ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত স্পেশাল ব্রাঞ্চের অফিসার, আতঙ্ক পুলিশমহলে - করোনায় আক্রান্ত পুলিশ

কোরোনা আক্রান্ত কলকাতা পুলিশের আরও এক আধিকারিক । রবিবার তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । রিপোর্ট পজ়িটিভ আসে । তাঁর পরিবারের সদস্যদের কোয়ারানটিনে রাখা হয়েছে ।

police
পুলিশে
author img

By

Published : May 5, 2020, 2:53 PM IST

কলকাতা, 5 মে: কলকাতায় ফের কোরোনায় আক্রান্ত এক পুলিশ আধিকারিক । তিনি স্পেশাল ব্রাঞ্চের অফিসার । খড়দার বাসিন্দা। পার্কস্ট্রিটে কর্মরত । তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । আপাতত তিনি বারাসতের কদম্বগাছির হাসপাতালে ভরতি রয়েছেন ।

27 এপ্রিল জ্বর নিয়ে বাড়ি ফেরেন ওই অফিসার । পরে কোরোনার অন্যান‍্য লক্ষণ প্রকাশ পাওয়ায় তাঁকে বারাসতের কদম্বগাছির কোরোনা হাসাপাতালে নিয়ে যাওয়া হয় । রবিবার তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । রিপোর্ট পজ়িটিভ এসেছে বলে জানা গেছে । ওই পুলিশ অফিসারের সংস্পর্শে কারা এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে । আপাতত অফিসারের পরিবারের লোকজনকে কোয়ারানটিনে রাখা হয়েছে ।

দিনদুয়েক আগে প্রগতি ময়দান থানার এক অফিসার ও তাঁর স্ত্রীর কোরোনা সংক্রমণের কথা জানা যায় । বড়তলা, গার্ডেনরিচ, জোড়াবাগান ট্র্যাফিক গার্ডের একজন করে পুলিশকর্মী সংক্রমণের শিকার হয়েছেন এর আগে । স্পেশাল ব্রাঞ্চের এই অফিসারকে মিলিয়ে সংখ্যাটা দাঁড়াল 5 । এর জেরে আতঙ্ক ছড়িয়েছে কলকাতার পুলিশমহলে ।

কলকাতা, 5 মে: কলকাতায় ফের কোরোনায় আক্রান্ত এক পুলিশ আধিকারিক । তিনি স্পেশাল ব্রাঞ্চের অফিসার । খড়দার বাসিন্দা। পার্কস্ট্রিটে কর্মরত । তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । আপাতত তিনি বারাসতের কদম্বগাছির হাসপাতালে ভরতি রয়েছেন ।

27 এপ্রিল জ্বর নিয়ে বাড়ি ফেরেন ওই অফিসার । পরে কোরোনার অন্যান‍্য লক্ষণ প্রকাশ পাওয়ায় তাঁকে বারাসতের কদম্বগাছির কোরোনা হাসাপাতালে নিয়ে যাওয়া হয় । রবিবার তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । রিপোর্ট পজ়িটিভ এসেছে বলে জানা গেছে । ওই পুলিশ অফিসারের সংস্পর্শে কারা এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে । আপাতত অফিসারের পরিবারের লোকজনকে কোয়ারানটিনে রাখা হয়েছে ।

দিনদুয়েক আগে প্রগতি ময়দান থানার এক অফিসার ও তাঁর স্ত্রীর কোরোনা সংক্রমণের কথা জানা যায় । বড়তলা, গার্ডেনরিচ, জোড়াবাগান ট্র্যাফিক গার্ডের একজন করে পুলিশকর্মী সংক্রমণের শিকার হয়েছেন এর আগে । স্পেশাল ব্রাঞ্চের এই অফিসারকে মিলিয়ে সংখ্যাটা দাঁড়াল 5 । এর জেরে আতঙ্ক ছড়িয়েছে কলকাতার পুলিশমহলে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.