ETV Bharat / state

NRS-র ঘটনার জের, সরানো হল আউটপোস্টের OC-কে

জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । তাঁর এই বক্তব্যের একদিনের মাথায় সরিয়ে দেওয়া হল NRS আউটপোস্টের OC-কে ।

ডাক্তারদের বিক্ষোভ
author img

By

Published : Jun 18, 2019, 11:22 PM IST

কলকাতা, 18 জুন : NRS-এর ঘটনার জেরে এবার সরিয়ে দেওয়া হল হাসপাতালের আউটপোস্টের OC-কে । জুনিয়র ডাক্তাররা আগেই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিলেন । সেই দাবি পূরণ হল । আজ রাতে কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মার নির্দেশে ইন্সপেক্টর বনবিহারী দাসকে সরিয়ে দেওয়া হল । তবে, ওই দায়িত্ব এখন কাকে দেওয়া হবে তা এখনও জানানো হয়নি ।

সরকারি হাসপাতালগুলিতে রোগীমৃত্যুর জেরে হামলার ঘটনায় এর আগেই নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । সেই সূত্রেই প্রত্যেকটি বড় হাসপাতালে তৈরি করা হয় পুলিশ আউটপোস্ট । সেই আউটপোস্ট তদারকির জন্য কিছু সাব ইন্সপেক্টর, কনস্টেবল ও ASI নিয়োগ করা হয় । এদের কাজের তদারকির জন্য নিয়োগ করা হয় একজন ইন্সপেক্টর । যিনি ওই সংশ্লিষ্ট হাসপাতালে OC হিসেবে কাজ করতেন । কয়েক বছর আগেই কলকাতার প্রত্যেকটা মেডিকেল কলেজসহ বড় হাসপাতালে এই ব্যবস্থা চালু করা হয় । NRS এন্টালি থানার অন্তর্গত হওয়ায় সেখানকার আউটপোস্টের দায়িত্বে ছিলেন বনবিহারী দাস । তাই NRS-এর ঘটনার জেরে তাঁকে ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দেওয়া হল ।

ঘটনার দিন অর্থাৎ 10 জুন রাতে আউটপোস্টে থাকা পুলিশ কর্মীদের সক্রিয়তার অভাব ছিল বলে অভিযোগ ওঠে । ঘটনার দিন প্রথম থেকেই পুলিশ যদি সক্রিয় থাকত তাহলে পরিস্থিতি হাতের বাইরে যেত না বলে দাবি অনেকেরই । কলকাতা পুলিশের বহু সিনিয়র অফিসার এর সঙ্গে এক মত । গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন, ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । পুলিশ সূত্রে খবর, তারই প্রথম ধাপ হিসেবে সরিয়ে দেওয়া হল OC-কে ।‌

কলকাতা, 18 জুন : NRS-এর ঘটনার জেরে এবার সরিয়ে দেওয়া হল হাসপাতালের আউটপোস্টের OC-কে । জুনিয়র ডাক্তাররা আগেই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিলেন । সেই দাবি পূরণ হল । আজ রাতে কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মার নির্দেশে ইন্সপেক্টর বনবিহারী দাসকে সরিয়ে দেওয়া হল । তবে, ওই দায়িত্ব এখন কাকে দেওয়া হবে তা এখনও জানানো হয়নি ।

সরকারি হাসপাতালগুলিতে রোগীমৃত্যুর জেরে হামলার ঘটনায় এর আগেই নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । সেই সূত্রেই প্রত্যেকটি বড় হাসপাতালে তৈরি করা হয় পুলিশ আউটপোস্ট । সেই আউটপোস্ট তদারকির জন্য কিছু সাব ইন্সপেক্টর, কনস্টেবল ও ASI নিয়োগ করা হয় । এদের কাজের তদারকির জন্য নিয়োগ করা হয় একজন ইন্সপেক্টর । যিনি ওই সংশ্লিষ্ট হাসপাতালে OC হিসেবে কাজ করতেন । কয়েক বছর আগেই কলকাতার প্রত্যেকটা মেডিকেল কলেজসহ বড় হাসপাতালে এই ব্যবস্থা চালু করা হয় । NRS এন্টালি থানার অন্তর্গত হওয়ায় সেখানকার আউটপোস্টের দায়িত্বে ছিলেন বনবিহারী দাস । তাই NRS-এর ঘটনার জেরে তাঁকে ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দেওয়া হল ।

ঘটনার দিন অর্থাৎ 10 জুন রাতে আউটপোস্টে থাকা পুলিশ কর্মীদের সক্রিয়তার অভাব ছিল বলে অভিযোগ ওঠে । ঘটনার দিন প্রথম থেকেই পুলিশ যদি সক্রিয় থাকত তাহলে পরিস্থিতি হাতের বাইরে যেত না বলে দাবি অনেকেরই । কলকাতা পুলিশের বহু সিনিয়র অফিসার এর সঙ্গে এক মত । গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন, ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । পুলিশ সূত্রে খবর, তারই প্রথম ধাপ হিসেবে সরিয়ে দেওয়া হল OC-কে ।‌

Intro:কলকাতা, ১৮ জুন: NRS এর ঘটনার জেরে এবার সরিয়ে দেওয়া হল হাসপাতালে আউটপোস্টের ওসিকে। জুনিয়র ডাক্তাররা আগেই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিল। সেই দাবি পূরণ হল। আজ রাতে কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মার নির্দেশে ইন্সপেক্টর বনবিহারী দাসকে সরিয়ে দেওয়া হল। তবে তার জায়গায় কে ওই দায়িত্ব পাবেন তা অবশ্য এখনো জানানো হয়নি।Body:সরকারি হাসপাতালগুলোতে রোগী মৃত্যুর জেরে হামলার ঘটনায় এর আগেই সিদ্ধান্ত হয়েছিল নিরাপত্তা বাড়ানোর। সেই সূত্রেই প্রত্যেকটি বড় হাসপাতালে তৈরি করা হয়েছে পুলিশ আউটপোস্ট। সেই আউটপোস্ট দেখভালের জন্য বেশকিছু সাব ইন্সপেক্টর, কনস্টেবল, ASI নিয়োগ করা হয়েছিল। তাদের দায়িত্বে নিয়োগ করা হয়েছিল একজন করে ইন্সপেক্টর। যিনি ওই সংশ্লিষ্ট হাসপাতালে ওসি হিসেবে কাজ করতেন। কলকাতার প্রত্যেকটা মেডিকেল কলেজসহ বড় হাসপাতালে এই ব্যবস্থা চালু করা হয়েছিল কয়েক বছর আগেই। এমনিতে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল এন্টালী থানার অন্তর্গত। সেই থানার অধীনে থাকা NRS আউটপোস্টের দায়িত্বে ছিলেন বনবিহারী। NRS এর ঘটনার জেরে তাঁকে সরিয়ে দেওয়া হল ডিটেকটিভ ডিপার্টমেন্টে।Conclusion:ঘটনার দিন অর্থাৎ 10 জুন রাতে আউট পোস্টে থাকা পুলিশ কর্মীদের সক্রিয়তার অভাব ছিল বলে অভিযোগ ওঠে। ঘটনা ডিম প্রথম থেকেই পুলিশ যদি সক্রিয় থাকতো তবে অত বড় ঘটনা নাও ঘটতে পারত। কলকাতা পুলিশের বহু সিনিয়র অফিসারও মনে করেন সে কথাই। গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন, ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সূত্রে খবর, তারই প্রথম ধাপ হিসেবে সরিয়ে দেওয়া হল ওসিকে‌

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.