ETV Bharat / state

দেশের মানুষকে জোট বাঁধার বার্তা সূর্যকান্তের - Nrc

CAA ও NRC নিয়ে সাধারণতন্ত্র দিবসের দিন আবারও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ সূর্যকান্ত মিশ্রর ৷

p
ছবি
author img

By

Published : Jan 26, 2020, 11:57 PM IST

কলকাতা, 26 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসের দিন আবারও NRC এবং CAA -এর প্রতিবাদে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রর ৷ রবিবার ঢাকুরিয়ার এক পথসভায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে একযোগে আক্রমণ করে দেশের মানুষকে জোট বাঁধতে বলেন তিনি ৷ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে শায়েস্তা করতে গেলে মানুষের ঐক্যবদ্ধ লড়াই প্রয়োজন বলেও জানান তিনি ।

সংবিধান রক্ষার শপথ অনুষ্ঠানে CPI(M) ও কংগ্রেস সহ 17 টি বাম দল ও সহযোগী দলসমূহের যৌথ কর্মসূচিতে ছিলেন কবি মন্দাক্রান্তা সেনও । এর আগে যে কথা সূর্যকান্ত মিশ্র একাধিকবার বলেছেন, আজও সেই কথার পুনরাবৃত্তি করেন তিনি । নাগরিকত্ব সংশোধনী আইন বা কেন্দ্রীয় বিলের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ৷ তার পাশাপাশি কাউকে কোনও কাগজ না দেখানোর পরামর্শ দিয়েছেন তিনি ।

CAA-র বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান সূর্যকান্তর

ঢাকুরিয়ায় দু'ঘণ্টার বিক্ষোভ অবস্থানে কেন্দ্র এবং রাজ্যের সরকারকে সতর্ক করে তিনি বলেন , "আমদের জাতীয় সংগীতে উল্লেখ আছে যেখানে কোনও ভেদাভেদ থাকবে না, জাতিভেদ থাকবে না ৷ যেখানে সমস্ত সংস্কৃতির মিলনক্ষেত্র হবে ৷ তাই যারা এই সব হিন্দু-মুসলমান তত্ত্ব আবিষ্কার করেছিলেন তারা মূলত RSS সংঘের ৷ "

আগামী নির্বাচনগুলিতে দেশের মানুষ নতুন জনাদেশ দেবেন । কেবলমাত্র গায়ের জোরে এবং সংখ্যাধিক্যের জেরে রাজ্য এবং দেশের সরকার মানুষকে বিভ্রান্ত করছে বলেও সূর্যবাবুর অভিযোগ । বর্তমানে সংবিধান আক্রান্ত, আক্রান্ত মানুষের অধিকার বলেও অভিযোগ করেন CPI(M)-এর রাজ্য সম্পাদক ৷

কলকাতা, 26 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসের দিন আবারও NRC এবং CAA -এর প্রতিবাদে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রর ৷ রবিবার ঢাকুরিয়ার এক পথসভায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে একযোগে আক্রমণ করে দেশের মানুষকে জোট বাঁধতে বলেন তিনি ৷ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে শায়েস্তা করতে গেলে মানুষের ঐক্যবদ্ধ লড়াই প্রয়োজন বলেও জানান তিনি ।

সংবিধান রক্ষার শপথ অনুষ্ঠানে CPI(M) ও কংগ্রেস সহ 17 টি বাম দল ও সহযোগী দলসমূহের যৌথ কর্মসূচিতে ছিলেন কবি মন্দাক্রান্তা সেনও । এর আগে যে কথা সূর্যকান্ত মিশ্র একাধিকবার বলেছেন, আজও সেই কথার পুনরাবৃত্তি করেন তিনি । নাগরিকত্ব সংশোধনী আইন বা কেন্দ্রীয় বিলের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ৷ তার পাশাপাশি কাউকে কোনও কাগজ না দেখানোর পরামর্শ দিয়েছেন তিনি ।

CAA-র বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান সূর্যকান্তর

ঢাকুরিয়ায় দু'ঘণ্টার বিক্ষোভ অবস্থানে কেন্দ্র এবং রাজ্যের সরকারকে সতর্ক করে তিনি বলেন , "আমদের জাতীয় সংগীতে উল্লেখ আছে যেখানে কোনও ভেদাভেদ থাকবে না, জাতিভেদ থাকবে না ৷ যেখানে সমস্ত সংস্কৃতির মিলনক্ষেত্র হবে ৷ তাই যারা এই সব হিন্দু-মুসলমান তত্ত্ব আবিষ্কার করেছিলেন তারা মূলত RSS সংঘের ৷ "

আগামী নির্বাচনগুলিতে দেশের মানুষ নতুন জনাদেশ দেবেন । কেবলমাত্র গায়ের জোরে এবং সংখ্যাধিক্যের জেরে রাজ্য এবং দেশের সরকার মানুষকে বিভ্রান্ত করছে বলেও সূর্যবাবুর অভিযোগ । বর্তমানে সংবিধান আক্রান্ত, আক্রান্ত মানুষের অধিকার বলেও অভিযোগ করেন CPI(M)-এর রাজ্য সম্পাদক ৷

Intro:দেশের মানুষকে জোট বাঁধতে বললেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। রবিবার ঢাকুরিয়ায় সূর্যকান্ত মিশ্র এক পথসভায় বলেন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে শায়েস্তা করতে গেলে মানুষের ঐক্যবদ্ধ লড়াই প্রয়োজন।


Body:সংবিধান রক্ষার শপথ অনুষ্ঠানে সিপিএম ও কংগ্রেস সহ ১৭ টি বাম দল ও সহযোগী দলসমূহের যৌথ কর্মসূচিতে ছিলেন কবি মন্দাক্রান্তা সেন। অতীতে যে কথা সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বহুবার বলেছেন, আজও সে কথার পুনরাবৃত্তি করেন তিনি। নাগরিকত্ব সংশোধনী আইন বা কেন্দ্রীয় বিলের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। কাউকে কোন কাগজ না দেখানোর পরামর্শ দিয়েছেন সূর্যকান্ত মিশ্র।
এ রাজ্যে কোন ভাবেই সিএএ , এনআরসি এবং এন পি আর লাগু করা যাবে না বলে ফের একবার বললেন তিনি। ঢাকুরিয়ায় দু'ঘণ্টার বিক্ষোভ অবস্থানে দেশ এবং রাজ্যের সরকারকে সতর্ক করে সূর্যকান্ত মিশ্র বলেন, আগামী নির্বাচন গুলিতে দেশের মানুষ নতুন জনাদেশ দেবেন। কেবলমাত্র গায়ের জোরে এবং সংখ্যাধিক্যের জেরে রাজ্য এবং দেশের সরকার মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি। সংবিধান আক্রান্ত, আক্রান্ত মানুষের অধিকার। অভিযোগ সূর্যকান্ত মিশ্রের।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.