কলকাতা, 31 অক্টোবর: বেকারত্ব দূরীকরণে চাকরির দাবিতে সংসদ অভিযানের ডাক দিল বাম ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই (DYFI) । আগামী 3 নভেম্বর ডিআইএফআই সংসদ অভিযান করবে (DYFI Parliament March) । ইতিমধ্যে, গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যের রাজ্য প্রতিনিধিরা তার প্রস্তুতি শুরু করেছেন । এই অভিযানের স্লোগান কী হবে, বেকারত্ব দূরীকরণ-সহ আরও কী কী বিষয় নিয়ে আলোচনা ও দাবি রাখা যায়, তা নিয়ে জোর কদমে বৈঠক চলছে । কোন রাজ্য থেকে কত প্রতিনিধি এই অভিযানের সামিল হবেন, তার খসড়া তালিকা তৈরির প্রস্তুতিও চলছে বলে বাম ছাত্র যুব সংগঠনের তরফে জানা গিয়েছে ৷
চাকরির দাবিতে সংসদ অভিযানে সিপিআইএম (CPIM) যুবরা যেমন থাকবেন, তেমনই বিভিন্ন রাজ্য থেকে একাধিক পলিটব্যুরো সদস্য উপস্থিত থাকার কথা রয়েছে সেখানে । সংসদ অভিযানের আগে জনসভায় প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) ।
এই অভিযানের বিষয়ে ডিওয়াইএফআই-এর সাধারণ সম্পাদক হিমঘ্নরাজ ভট্টাচার্য ইটিভি ভারতকে বলেন, "সংসদ অভিযানের অন্যতম কারণ, নরেন্দ্র মোদি (PM Narendra Modi)-সহ তাঁর সাগরেদরা সংসদে বসে একের পর এক জনবিরোধী নীতি রূপায়ণ ও পদক্ষেপ গ্রহণ করেছে । যার বিরুদ্ধে বাম ছাত্র যুব ঐক্য দীর্ঘদিন ধরে প্রতিবেদনের সংঘটিত করছে । বেকারত্ব দূরীকরণের প্রতিশ্রুতি দিয়ে নরেন্দ্র মোদির সরকার কেন্দ্রে ক্ষমতায় এসেছিল । প্রতিবছর 2 কোটি বেকারকে চাকরি দেওয়া আশ্বাস দিয়েছিলেন ।’’
তিনি আরও বলেন, ‘‘রেল, বিএসএনএল সহ একাধিক সরকারি বিভাগে শূন্যপদ বিলোপ করা হচ্ছে । একের পর এক সরকারি সেক্টরকে পরিকল্পনাভাবে রুগ্ন করে দিয়ে বেসরকারিকরণ করা হচ্ছে । দেশের মুষ্টিমেয় কিছু লোকের হাতে সম্পদ চলে যাচ্ছে, বাকি অংশ কাজ পাচ্ছে না। খাওয়া পাচ্ছে না । অগ্নিপথ প্রকল্পের মতো বিপদজনক প্রকল্প চালু করে দেশের যুবসমাজকে ধ্বংসের পথে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে ।’’
তাঁর আরও বক্তব্য, ‘‘যার বিরুদ্ধে আমরা আগেও আওয়াজ তুলেছিলাম । আগামী 3 নভেম্বর অগ্নিপথের বিরুদ্ধে আবারও গর্জে উঠব আমরা । আমাদের স্লোগান থাকবে বেকারের চাকরি দাও বেকারের ভাত দাও । আমাদের দাবি পূরণ না হলে আগামী দুই তিন বছর ধরে অর্থাৎ লোকসভা ভোটের আগে পর্যন্ত লাগাতার কেন্দ্রের বিজেপি সরকারের যত জনবিরোধী নীতি এবং প্রকল্প রয়েছে তার বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ আন্দোলন সংঘটিত করবে ডিওয়াইএফআই ।"
আরও পড়ুন: ডিওয়াইএফআই-এসএফআই ইনসাফ সভার মিছিলে স্তব্ধ ধর্মতলা