ETV Bharat / state

প্রশাসনকে 7 দিন সময়, আলোচনায় না বসলে কর্মবিরতির হুঁশিয়ারি নার্সদের - Nurse protest

40 বছর ধরে সময় দিয়েছেন । আরও 7 দিন সময় দিলেন নার্সরা । রোগীদের প্রতি প্রশাসনেরও দায়বদ্ধতা থাকে ৷ এই সময়ের মধ্যে প্রশাসন যদি তাদের সঙ্গে আলোচনায় না বসে তাহলে রাজ্যজুড়ে সরকারি নার্সরা কর্মবিরতির পথে যাবেন । এই কর্মবিরতিতে ডাক্তারদেরও পাশে চাইছেন তাঁরা।

নার্সেস ইউনিটি
author img

By

Published : Aug 29, 2019, 6:41 AM IST

কলকাতা, 29 অগাস্ট: বুধবার NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল সেবিকাদের সংগঠন নার্সেস ইউনিটি৷ বেলা আড়াইটে নাগাদ এই মিছিল শুরু হওয়ার কথা ছিল । গতকাল বুধবার দুপুর থেকে নার্সরা জমায়েত হয়েছিলেন NRS-এর সামনে ৷ শেষ পর্যন্ত মিছিল হয়নি । NRS-এর গেটে অবস্থান বিক্ষোভ করেন নার্সরা ।

মিছিল না করার কারণ, প্রশাসনিক জটিলতা ৷ ইউনিটির সহ-সম্পাদিকা ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "মিছিল করতে পারলাম না, কারণ মিছিল করতে গেলে নানা রকম শর্তের কথা বলেছে লালবাজার । অবস্থান করব না কথা দিতে হবে, আমরা কথা দিয়েছিলাম । আইন অমান্য করব না কথা দিতে হবে, দিয়েছিলাম । তিন নম্বর বলেছিল, মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন, এই লাইনটি কেটে দিতে হবে । এই লাইনটা যদি কেটেই দিই, তাহলে মিছিল কেন, জমায়েত কেন, তাই এই দাবি মানতে পারিনি ।"

তিনি আরও বলেন, " মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আমাদের বলা হয়েছিল, সুবোধ মল্লিক স্কয়্যার পর্যন্ত যেতে দেওয়া হবে । আজকে আমরা দেখলাম NRS-এ জমায়েত হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অতি সক্রিয় হল ৷ আমাদের ধমক দিল, গ্রেপ্তার করার ভয় দেখাল, চাকরির সংকট হতে পারে এমন ভয়ও দেখান হল এবং আমাদের মিছিল বের করতে দেওয়া হল না । এর পরে আমরা এখানে অবস্থানে বসতে বাধ্য করেছে৷ "

একইসঙ্গে তিনি বলেন," আমাদের মেয়েরা প্রশাসনের সামনে মাথা নোয়াননি , তাই আমাদের চাপে নবান্ন থেকে খবর পাঠানো হয় ডেপুটেশন নেওয়া হবে৷ আমাদের 7 জনের প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী দপ্তরের ডেপুটেশন পৌঁছে দিয়েছে । পুলিশের হুমকির মতো নানা প্রতিকূলতার মাঝেও শেষ পর্যন্ত আমরা এটা করতে পেরেছি ।"

বেলা আড়াইটে থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেন নার্সরা । ডেপুটেশন জমা দিয়ে সাড়ে পাঁচটা নাগাদ NRS-এ ফিরে আসে ওই প্রতিনিধি দল । নিজেদের মধ্যে আলোচনার পর তারা প্রশাসনকে 7 দিন সময় দেওয়ার কথা ঘোষণা করে৷ প্রশাসন আলোচনায় না বসলে নার্সরা কর্মবিরতির পথে যাবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের তরফে ৷

কলকাতা, 29 অগাস্ট: বুধবার NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল সেবিকাদের সংগঠন নার্সেস ইউনিটি৷ বেলা আড়াইটে নাগাদ এই মিছিল শুরু হওয়ার কথা ছিল । গতকাল বুধবার দুপুর থেকে নার্সরা জমায়েত হয়েছিলেন NRS-এর সামনে ৷ শেষ পর্যন্ত মিছিল হয়নি । NRS-এর গেটে অবস্থান বিক্ষোভ করেন নার্সরা ।

মিছিল না করার কারণ, প্রশাসনিক জটিলতা ৷ ইউনিটির সহ-সম্পাদিকা ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "মিছিল করতে পারলাম না, কারণ মিছিল করতে গেলে নানা রকম শর্তের কথা বলেছে লালবাজার । অবস্থান করব না কথা দিতে হবে, আমরা কথা দিয়েছিলাম । আইন অমান্য করব না কথা দিতে হবে, দিয়েছিলাম । তিন নম্বর বলেছিল, মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন, এই লাইনটি কেটে দিতে হবে । এই লাইনটা যদি কেটেই দিই, তাহলে মিছিল কেন, জমায়েত কেন, তাই এই দাবি মানতে পারিনি ।"

তিনি আরও বলেন, " মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আমাদের বলা হয়েছিল, সুবোধ মল্লিক স্কয়্যার পর্যন্ত যেতে দেওয়া হবে । আজকে আমরা দেখলাম NRS-এ জমায়েত হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অতি সক্রিয় হল ৷ আমাদের ধমক দিল, গ্রেপ্তার করার ভয় দেখাল, চাকরির সংকট হতে পারে এমন ভয়ও দেখান হল এবং আমাদের মিছিল বের করতে দেওয়া হল না । এর পরে আমরা এখানে অবস্থানে বসতে বাধ্য করেছে৷ "

একইসঙ্গে তিনি বলেন," আমাদের মেয়েরা প্রশাসনের সামনে মাথা নোয়াননি , তাই আমাদের চাপে নবান্ন থেকে খবর পাঠানো হয় ডেপুটেশন নেওয়া হবে৷ আমাদের 7 জনের প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী দপ্তরের ডেপুটেশন পৌঁছে দিয়েছে । পুলিশের হুমকির মতো নানা প্রতিকূলতার মাঝেও শেষ পর্যন্ত আমরা এটা করতে পেরেছি ।"

বেলা আড়াইটে থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেন নার্সরা । ডেপুটেশন জমা দিয়ে সাড়ে পাঁচটা নাগাদ NRS-এ ফিরে আসে ওই প্রতিনিধি দল । নিজেদের মধ্যে আলোচনার পর তারা প্রশাসনকে 7 দিন সময় দেওয়ার কথা ঘোষণা করে৷ প্রশাসন আলোচনায় না বসলে নার্সরা কর্মবিরতির পথে যাবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের তরফে ৷

Intro:কলকাতা, 28 অগাস্ট: 40 বছর ধরে সময় দিয়েছেন। আরও 7 দিন সময় তাঁরা দিলেন। রোগীদের প্রতি যদি প্রশাসনেরও দায়বদ্ধতা থাকে, তা হলে এই সময়ের মধ্যে নার্সদের সঙ্গে কথা বলবে প্রশাসন। যদি না হয়, তাহলে রাজ্যজুড়ে সরকারি নার্সরা কর্মবিরতির পথে যাবেন। NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে অবস্থান-বিক্ষোভ প্রত্যাহারের সিদ্ধান্তের বিষয়ে এমনই জানিয়েছে নার্সদের সংগঠন নার্সেস ইউনিটি। এই কর্মবিরতিতে ডাক্তারদেরও পাশে চাইছেন তাঁরা।


Body:বুধবার NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিলের আয়োজন করেছিল নার্সদের এই সংগঠন। বেলা আড়াইটে নাগাদ এই মিছিল শুরু হওয়ার কথা বলা হয়েছিল। এর জন্য বুধবার দুপুর থেকে নার্সদের জমায়েত ছিল এই হাসপাতালে। তবে শেষ পর্যন্ত মিছিল হয়নি। হাসপাতালে অবস্থান-বিক্ষোভ শুরু করেন নার্সরা। মিছিলের বদলে কেন অবস্থান-বিক্ষোভ শুরু হল? নার্সেস ইউনিটির অ্যাসিস্ট‍্যান্ট সেক্রেটারি ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "মিছিল করতে পারলাম না, কারণ মিছিল করতে গেলে নানা রকম শর্ত।" তিনি বলেন, "মিছিল করতে গেলে পরশুদিন থেকে নানা রকম শর্তের কথা বলেছে লালবাজার। আমরা লাগাতার অবস্থান করব না কথা দিতে হবে, আমরা কথা দিয়েছিলাম। আমরা আইন অমান্য করব না কথা দিতে হবে, দিয়েছিলাম। তিন নম্বর বলেছিল, মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন, এই লাইনটি কেটে দিতে হবে। এই লাইনটা যদি কেটেই দিই, তাহলে মিছিল কীসের, জমায়েত কীসের, ডেপুটেশন কীসের? ফলে, আমরা এই দাবি মানতে পারিনি।"

তিনি বলেন, "এর পরে গতকাল সন্ধ্যা পর্যন্ত আমাদের বলা হয়েছিল, আমাদের সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত যেতে দেওয়া হবে। আজকে আমরা দেখলাম NRS-এ জমায়েত হওয়ার সঙ্গে সঙ্গে অতি সক্রিয় হল পুলিশ, ধমক দিল, গ্রেপ্তার করার ভয় দেখাল, চাকরির সংকট হতে পারে, এমন ভয় দেখানো হল। এবং, আমাদের মিছিল বের করতে দেওয়া হল না। এর পরে আমরা এখানে বসে যেতে বাধ্য হলাম।" একই সঙ্গে তিনি বলেন, "আমাদের মেয়েরা যেহেতু কেউ মেনে নেয়নি, আমরা মনে করছি, আমাদের জমায়াতের চাপেই আমাদের ডেপুটেশন নেওয়া হবে বলে ওখান (নবান্ন) থেকে খবর এল। আমাদের 7 জনের প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী দপ্তরের ডেপুটেশন পৌঁছে দিয়েছে। পুলিশের ধমকি, হুমকি এমন নানা প্রতিকূলতার মধ্য দিয়ে শেষ পর্যন্ত আমরা এটা করতে পেরেছি।"

বেলা আড়াইটে থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেন নার্সরা। ওই প্রতিনিধি দল যখন ডেপুটেশন দিতে গিয়েছিল তখন অবস্থান-বিক্ষোভ থেকে বলা হচ্ছিল, ওই প্রতিনিধি দল ফিরে আসার পরে শোনা হবে, কী হল। তার পরে অবস্থান-বিক্ষোভ প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বৃষ্টির মধ্যেও অবস্থান-বিক্ষোভে ছাতা মাথায় নিয়ে ছিলেন তাঁরা। সাড়ে পাঁচটা নাগাদ NRS-এ ফিরে আসে ওই প্রতিনিধি দল। ঘোষণা করা হয়, 7 দিনের সময় দেওয়া হচ্ছে। তার মধ্যে নার্সেস ইউনিটির দাবিগুলি নিয়ে কথা বলার না হলে কর্মবিরতির পথে যাওয়া হবে। ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "প্রশাসনকে আমরা প্রচুর সময় দিয়েছি। তার উপর দাঁড়িয়ে আমরা আরও 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে যদি ওরা ডেকে আমাদের সঙ্গে কথা বলেন, তা হলে ভালো। যদি কথা না বলেন, তা হলে 7 দিন দেখার পরে আমরা প্রথমে দুই ঘণ্টার কর্মবিরতিতে যাব‍। তার পরের কর্মবিরতির বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।" তাঁদের এই সিদ্ধান্তের ভিত্তিতে এ দিনের অবস্থান-বিক্ষোভ তাঁরা প্রত্যাহার করে নিলেন বলে জানানো হয়েছে।

নার্সদের এই সংগঠনের এসিস্ট্যান্ট সেক্রেটারি বলেন, "রোগীদের প্রতি আমরা দায়বদ্ধতা বছরের পর বছর দেখিয়েছি। বলা যেতে পারে কমবেশি 40 বছর। এর পরে আরও 7 দিন আমরা সময় দিয়েছি। রোগীদের প্রতি যদি প্রশাসনেরও দায়বদ্ধতা থাকে, তাহলে আমাদের সঙ্গে কথা বলবে। যদি কথা না বলে, তাহলে আমাদের কর্মবিরতি ছাড়া উপায় নেই।" যথাযথ বেতন কাঠামো, পদোন্নতির জন্য চুক্তিভিত্তিক বিজ্ঞানসম্মত পলিসি তৈরি। GNM ট্রেনিং তুলে দেওয়া যাবে না। এসব দাবি পূরণের লক্ষ্যে বুধবার মিছিলের আয়োজন করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, কোন রুট দিয়ে যাবে এ দিনের মিছিল, তা জানানো হয়নি নার্সেস ইউনিটির আবেদনে। এই জন্য ওই আবেদন গ্রহণ করা হয়নি। রুট জানাতে বলা হয়েছিল। কিন্তু, রুট জানিয়ে নতুন করে আবেদন করেনি নার্সদের এই সংগঠন। এই বিষয়ে জানতে চাওয়া হলে নার্সেস ইউনিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলেন, "অবশ্যই রুট বলা হয়েছিল। প্রথমে রানি রাসমণি ছিল। পুলিশ রানি রাসমণি নিতে দেয়নি। সুবোধ মল্লিক স্কোয়ার বলেছিল, আমরা তাতেও রাজি হয়েছিলাম। আজকে সকালে দেখলাম এসব কথার কোনও মানে নেই।"


Conclusion:রাজ্যপালের কাছেও এদিন ডেপুটেশন দিতে চেয়েছিল নার্সদের এই সংগঠন। আগামী 30 অগাস্ট ডেপুটেশন নেওয়ার জন্য রাজ্যপালের অফিস থেকে সময় দেওয়া হয়েছে বলে নার্সদের এই সংগঠনের তরফে জানানো হয়েছে। সাম্প্রতিক জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়েছিল নার্সদের এই সংগঠন। তাঁদের কর্মবিরতির প্রতি সমর্থন জানাতে কোনও আবেদন রাখা হবে জুনিয়র-সিনিয়র ডাক্তারের কাছে? ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "আমরা যদি কর্মবিরতিতে যায়, তাহলে ডাক্তাররা যাতে আমাদের পাশে থাকেন, তার জন্য বলব যাতে ওয়ার্ডের তাঁরা যান।" একইসঙ্গে তিনি বলেন, "তাঁরা কতটা, কী করবেন, এটা তাঁদের বিষয়। ওদের কর্মবিরতির সময় আমরা ওদের পাশে সক্রিয় ভাবে ছিলাম। আমরা আবেদন জানাব যাতে ওরা আমাদের পাশে থাকেন। আমাদের ধারণা তাঁরা থাকবেন।"
_______


ভিস‍্যুয়াল:
wb_kol_02a_nurses_unity_updated_vis_7203421

wb_kol_02b_nurses_unity_updated_vis_7203421

wb_kol_02c_nurses_unity_updated_vis_7203421

wb_kol_02d_nurses_unity_updated_vis_7203421

বাইট:
wb_kol_02e_nurses_unity_updated_byte_7203421
নার্সেস ইউনিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভাস্বতী মুখোপাধ্যায়

_______
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.