া বাইকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। তেমনি নাকা চেকিং চলছিল গতরাতে। কড়েয়া থানা এলাকায় সৈয়দ আমির আলি অ্যাভিনিউতে একটি শপিং মলের কাছে। সেখানে ছিল কড়েয়া থানা এবং দক্ষিণ-পূর্ব ট্রাফিক গার্ডের কর্মীরা। হঠাৎই তারা দেখতে পান এক হেলমেট বিহীন বাইক আরোহীকে। নাকা চেকিং চলছে দেখে ওই বাইক আরোহী পালাতে তৎপর হয়। পালাতে গিয়ে ওই বাইক ধাক্কা মারে এক পথচারীকে। তখনই কনস্টেবল তপন ওঁরাও হাত দেখিয়ে থামতে বলেন তাকে। ওই বাইক আরোহী না থেমে গতি বাড়াতে শুরু করে। তখন ওই বাইকের পিছনের দিকটা ধরে নেন তপন। তখন আরো বেশি গতি বাড়তে শুরু করে ওই বাইক আরোহী। রীতিমতো রাস্তায় হেঁচড়াতে শুরু করেন তপন। ছিঁড়ে যায় উর্দি। রক্তে ভিজে যায় কলকাতা পুলিশের সাদা পোশাকটা। কিছুক্ষণ পরে হাত আলগা হয়ে যায় তপনের। পালিয়ে যায় বাইক আরোহী। রক্তাক্ত অবস্থায় তপনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
Conclusion:প্রসঙ্গত, গত ২৩ জুন রবিবার বিকেলে বেনিয়াপুকুর এলাকায় মার খেতে হয় একজন ট্রাফিক সার্জেন্টকে। প্রচন্ড গতিতে চলতে থাকা একটি বাইককে ধরতে গিয়ে মার খেতে হয় ট্রাফিক সার্জেন্ট ইয়ার মহম্মদ বিশ্বাসকে। তিনি পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের সার্জেন্ট। পুলিশ সূত্রের খবর, সেখানকার দুই বাসিন্দা অভিযুক্ত। তাদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হলো সেবেষ্টিয়ান জন গোমস ও কার্তিক প্রসাদ রায়। পরে তপনের ঘটনাতেও গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

Last Updated : Aug 19, 2019, 12:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.