ETV Bharat / state

শপথ নিলেন রাজ্যের নতুন ভিজিল‍্যান্স কমিশনার

author img

By

Published : Feb 5, 2020, 11:45 PM IST

Updated : Feb 6, 2020, 12:46 AM IST

রাজভবনে শপথ নিলেন রাজ্যের নতুন কমিশনার অবসরপ্রাপ্ত IFS প্রদীপ ব্যাস৷ রাজ্যপাল জগদীপ ধনকড় শপথ বাক্য পাঠ করান তাঁকে৷

oath of new vigilence commissioner
শপথ রাজ্যের নতুন ভিজিল‍্যান্স কমিশনারের

কলকাতা, 5 ফেব্রুয়ারি : রাজ্যের নতুন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত IFS প্রদীপ ব্যাস৷ আজ রাজভবনে শপথ নেন তিনি৷ রাজ্যপাল জগদীপ ধনকড় শপথ বাক্য পাঠ করান তাঁকে৷ আগামী পাঁচ বছরের জন্য ভিজিল্যান্স কমিশনারের দায়িত্ব পালন করবেন তিনি৷

শপথ রাজ্যের নতুন ভিজিল‍্যান্স কমিশনারের


আজ সকাল 11টা নাগাদ শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়৷ রাজভবনে কাউন্সিল চেম্বারে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়৷ প্রদীপ ব্যাসের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরা৷ উপস্থিত ছিলেন, ACS সতীশ তিওয়ারি, সদ্য প্রাক্তন স্টেট ভিজিল্যান্স কমিশনার, ডিজিটাল দপ্তরের অতিরিক্ত সচিব৷


নতুন ভিজিল্যান্স কমিশনার, কমিশনের কার্যালয়ের সার্বভৌমত্ব অখণ্ডতা এবং স্বচ্ছতা বজায় রাখার অঙ্গীকার করেন।

এই প্রসঙ্গে রাজ্যপাল বলেন, “ নতুন ভিজিলেন্স কমিশনারের কর্মজীবনের ঔজ্জ্বল্য অসাধারণ। 'তুমি কার লেখা সুন্দর্বন্স: দ্যা মাইস্টিক ম্যানগ্রোভসট' বইটি উপহার দিয়েছেন৷" নতুন ভিজিল্যান্স কমিশনারের সাফল্য কামনা করেছেন রাজ্যপাল।

কলকাতা, 5 ফেব্রুয়ারি : রাজ্যের নতুন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত IFS প্রদীপ ব্যাস৷ আজ রাজভবনে শপথ নেন তিনি৷ রাজ্যপাল জগদীপ ধনকড় শপথ বাক্য পাঠ করান তাঁকে৷ আগামী পাঁচ বছরের জন্য ভিজিল্যান্স কমিশনারের দায়িত্ব পালন করবেন তিনি৷

শপথ রাজ্যের নতুন ভিজিল‍্যান্স কমিশনারের


আজ সকাল 11টা নাগাদ শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়৷ রাজভবনে কাউন্সিল চেম্বারে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়৷ প্রদীপ ব্যাসের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরা৷ উপস্থিত ছিলেন, ACS সতীশ তিওয়ারি, সদ্য প্রাক্তন স্টেট ভিজিল্যান্স কমিশনার, ডিজিটাল দপ্তরের অতিরিক্ত সচিব৷


নতুন ভিজিল্যান্স কমিশনার, কমিশনের কার্যালয়ের সার্বভৌমত্ব অখণ্ডতা এবং স্বচ্ছতা বজায় রাখার অঙ্গীকার করেন।

এই প্রসঙ্গে রাজ্যপাল বলেন, “ নতুন ভিজিলেন্স কমিশনারের কর্মজীবনের ঔজ্জ্বল্য অসাধারণ। 'তুমি কার লেখা সুন্দর্বন্স: দ্যা মাইস্টিক ম্যানগ্রোভসট' বইটি উপহার দিয়েছেন৷" নতুন ভিজিল্যান্স কমিশনারের সাফল্য কামনা করেছেন রাজ্যপাল।

Intro:কলকাতা, 6 ফেব্রুয়ারি: রাজ্যের নতুন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত আইএফএস প্রদীপ ব‍্যাস। আজ রাজভবনে শপথ নিলেন তিনি। রাজ্যপাল জগদীপ ধনকার তাঁকে শপথ বাক্য পাঠ করান। আগামী পাঁচ বছরের জন্য ভিজিলান্স কমিশনারের দায়িত্ব পালন করবেন তিনি।



Body:
আজ সকাল 11 টায় রাজভবনের কাউন্সিল চেম্বারে হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন প্রদীপ বাবুর পরিবারের সদস্যরা। ছিলেন রাজ্যপালের ACS সতীশ তিওয়ারি, সদ‍্য প্রাক্তন স্টেট ভিজিল‍্যান্স কমিশনার, ডিজিটাল দপ্তরের অতিরিক্ত সচিব। নতুন ভিজিলান্স কমিশনার কমিশনের কার্যালয়ের সার্বভৌমত্ব অখণ্ডতা এবং স্বচ্ছতা বজায় রাখার অঙ্গীকার করেন।



Conclusion:
এ প্রসঙ্গে রাজ্যপাল বলেন, “ নতুন ভিজিলেন্স কমিশনারের কর্মজীবনের ঔজ্জ্বল্য অসাধারণ। তুমি কার লেখা সুন্দর্বন্স: দ‍্যা মাইস্টিক ম্যানগ্রোভস বইটি উপহার দিয়েছেন।" নতুন ভিজিলান্স কমিশনারের সাফল্য কামনা করেছেন রাজ্যপাল।

Last Updated : Feb 6, 2020, 12:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.