ETV Bharat / state

প্রতারণার কবলে নুসরতের স্বামী, তদন্তে লালবাজার

ভুয়ো টেলিকম কম্পানির ফাঁদে পড়লেন নুসরতের স্বামী নিখিল জৈন । VIP নম্বর পাওয়ার আশায় সেই কম্পানিকে 45,000 টাকাও দেন তিনি । ঘটনায় লালবাজার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন নিখিল ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 7, 2019, 6:32 AM IST

কলকাতা, 7 জুলাই : টাকা দিলেই মিলবে পছন্দসই VIP মোবাইল নম্বর । সদ্য বিবাহিত সাংসদ নুসরতের স্বামী নিখিল জৈন পেয়েছিলেন এমনই মেসেজ । যোগাযোগ করলে চাওয়া হয় 45 হাজার টাকা । সেই টাকা পাঠিয়ে দেন বিখ্যাত এক শাড়ির কম্পানির ডিরেক্টর নিখিল । পরে বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার । কলকাতায় বিয়ের রিসেপশনের পার্টির পরদিনই তিনি অভিযোগ দায়ের করেন লালবাজার সাইবার ক্রাইম থানায় । তবে, এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি ।

পুলিশ সূত্রে খবর, শুধু নিখিল নন, এমন অভিযোগ আরও কয়েকজনের কাছ থেকে পেয়েছে সাইবার ক্রাইম থানা । নিজের অভিযোগে নিখিল জানিয়েছেন, 26 মে তিনি বাল্ক মেসেজ পান । সেখানে জানানো হয়, চাইলে তিনি পেতে পারেন বিশেষ ধরনের VIP মোবাইল নম্বর । সঙ্গে দেওয়া হয় যোগাযোগের একটি মেইল আইডি । বলা হয়, সেটি একটি টেলিকম কম্পানির সিনিয়র অফিশিয়ালের মেইল আইডি । সেখানে মেইল করলে নিখিলকে বলা হয় একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে 45 হাজার টাকা জমা করতে । গুজরাটের ভদোদরার একটি ব্রাঞ্চে সেই টাকা পাঠিয়ে দেন নিখিল । সেই সব ডকুমেন্ট তিনি জমা দিয়েছেন লালবাজারে ।

তবে, এই ধরনের ঘটনা এই প্রথম নয় । বছর চারেক আগে দিল্লিতে এই ধরনের ঘটনা ঘটেছিল । পরে সেই গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করা হয় সল্টলেক থেকে । এবার অবশ্য এই অপারেশন কোথা থেকে চালানো হচ্ছে তার এখনও খোঁজ পাওয়া যায়নি । লালবাজারের এক সিনিয়র অফিসার জানিয়েছেন, গুরুত্ব দিয়েই এই মামলার তদন্ত শুরু হয়েছে । আশা করা যাচ্ছে অত্যন্ত দ্রুত অপরাধীদের চিহ্নিত করা যাবে ।

কলকাতা, 7 জুলাই : টাকা দিলেই মিলবে পছন্দসই VIP মোবাইল নম্বর । সদ্য বিবাহিত সাংসদ নুসরতের স্বামী নিখিল জৈন পেয়েছিলেন এমনই মেসেজ । যোগাযোগ করলে চাওয়া হয় 45 হাজার টাকা । সেই টাকা পাঠিয়ে দেন বিখ্যাত এক শাড়ির কম্পানির ডিরেক্টর নিখিল । পরে বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার । কলকাতায় বিয়ের রিসেপশনের পার্টির পরদিনই তিনি অভিযোগ দায়ের করেন লালবাজার সাইবার ক্রাইম থানায় । তবে, এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি ।

পুলিশ সূত্রে খবর, শুধু নিখিল নন, এমন অভিযোগ আরও কয়েকজনের কাছ থেকে পেয়েছে সাইবার ক্রাইম থানা । নিজের অভিযোগে নিখিল জানিয়েছেন, 26 মে তিনি বাল্ক মেসেজ পান । সেখানে জানানো হয়, চাইলে তিনি পেতে পারেন বিশেষ ধরনের VIP মোবাইল নম্বর । সঙ্গে দেওয়া হয় যোগাযোগের একটি মেইল আইডি । বলা হয়, সেটি একটি টেলিকম কম্পানির সিনিয়র অফিশিয়ালের মেইল আইডি । সেখানে মেইল করলে নিখিলকে বলা হয় একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে 45 হাজার টাকা জমা করতে । গুজরাটের ভদোদরার একটি ব্রাঞ্চে সেই টাকা পাঠিয়ে দেন নিখিল । সেই সব ডকুমেন্ট তিনি জমা দিয়েছেন লালবাজারে ।

তবে, এই ধরনের ঘটনা এই প্রথম নয় । বছর চারেক আগে দিল্লিতে এই ধরনের ঘটনা ঘটেছিল । পরে সেই গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করা হয় সল্টলেক থেকে । এবার অবশ্য এই অপারেশন কোথা থেকে চালানো হচ্ছে তার এখনও খোঁজ পাওয়া যায়নি । লালবাজারের এক সিনিয়র অফিসার জানিয়েছেন, গুরুত্ব দিয়েই এই মামলার তদন্ত শুরু হয়েছে । আশা করা যাচ্ছে অত্যন্ত দ্রুত অপরাধীদের চিহ্নিত করা যাবে ।

Intro:কলকাতা, ৬ জুলাই: টাকা দিলেই মিলবে পছন্দসই ভিআইপি মোবাইল নম্বর। সদ্য বিবাহিত সাংসদ নুসরতের স্বামী নিখিল জৈন পেয়েছিলেন এমনই মেসেজ। যোগাযোগ করলে চাওয়া হয় 45 হাজার টাকা। সেই টাকা পাঠিয়ে দেন বিখ্যাত এক শাড়ির কোম্পানির ডিরেক্টর নিখিল। পরে বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার। কলকাতায় বিয়ের রিসেপশনের পার্টির পরেরদিনই তিনি অভিযোগ দায়ের করেন লালবাজার সাইবার ক্রাইম থানায়। পুলিশ সূত্রে খবর এখনো পর্যন্ত ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
Body:পুলিশ সূত্রে খবর, শুধু নিখিল নন, এমন অভিযোগ সাইবার ক্রাইম থানা পেয়েছে আরও কয়েকজনের কাছ থেকে। নিজের অভিযোগে নিখিল জানিয়েছেন, গত 26 মে তিনি একটি বাল্ক মেসেজ পান। সেখানে জানানো হয়, চাইলে তিনি পেতে পারেন বিশেষ ধরনের ভিআইপি মোবাইল নম্বর। সঙ্গে দেওয়া হয় একটি যোগাযোগ এর ইমেইল আইডি। বলা হয়, সেটি একটি টেলিকম কোম্পানির সিনিয়র অফিশিয়ালের ইমেইল আইডি। সেখানে ইমেইল করলে নিখিলকে বলা হয় একটি নির্দিষ্ট ব্যাংক একাউন্টে 45000 টাকা জমা করতে। গুজরাটের ভদোদরার একটি ব্রাঞ্চে সেই টাকা পাঠিয়ে দেন নিখিল। সেই সব ডকুমেন্ট তিনি জমা দিয়েছেন লালবাজারে।Conclusion:জানা গেছে, এই ধরনের ঘটনা এই প্রথম নয়। বছর চারেক আগে দিল্লিতে এই ধরনের ঘটনা ঘটেছিল। পরে সেই গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করা হয় সল্টলেক থেকে। এবার অবশ্য এই অপারেশন কোথা থেকে চালানো হচ্ছে তার এখনও খোঁজ পাওয়া যায়নি। লালবাজারের এক সিনিয়র কথা জানিয়েছেন, গুরুত্ব দিয়েই এই মামলার তদন্ত শুরু হয়েছে। আশা করা যাচ্ছে অত্যন্ত দ্রুত অপরাধীদের চিহ্নিত করা যাবে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.