কলকাতা, 19 অগাস্ট : ফের রাতের শহরে নাকা চেকিংয়ের সময় আক্রান্ত হলেন এক পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার ৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ । নাম অমিত কবিরাজ ৷ ঘটনাটি হাইল্যান্ড পার্ক এলাকার ৷
গতরাতে সার্ভে পার্ক থানা এলাকায় হাইল্যান্ড পার্কের সামনে নাকা চেকিং চলছিল । নেতৃত্বে ছিলেন সার্জেন্ট সত্যেন্দ্র কুনুয়ার । ছিলেন সিভিক ভলান্টিয়ার বিজয় ভৌমিকও । সেই সময় সার্ভিস রোড দিয়ে বাইকে আসছিল অমিত ৷ সেটি থামান সত্যেন্দ্র কুনুয়ার৷ এরপরই আক্রমণাত্মক হয়ে ওঠে ওই বাইক আরোহী ৷ হুমকি দেয় সে৷ প্রতিবাদ করলে সত্যেন্দ্রকে ধাক্কা মারে ৷ তা দেখে এগিয়ে আসেন অন্য পুলিশকর্মীরা ৷ আরও মারমুখী হয়ে ওঠে অমিত ৷ বাঁ-হাতের তালুতে চোট লাগে সিভিক ভলান্টিয়ার বিজয়ের । আটক করা হয় অমিতকে ৷ পরে গ্রেপ্তার করা হয় ৷ তার বাড়ি মুকুন্দপুরে ৷
এই সংক্রান্ত আরও খবর : পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ উষসীর, তদন্ত কমিটি লালবাজারের
এর আগে রাতের কলকাতায় হেনস্থা করা হয়েছিল উষসী সেনগুপ্তকে ৷ এরপর কয়েকটি জায়গা চিহ্নিত করে বেপরোয়া বাইকের বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ । শুরু হয় নাকা চেকিং ৷ সম্প্রতি সৈয়দ আমির আলি অ্যাভিনিউতে এক ট্রাফিক হোমগার্ডকে ধাক্কা মারে এক বাইক আরোহী ৷
এই সংক্রান্ত আরও খবর : উষসীর ঘটনার জের, একরাতেই বাইক বাহিনীর বিরুদ্ধে 607 টি কেস