কলকাতা, 19 জুন : পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্তের সংখ্যা কমেছে আরও কিছুটা ৷ গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের নিচে নেমেছে ৷ শনিবার রাজ্যে দৈনিক মৃত্যুও কমেছে ৷
গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 2 হাজার 486 জন ৷ গত বুধবার আক্রান্তের সংখ্যাটা ছিল 3 হাজার 187 ৷ সংক্রমণের নিম্নমুখী হারে খানিকটা স্বস্তিতে বঙ্গবাসী ৷ সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 14 লাখ 79 হাজার 523 জন ৷ একদিনে সুস্থ হয়েছেন 2 হাজার 109 জন ৷
গত 24 ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে 55 জনের ৷ বর্তমানে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 23 হাজার 13 ৷ শনিবার 53 হাজার 117 জনের সোয়াব টেস্ট করা হয়েছে ৷ তার মধ্যে 4.68 শতাংশের করোনা পজিটিভ ধরা পড়ে ৷ এখনও পর্যন্ত রাজ্যে 1 কোটি 36 লাখ 31 হাজার 865 জনের নমুনা পরীক্ষা হয়েছে বলে জানা গিয়েছে স্বাস্থ্য দফতরের বুলেটিনে ৷
সংক্রমণের নিরিখে শনিবারও এগিয়ে উত্তর 24 পরগনা ৷ গত 24 ঘণ্টায় জেলায় আক্রান্ত হয়েছেন 364 জন ৷ মৃত্যু হয়েছে 10 জনের ৷ কলকাতায় গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 217 জন ৷ মৃত্যু হয়েছে 9 জনের ৷ তবে আগের তুলনায় দুই জেলাতেই আক্রান্তের সংখ্যা কমেছে ৷
আরও পড়ুন : Corona Lockdown : লকডাউন শিথিলের আগে সংক্রমণে রাশ নিশ্চিত করতে হবে, বার্তা কেন্দ্রের