ETV Bharat / state

কোরোনা মুক্ত অ্যান্টি ফ্রড সেকশনের অফিসার, স্বস্তি লালবাজারে - কোরোনা মুক্ত অ্যান্টি ফ্রড সেকশনের অফিসার

কোরোনায় আক্রান্ত হয়েছিলেন অ্যান্টি ফ্রড বিভাগের অফিসার । বেলেঘাটার ID হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ আর আজ সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি ৷

Officer of Anti Fraud Section
কোরোনা মুক্ত অ্যান্টি ফ্রড সেকশনের অফিসার
author img

By

Published : Jun 15, 2020, 10:37 PM IST

কলকাতা, 15 জুন : কয়েকদিন আগে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন গোয়েন্দা বিভাগের অফিসার । আর আজ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিনি । তাঁর সুস্থতার খবর পেতে অনেকটাই স্বস্তিতে লালবাজার ।

চলতি মাসের শুরুতেই অসুস্থবোধ করেন অ্যান্টি ফ্রড বিভাগের অফিসার । কোরোনার উপসর্গ দেখা দেয় তাঁর শরীরে । তাই লালবাজারের তরফে তাঁকে হোম আইসোলেশনে থাকতে বলা হয় ৷ সেই সঙ্গে তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ৷ সেই নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ।

রিপোর্ট পাওয়ার পরই ওই অফিসারকে ভরতি করা হয় বেলেঘাটা ID হাসপাতালে । একইসঙ্গে কোয়ারানটিনে রাখা হয় লালবাজারের DD বিল্ডিংয়ের কয়েকজন অফিসার ও কর্মীকে । আজ গোয়েন্দা বিভাগের ওই অফিসার সুস্থ হয়ে বাড়ি ফেরেন । তাঁকে ফুল ও করতালিতে বরণ করে নেন গোয়েন্দা বিভাগের অন্য অফিসাররা ।

এখনও পর্যন্ত কলকাতা পুলিশের মোট কোরোনা আক্রান্তের সংখ্যা প্রায় 270 । তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে দু'জনের । সুস্থ হয়ে উঠেছেন চার OC সহ বেশিরভাগ পুলিশ কর্মী । লালবাজার সূত্রে জানা গেছে, এই মুহূর্তে কলকাতা পুলিশের সক্রিয় রোগীর সংখ্যা 100-র কাছাকাছি । দিন কয়েক আগে সুস্থ হন 40 জনের কাছাকাছি পুলিশকর্মী । তাঁরা শহরের বিভিন্ন হাসপাতালে ভরতি ছিলেন । আজ তাঁদেরও বরণ করে নেন সিনিয়র পুলিশকর্মীরা ।

অন্যদিকে গরফা থানায় মোট 16 জন পুলিশ কর্মী কোরোনায় আক্রান্ত হন । একটি থানায় আক্রান্তের সংখ্যার নিরিখে তা ছিল সর্বাধিক । যার জেরে গরফা থানায় বিক্ষোভ পর্যন্ত হয় । যদিও বর্তমানে সুস্থ ওই 16 জনই ৷

কলকাতা, 15 জুন : কয়েকদিন আগে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন গোয়েন্দা বিভাগের অফিসার । আর আজ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিনি । তাঁর সুস্থতার খবর পেতে অনেকটাই স্বস্তিতে লালবাজার ।

চলতি মাসের শুরুতেই অসুস্থবোধ করেন অ্যান্টি ফ্রড বিভাগের অফিসার । কোরোনার উপসর্গ দেখা দেয় তাঁর শরীরে । তাই লালবাজারের তরফে তাঁকে হোম আইসোলেশনে থাকতে বলা হয় ৷ সেই সঙ্গে তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ৷ সেই নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ।

রিপোর্ট পাওয়ার পরই ওই অফিসারকে ভরতি করা হয় বেলেঘাটা ID হাসপাতালে । একইসঙ্গে কোয়ারানটিনে রাখা হয় লালবাজারের DD বিল্ডিংয়ের কয়েকজন অফিসার ও কর্মীকে । আজ গোয়েন্দা বিভাগের ওই অফিসার সুস্থ হয়ে বাড়ি ফেরেন । তাঁকে ফুল ও করতালিতে বরণ করে নেন গোয়েন্দা বিভাগের অন্য অফিসাররা ।

এখনও পর্যন্ত কলকাতা পুলিশের মোট কোরোনা আক্রান্তের সংখ্যা প্রায় 270 । তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে দু'জনের । সুস্থ হয়ে উঠেছেন চার OC সহ বেশিরভাগ পুলিশ কর্মী । লালবাজার সূত্রে জানা গেছে, এই মুহূর্তে কলকাতা পুলিশের সক্রিয় রোগীর সংখ্যা 100-র কাছাকাছি । দিন কয়েক আগে সুস্থ হন 40 জনের কাছাকাছি পুলিশকর্মী । তাঁরা শহরের বিভিন্ন হাসপাতালে ভরতি ছিলেন । আজ তাঁদেরও বরণ করে নেন সিনিয়র পুলিশকর্মীরা ।

অন্যদিকে গরফা থানায় মোট 16 জন পুলিশ কর্মী কোরোনায় আক্রান্ত হন । একটি থানায় আক্রান্তের সংখ্যার নিরিখে তা ছিল সর্বাধিক । যার জেরে গরফা থানায় বিক্ষোভ পর্যন্ত হয় । যদিও বর্তমানে সুস্থ ওই 16 জনই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.