ETV Bharat / state

INTUC Seeks Vaishnav Resignation: অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ ও ক্ষতিপূরণ বাড়ানোর দাবি, রেলমন্ত্রককে কড়া চিঠি আইএনটিইউসি-র - রেলমন্ত্রককে চিঠি কংগ্রেসের

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ ও ক্ষতিপূরণ বাড়িয়ে 25 লাখ টাকা করার দাবিতে রেলমন্ত্রককে চিঠি দিল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি ৷

Cong seeks Vaishnav Resignation
Cong seeks Vaishnav Resignation
author img

By

Published : Jun 4, 2023, 5:31 PM IST

কলকাতা, 4 জুন: বালাসোরে ট্রেন দুর্ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে আগেই । এ বার দোষীদের কড়া শাস্তির দাবিতে রেলমন্ত্রককে চিঠি দিল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি । একইসঙ্গে মৃত ও জখমদের ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির দাবিও করা হয়েছে । পশ্চিমবঙ্গ আইএনটিইউসি-র তরফে সংগঠনের সভাপতি কামরুজ্জামান কামার রেলমন্ত্রকে চিঠি পাঠিয়েছেন ।

চিঠিতে কামরুজ্জামান কামার 2 জুন সন্ধ্যায় বালাসোরে তিনটি ট্রেনের দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত একাধিক অভিযোগের প্রতিকারের আবেদন করেছেন । মৃতদের নিজ নিজ পরিবারের কাছে দেহ হস্তান্তর করা, মৃত ব্যক্তির আত্মীয়দের ক্ষতিপূরণ হিসাবে 25 লাখ টাকা প্রদান করা, সমস্ত আহত ব্যক্তির অবিলম্বে চিকিত্সার ব্যবস্থা করা ও সেই খরচ ভারতীয় রেলের দ্বারা বহন করা, যাঁরা সম্পূর্ণরূপে অক্ষম হয়েছেন তাঁদেরও ক্ষতিপূরণ হিসাবে 25 লাখ টাকা প্রদান করা - এমনই নানা দাবি জানানো হয়েছে সেই চিঠিতে ৷

চিঠিতে বলা হয়েছে, ওড়িশা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে অবিলম্বে সেই কমিটির স্বাধীন তদন্ত শুরু করা উচিত । রেলওয়ের কর্মচারীদের তাঁদের অবহেলার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত । যাত্রীদের ও রেলকর্মীদের মূল্যবান জীবন রক্ষার জন্য অবিলম্বে রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাটো করা এবং রেলওয়ে ট্র্যাকগুলির রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন বলেও চিঠিতে বলা হয়েছে ৷

Cong seeks Vaishnav Resignation
আইএনটিইউসি-র চিঠি রেলমন্ত্রককে

আরও পড়ুন: পুরী, ভুবনেশ্বর ও কটক থেকে কলকাতায় বিনামূল্যে বাস পরিষেবা, বিপর্যয়ের মাঝে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এ দিকে, এই দুর্ঘটনায় প্রাথমিক তদন্তে সিগন্যাল পদ্ধতির ত্রুটি ধরা পড়েছে ৷ সরকারি হিসেবে এখনও পর্যন্ত 275 জনের মৃত্যু হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনায় । 1 হাজারেরও বেশি মানুষ জখম হয়েছেন । এই পরিস্থিতিতে বিরোধী শিবিরের নেতারা রেলমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন ৷ দেশজুড়ে জোর রাজনৈতিক তরজাও চলছে ।

Cong seeks Vaishnav Resignation
সৃজনের পোস্ট

এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "দুর্ঘটনার পর ইমেজ বিল্ডিং'এর প্রাণান্তকর চেষ্টা দেখে জানতে ইচ্ছে করছে, জ্ঞানেশ্বরীর ঘটনার পর কি পদত্যাগ করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী ? নাকি তখন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে মিথ্যের পাহাড় বানাতে রেলমন্ত্রী পদটি আঁকড়ে বসে থাকা প্রয়োজন ছিল ? আচ্ছা, জ্ঞানেশ্বরী গণহত্যাকাণ্ড যারা ঘটিয়েছিল, তাদের সঙ্গে তৎকালীন রেলমন্ত্রীর কী সম্পর্ক ছিল ?"

কলকাতা, 4 জুন: বালাসোরে ট্রেন দুর্ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে আগেই । এ বার দোষীদের কড়া শাস্তির দাবিতে রেলমন্ত্রককে চিঠি দিল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি । একইসঙ্গে মৃত ও জখমদের ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির দাবিও করা হয়েছে । পশ্চিমবঙ্গ আইএনটিইউসি-র তরফে সংগঠনের সভাপতি কামরুজ্জামান কামার রেলমন্ত্রকে চিঠি পাঠিয়েছেন ।

চিঠিতে কামরুজ্জামান কামার 2 জুন সন্ধ্যায় বালাসোরে তিনটি ট্রেনের দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত একাধিক অভিযোগের প্রতিকারের আবেদন করেছেন । মৃতদের নিজ নিজ পরিবারের কাছে দেহ হস্তান্তর করা, মৃত ব্যক্তির আত্মীয়দের ক্ষতিপূরণ হিসাবে 25 লাখ টাকা প্রদান করা, সমস্ত আহত ব্যক্তির অবিলম্বে চিকিত্সার ব্যবস্থা করা ও সেই খরচ ভারতীয় রেলের দ্বারা বহন করা, যাঁরা সম্পূর্ণরূপে অক্ষম হয়েছেন তাঁদেরও ক্ষতিপূরণ হিসাবে 25 লাখ টাকা প্রদান করা - এমনই নানা দাবি জানানো হয়েছে সেই চিঠিতে ৷

চিঠিতে বলা হয়েছে, ওড়িশা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে অবিলম্বে সেই কমিটির স্বাধীন তদন্ত শুরু করা উচিত । রেলওয়ের কর্মচারীদের তাঁদের অবহেলার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত । যাত্রীদের ও রেলকর্মীদের মূল্যবান জীবন রক্ষার জন্য অবিলম্বে রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাটো করা এবং রেলওয়ে ট্র্যাকগুলির রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন বলেও চিঠিতে বলা হয়েছে ৷

Cong seeks Vaishnav Resignation
আইএনটিইউসি-র চিঠি রেলমন্ত্রককে

আরও পড়ুন: পুরী, ভুবনেশ্বর ও কটক থেকে কলকাতায় বিনামূল্যে বাস পরিষেবা, বিপর্যয়ের মাঝে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এ দিকে, এই দুর্ঘটনায় প্রাথমিক তদন্তে সিগন্যাল পদ্ধতির ত্রুটি ধরা পড়েছে ৷ সরকারি হিসেবে এখনও পর্যন্ত 275 জনের মৃত্যু হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনায় । 1 হাজারেরও বেশি মানুষ জখম হয়েছেন । এই পরিস্থিতিতে বিরোধী শিবিরের নেতারা রেলমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন ৷ দেশজুড়ে জোর রাজনৈতিক তরজাও চলছে ।

Cong seeks Vaishnav Resignation
সৃজনের পোস্ট

এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "দুর্ঘটনার পর ইমেজ বিল্ডিং'এর প্রাণান্তকর চেষ্টা দেখে জানতে ইচ্ছে করছে, জ্ঞানেশ্বরীর ঘটনার পর কি পদত্যাগ করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী ? নাকি তখন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে মিথ্যের পাহাড় বানাতে রেলমন্ত্রী পদটি আঁকড়ে বসে থাকা প্রয়োজন ছিল ? আচ্ছা, জ্ঞানেশ্বরী গণহত্যাকাণ্ড যারা ঘটিয়েছিল, তাদের সঙ্গে তৎকালীন রেলমন্ত্রীর কী সম্পর্ক ছিল ?"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.