ETV Bharat / state

ডিভিশনাল ডিসির তত্ত্বাবধানেই হতে পারে পুলিশদের 'ওয়ার্ক ফ্রম হোম'

অনেকেই এই নিয়মকে ওয়ার্ক ফ্রম হোম বলতে নারাজ ৷ কারণ পুলিশে ওয়ার্ক ফ্রম হোম বলে কোনও কথাই হয় না । তবে সংশ্লিষ্ট মহলের অনেকে বলছেন, যদি এই চাপের সময়ে খানিকটা হলেও পরিবারের পাশে থাকা যায়, কিন্তু একইসঙ্গে সমস্ত দায়িত্বও পালন করা যায়, তাহলে সেই ব্যাপারটি মন্দ হয় না।

work from home facility of Kolkata Police
ছবি
author img

By

Published : May 30, 2021, 6:13 PM IST

কলকাতা, 30 মে : ডিভিশনাল ডেপুটি কমিশনার অফ পুলিশের তত্ত্বাবধানে থানাগুলিতে মিলতে পারে 'ওয়ার্ক ফ্রম হোম'-এর সুবিধা । যদিও এই ওয়ার্ক ফ্রম হোম শুধুমাত্র কলকাতা পুলিশের প্রতিটি থানার অফিসার ইনচার্জ এবং অতিরিক্ত অফিসার ইনচার্জের ক্ষেত্রেই লাগু হবে ।

নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা এক পদস্থ আধিকারিকের কথায় এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি । থানাগুলি নিজেদের মধ্যে সমন্বয় সাধন করে সংশ্লিষ্ট ডিভিশন এলডিসির পরামর্শেই এই কাজ শুরু করতে পারেন ।

লালবাজার সূত্রের খবর, ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউয়ে কলকাতা পুলিশের মোট 6 জন পুলিশকর্মী মারা গিয়েছেন ।

সম্প্রতি কলকাতা পুলিশের কমব্যাট ফোর্সের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে । প্রাণ হারিয়েছেন কলকাতা পুলিশের একাধিক পদস্থ আধিকারিক । ঠিক সেইসময় কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র লকাতা পুলিশের সমস্ত থানার সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন।

লালবাজার সূত্রের খবর সেই বৈঠকে নগরপাল সৌমেন মিত্র একটি প্রস্তাব দেন । যদি প্রতিটি থানার ওসি এবং অ্যাডিশনাল ওসিকে সপ্তাহে একটা করে দিন বাড়িতে থাকতে দেওয়া যেতে পারে, তাহলে তাঁরা পরিবারকে সময় দিতে পারবেন এবং কিছুটা চাপ মুক্ত হবেন ।

বৈঠকে স্থির হয় প্রত্যেকটি থানার ওসি এবং অ্যাডিশনাল ওসি নিজেদের মধ্যে ঠিক করে নিক কে কবে ছুটি নেবেন । সেইমতো নিজেদের ডিভিশনাল ডিসিদের সাথে আলোচনা করবেন । এরপরে ডিভিশনাল ডিসির নির্দেশেই চূড়ান্ত হবে বিষয়টি।

যদিও অনেকেই এই নিয়মকে ওয়ার্ক ফ্রম হোম বলতে নারাজ ৷ কারণ পুলিশে ওয়ার্ক ফ্রম হোম বলে কোনও কথাই হয় না । তবে অনেকেই বলছেন, যদি এই চাপের সময়ে খানিকটা হলেও পরিবারের পাশে থাকা যায়, কিন্তু একইসঙ্গে সমস্ত দায়িত্বও পালন করা যায়, তাহলে সেই ব্যাপারটি মন্দ হয় না।

কলকাতা, 30 মে : ডিভিশনাল ডেপুটি কমিশনার অফ পুলিশের তত্ত্বাবধানে থানাগুলিতে মিলতে পারে 'ওয়ার্ক ফ্রম হোম'-এর সুবিধা । যদিও এই ওয়ার্ক ফ্রম হোম শুধুমাত্র কলকাতা পুলিশের প্রতিটি থানার অফিসার ইনচার্জ এবং অতিরিক্ত অফিসার ইনচার্জের ক্ষেত্রেই লাগু হবে ।

নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা এক পদস্থ আধিকারিকের কথায় এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি । থানাগুলি নিজেদের মধ্যে সমন্বয় সাধন করে সংশ্লিষ্ট ডিভিশন এলডিসির পরামর্শেই এই কাজ শুরু করতে পারেন ।

লালবাজার সূত্রের খবর, ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউয়ে কলকাতা পুলিশের মোট 6 জন পুলিশকর্মী মারা গিয়েছেন ।

সম্প্রতি কলকাতা পুলিশের কমব্যাট ফোর্সের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে । প্রাণ হারিয়েছেন কলকাতা পুলিশের একাধিক পদস্থ আধিকারিক । ঠিক সেইসময় কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র লকাতা পুলিশের সমস্ত থানার সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন।

লালবাজার সূত্রের খবর সেই বৈঠকে নগরপাল সৌমেন মিত্র একটি প্রস্তাব দেন । যদি প্রতিটি থানার ওসি এবং অ্যাডিশনাল ওসিকে সপ্তাহে একটা করে দিন বাড়িতে থাকতে দেওয়া যেতে পারে, তাহলে তাঁরা পরিবারকে সময় দিতে পারবেন এবং কিছুটা চাপ মুক্ত হবেন ।

বৈঠকে স্থির হয় প্রত্যেকটি থানার ওসি এবং অ্যাডিশনাল ওসি নিজেদের মধ্যে ঠিক করে নিক কে কবে ছুটি নেবেন । সেইমতো নিজেদের ডিভিশনাল ডিসিদের সাথে আলোচনা করবেন । এরপরে ডিভিশনাল ডিসির নির্দেশেই চূড়ান্ত হবে বিষয়টি।

যদিও অনেকেই এই নিয়মকে ওয়ার্ক ফ্রম হোম বলতে নারাজ ৷ কারণ পুলিশে ওয়ার্ক ফ্রম হোম বলে কোনও কথাই হয় না । তবে অনেকেই বলছেন, যদি এই চাপের সময়ে খানিকটা হলেও পরিবারের পাশে থাকা যায়, কিন্তু একইসঙ্গে সমস্ত দায়িত্বও পালন করা যায়, তাহলে সেই ব্যাপারটি মন্দ হয় না।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.