ETV Bharat / state

রাজ্যে লাগামছাড়া করোনা সংক্রমণ, 24 ঘণ্টায় আক্রান্ত 18 হাজারের বেশি

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় রাজ্যে নতুন করোনা আক্রান্তের সংখ্যা 18 হাজার 102 জন ৷ গতকাল এই সংখ্যাটি ছিল 17 হাজার 639 জন ৷ গতকাল করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছিল 107 ৷ কালকের তুলনায় আজ একটু কমে মৃতের সংখ্যা 103টি ৷

করোনা সংক্রমণ,
করোনা সংক্রমণ,
author img

By

Published : May 5, 2021, 9:45 PM IST

কলকাতা, 5 মে : বেড়েই চলেছে করোনা সংক্রমণ ৷ আজও রাজ্য করোনা সংক্রমণ নতুন রেকর্ড তৈরি করেছে ৷ 24 ঘণ্টায় রাজ্যে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 18 হাজারের গণ্ডি ৷ মৃত্যু হয়েছে একশোর বেশি মানুষের ৷

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী 24 ঘণ্টায় রাজ্যে নতুন করোনা আক্রান্তের সংখ্যা 18 হাজার 102 জন ৷ গতকাল এই সংখ্যাটি ছিল 17 হাজার 639 জন ৷ গতকাল করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছিল 107 ৷ আজকের বুলেটিন অনুযায়ী একটু কমে মৃতের সংখ্যা 103টি ৷ এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 9 লাখ 16 হাজার 635 জন ৷ বর্তমানে চিকিৎসাধীন 1 লাখ 21 হাজার 872 জন ৷

আজকের বুলেটিন অনুযায়ী রাজ্যে করোনামুক্ত হয়েছেন 17 হাজার 73 জন ৷ মোট 7 লাখ 82 হাজার 916 জন করোনা মুক্ত হয়েছেন ৷ রাজ্যে সুস্থ্যতার হার 85.41 শতাংশ ৷ গতকাল যা ছিল 85.23 শতাংশ ৷

24 ঘণ্টায় রাজ্যে মোট 59 হাজার 519টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ শতাংশের বিচারে 100টি স্যাম্পেলের মধ্যে 8.55 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ বর্তমানে রাজ্যে পরীক্ষাগারের সংখ্যা 113টি ৷ গতকালের মতো আজও গোটা রাজ্যে মধ্যে উত্তর 24 পরগনায় সর্বোচ্চ করোনা সংক্রমিত হয়েছেন ৷ 24 ঘণ্টায় উত্তর 24 পরগনায় কোভিডে আক্রান্ত হয়েছেন 3 হাজার 982 জন ৷ কলকাতায় আক্রান্তের সংখ্যা 3 হাজার 973 জন ৷

আরও পড়ুন : রাজ্য়ে আগামী কাল থেকে বন্ধ লোকাল ট্রেন

এদিকে আগামীকাল থেকে সমস্ত লোকাল ট্রেন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসে কোভিড মোকাবিলায় একাধিক পদক্ষেপ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, আগামীকাল থেকে রাজ্যের সমস্ত লোকাল ট্রেন বন্ধ ৷ মেট্রো পরিষেবাও 50 শতাংশ চালু থাকবে বলে জানা গেছে ৷ এদিকে সরকারের সিদ্ধান্তে মান্যতা দিয়ে 6 মে থেকে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করেছে রেল ।

কলকাতা, 5 মে : বেড়েই চলেছে করোনা সংক্রমণ ৷ আজও রাজ্য করোনা সংক্রমণ নতুন রেকর্ড তৈরি করেছে ৷ 24 ঘণ্টায় রাজ্যে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 18 হাজারের গণ্ডি ৷ মৃত্যু হয়েছে একশোর বেশি মানুষের ৷

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী 24 ঘণ্টায় রাজ্যে নতুন করোনা আক্রান্তের সংখ্যা 18 হাজার 102 জন ৷ গতকাল এই সংখ্যাটি ছিল 17 হাজার 639 জন ৷ গতকাল করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছিল 107 ৷ আজকের বুলেটিন অনুযায়ী একটু কমে মৃতের সংখ্যা 103টি ৷ এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 9 লাখ 16 হাজার 635 জন ৷ বর্তমানে চিকিৎসাধীন 1 লাখ 21 হাজার 872 জন ৷

আজকের বুলেটিন অনুযায়ী রাজ্যে করোনামুক্ত হয়েছেন 17 হাজার 73 জন ৷ মোট 7 লাখ 82 হাজার 916 জন করোনা মুক্ত হয়েছেন ৷ রাজ্যে সুস্থ্যতার হার 85.41 শতাংশ ৷ গতকাল যা ছিল 85.23 শতাংশ ৷

24 ঘণ্টায় রাজ্যে মোট 59 হাজার 519টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ শতাংশের বিচারে 100টি স্যাম্পেলের মধ্যে 8.55 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ বর্তমানে রাজ্যে পরীক্ষাগারের সংখ্যা 113টি ৷ গতকালের মতো আজও গোটা রাজ্যে মধ্যে উত্তর 24 পরগনায় সর্বোচ্চ করোনা সংক্রমিত হয়েছেন ৷ 24 ঘণ্টায় উত্তর 24 পরগনায় কোভিডে আক্রান্ত হয়েছেন 3 হাজার 982 জন ৷ কলকাতায় আক্রান্তের সংখ্যা 3 হাজার 973 জন ৷

আরও পড়ুন : রাজ্য়ে আগামী কাল থেকে বন্ধ লোকাল ট্রেন

এদিকে আগামীকাল থেকে সমস্ত লোকাল ট্রেন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসে কোভিড মোকাবিলায় একাধিক পদক্ষেপ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, আগামীকাল থেকে রাজ্যের সমস্ত লোকাল ট্রেন বন্ধ ৷ মেট্রো পরিষেবাও 50 শতাংশ চালু থাকবে বলে জানা গেছে ৷ এদিকে সরকারের সিদ্ধান্তে মান্যতা দিয়ে 6 মে থেকে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করেছে রেল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.