ETV Bharat / state

রাজ্যে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা ছাড়াল 1000, সর্বাধিক কলকাতায় - Containment Zone increases in West Bengal

কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যে বাড়ছে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা । মাত্র 13 দিনের ব্যবধানে রাজ্যে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ । পেরিয়েছে হাজারের গণ্ডি ।

Corona
কোরোনা
author img

By

Published : May 29, 2020, 9:30 AM IST

কলকাতা, 29 মে : রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । আর সেই সঙ্গে বাড়ছে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা । মাত্র 13 দিনের ব্যবধানে রাজ্যে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ । পেরিয়েছে হাজারের গণ্ডি ।

বর্তমানে রাজ্যে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে হয়েছে 1 হাজার 71 । রাজ্যের 23 জেলার মধ্যে 19 টিতেই রয়েছে এই কনটেনমেন্ট জ়োন । তবে, বেশিরভাগই রয়েছে কলকাতায় । কোরোনা সংক্রমণের নিরিখেও 23 জেলার মধ্যে প্রথমে রয়েছে কলকাতা । আর কনটেনমেন্টও জ়োনও কলকাতাতেই সবথেকে বেশি । বর্তমানে কলকাতায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 286 ।

রাজ্যে ক্রমশ কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বাড়তে থাকায় রাজ্য প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে । বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মুখ্যসচিব-সহ প্রশাসনিক আধিকারিকরা । কারণ গত 15 মে পর্যন্ত রাজ্যে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা ছিল 577 । আর তা এখন বেড়ে প্রায় দ্বিগুণ । বিভিন্ন মহলের মতে, ভিন রাজ্য থেকে শ্রমিকরা ফেরার পর থেকেই রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । তবে, প্রশাসনের তরফে এ বিষয়ে এখনও কিছু বলা হয়নি ।

কলকাতা, 29 মে : রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । আর সেই সঙ্গে বাড়ছে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা । মাত্র 13 দিনের ব্যবধানে রাজ্যে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ । পেরিয়েছে হাজারের গণ্ডি ।

বর্তমানে রাজ্যে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে হয়েছে 1 হাজার 71 । রাজ্যের 23 জেলার মধ্যে 19 টিতেই রয়েছে এই কনটেনমেন্ট জ়োন । তবে, বেশিরভাগই রয়েছে কলকাতায় । কোরোনা সংক্রমণের নিরিখেও 23 জেলার মধ্যে প্রথমে রয়েছে কলকাতা । আর কনটেনমেন্টও জ়োনও কলকাতাতেই সবথেকে বেশি । বর্তমানে কলকাতায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 286 ।

রাজ্যে ক্রমশ কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বাড়তে থাকায় রাজ্য প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে । বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মুখ্যসচিব-সহ প্রশাসনিক আধিকারিকরা । কারণ গত 15 মে পর্যন্ত রাজ্যে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা ছিল 577 । আর তা এখন বেড়ে প্রায় দ্বিগুণ । বিভিন্ন মহলের মতে, ভিন রাজ্য থেকে শ্রমিকরা ফেরার পর থেকেই রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । তবে, প্রশাসনের তরফে এ বিষয়ে এখনও কিছু বলা হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.