কলকাতা, 30 মে : ডিভিশনাল ডেপুটি কমিশনার অফ পুলিশের তত্ত্বাবধানে থানাগুলিতে মিলতে পারে 'ওয়ার্ক ফ্রম হোম'-এর সুবিধা । যদিও এই ওয়ার্ক ফ্রম হোম শুধুমাত্র কলকাতা পুলিশের প্রতিটি থানার অফিসার ইনচার্জ এবং অতিরিক্ত অফিসার ইনচার্জের ক্ষেত্রেই লাগু হবে ।
নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা এক পদস্থ আধিকারিকের কথায় এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি । থানাগুলি নিজেদের মধ্যে সমন্বয় সাধন করে সংশ্লিষ্ট ডিভিশন এলডিসির পরামর্শেই এই কাজ শুরু করতে পারেন ।
লালবাজার সূত্রের খবর, ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউয়ে কলকাতা পুলিশের মোট 6 জন পুলিশকর্মী মারা গিয়েছেন ।
সম্প্রতি কলকাতা পুলিশের কমব্যাট ফোর্সের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে । প্রাণ হারিয়েছেন কলকাতা পুলিশের একাধিক পদস্থ আধিকারিক । ঠিক সেইসময় কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র লকাতা পুলিশের সমস্ত থানার সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন।
লালবাজার সূত্রের খবর সেই বৈঠকে নগরপাল সৌমেন মিত্র একটি প্রস্তাব দেন । যদি প্রতিটি থানার ওসি এবং অ্যাডিশনাল ওসিকে সপ্তাহে একটা করে দিন বাড়িতে থাকতে দেওয়া যেতে পারে, তাহলে তাঁরা পরিবারকে সময় দিতে পারবেন এবং কিছুটা চাপ মুক্ত হবেন ।
বৈঠকে স্থির হয় প্রত্যেকটি থানার ওসি এবং অ্যাডিশনাল ওসি নিজেদের মধ্যে ঠিক করে নিক কে কবে ছুটি নেবেন । সেইমতো নিজেদের ডিভিশনাল ডিসিদের সাথে আলোচনা করবেন । এরপরে ডিভিশনাল ডিসির নির্দেশেই চূড়ান্ত হবে বিষয়টি।
যদিও অনেকেই এই নিয়মকে ওয়ার্ক ফ্রম হোম বলতে নারাজ ৷ কারণ পুলিশে ওয়ার্ক ফ্রম হোম বলে কোনও কথাই হয় না । তবে অনেকেই বলছেন, যদি এই চাপের সময়ে খানিকটা হলেও পরিবারের পাশে থাকা যায়, কিন্তু একইসঙ্গে সমস্ত দায়িত্বও পালন করা যায়, তাহলে সেই ব্যাপারটি মন্দ হয় না।