কলকাতা, 5 ফেব্রুয়ারি : রাজ্যের নতুন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত IFS প্রদীপ ব্যাস৷ আজ রাজভবনে শপথ নেন তিনি৷ রাজ্যপাল জগদীপ ধনকড় শপথ বাক্য পাঠ করান তাঁকে৷ আগামী পাঁচ বছরের জন্য ভিজিল্যান্স কমিশনারের দায়িত্ব পালন করবেন তিনি৷
আজ সকাল 11টা নাগাদ শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়৷ রাজভবনে কাউন্সিল চেম্বারে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়৷ প্রদীপ ব্যাসের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরা৷ উপস্থিত ছিলেন, ACS সতীশ তিওয়ারি, সদ্য প্রাক্তন স্টেট ভিজিল্যান্স কমিশনার, ডিজিটাল দপ্তরের অতিরিক্ত সচিব৷
নতুন ভিজিল্যান্স কমিশনার, কমিশনের কার্যালয়ের সার্বভৌমত্ব অখণ্ডতা এবং স্বচ্ছতা বজায় রাখার অঙ্গীকার করেন।
এই প্রসঙ্গে রাজ্যপাল বলেন, “ নতুন ভিজিলেন্স কমিশনারের কর্মজীবনের ঔজ্জ্বল্য অসাধারণ। 'তুমি কার লেখা সুন্দর্বন্স: দ্যা মাইস্টিক ম্যানগ্রোভসট' বইটি উপহার দিয়েছেন৷" নতুন ভিজিল্যান্স কমিশনারের সাফল্য কামনা করেছেন রাজ্যপাল।