ETV Bharat / state

কাটমানি নিয়ে আরও কড়া পদক্ষেপ, অভিযোগ এলে মামলার নির্দেশ - নবান্ন

জেলায় জেলায় চলছে বিক্ষোভ। আঁচ পড়েছে কলকাতাতেও । এরই মাঝে প্রশাসনকে আরও কড়া হতে নির্দেশ দিল নবান্ন । রাজ্যের ADG আইন-শৃঙ্খলা জ্ঞানবন্ত সিং জানিয়ে দিলেন সব জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে কাটমানি সংক্রান্ত অভিযোগ এলে নির্দিষ্ট ধারায় মামলা করতে।

নবান্ন
author img

By

Published : Jun 25, 2019, 6:21 AM IST

Updated : Jun 25, 2019, 6:57 AM IST

কলকাতা, 24 জুন : জেলায় জেলায় চলছে বিক্ষোভ। আঁচ পড়েছে কলকাতাতেও । এরই মাঝে প্রশাসনকে আরো কড়া হতে নির্দেশ দিল নবান্ন । রাজ্যের ADG আইন-শৃঙ্খলা জ্ঞানবন্ত সিং জানিয়ে দিলেন সব জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে কাটমানি সংক্রান্ত অভিযোগ এলে নির্দিষ্ট ধারায় মামলা করতে।

গত সপ্তাহে নজরুল মঞ্চে কাউন্সিলরদের সভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, "কাটমানি যারা নিয়েছ, তারা ফেরত দিয়ে দাও । তোমাদের জন্য আমাদের বদনাম হয় ।" এরপরেই শুরু হয় বিক্ষোভ। যার শুরুটা হয়েছিল বীরভূমের ইলামবাজার থেকে । তারপর তা ছড়িয়ে পড়ে জেলায় জেলায় । অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে তৃণমূলের শীর্ষ নেতাদের অনেককে বিবৃতি দিতে হয়, "আমাদের বেশিরভাগ নেতাকর্মী সৎ। এক শতাংশ কর্মী অসৎ। সামান্য যারা দুর্নীতি করছেন, হয় তাঁরা অন্য দল থেকে এসেছেন, নয় তাঁদের পিছনে BJP-র মদত আছে।"

কিন্তু জেলায় জেলায় বিক্ষোভের জেরে আইন-শৃঙ্খলার যে সমস্যা হচ্ছে তা বুঝতে পারছে নবান্ন । এমন কী দেখা যাচ্ছে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতাও । এই প্রবণতা ঠেকাতে চাইছে প্রশাসন। সেই সূত্রেই জ্ঞানবন্ত বলেন, "কোনও অভিযোগ থাকলে স্থানীয় থানায় জানান। থানা নিশ্চিতভাবেই পদক্ষেপ নেবে। বিক্ষোভ করলে আইন-শৃঙ্খলার সমস্যা হচ্ছে ।"

নবান্ন সূত্রে খবর, কোনও সরকারি কর্মচারী কিংবা জনপ্রতিনিধির বিরুদ্ধে কাটমানি সংক্রান্ত অভিযোগ এলে ৪০৯ ধারায় মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে । আইন বলছে এই মামলায় দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে।

কলকাতা, 24 জুন : জেলায় জেলায় চলছে বিক্ষোভ। আঁচ পড়েছে কলকাতাতেও । এরই মাঝে প্রশাসনকে আরো কড়া হতে নির্দেশ দিল নবান্ন । রাজ্যের ADG আইন-শৃঙ্খলা জ্ঞানবন্ত সিং জানিয়ে দিলেন সব জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে কাটমানি সংক্রান্ত অভিযোগ এলে নির্দিষ্ট ধারায় মামলা করতে।

গত সপ্তাহে নজরুল মঞ্চে কাউন্সিলরদের সভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, "কাটমানি যারা নিয়েছ, তারা ফেরত দিয়ে দাও । তোমাদের জন্য আমাদের বদনাম হয় ।" এরপরেই শুরু হয় বিক্ষোভ। যার শুরুটা হয়েছিল বীরভূমের ইলামবাজার থেকে । তারপর তা ছড়িয়ে পড়ে জেলায় জেলায় । অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে তৃণমূলের শীর্ষ নেতাদের অনেককে বিবৃতি দিতে হয়, "আমাদের বেশিরভাগ নেতাকর্মী সৎ। এক শতাংশ কর্মী অসৎ। সামান্য যারা দুর্নীতি করছেন, হয় তাঁরা অন্য দল থেকে এসেছেন, নয় তাঁদের পিছনে BJP-র মদত আছে।"

কিন্তু জেলায় জেলায় বিক্ষোভের জেরে আইন-শৃঙ্খলার যে সমস্যা হচ্ছে তা বুঝতে পারছে নবান্ন । এমন কী দেখা যাচ্ছে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতাও । এই প্রবণতা ঠেকাতে চাইছে প্রশাসন। সেই সূত্রেই জ্ঞানবন্ত বলেন, "কোনও অভিযোগ থাকলে স্থানীয় থানায় জানান। থানা নিশ্চিতভাবেই পদক্ষেপ নেবে। বিক্ষোভ করলে আইন-শৃঙ্খলার সমস্যা হচ্ছে ।"

নবান্ন সূত্রে খবর, কোনও সরকারি কর্মচারী কিংবা জনপ্রতিনিধির বিরুদ্ধে কাটমানি সংক্রান্ত অভিযোগ এলে ৪০৯ ধারায় মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে । আইন বলছে এই মামলায় দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে।

Intro:কলকাতা, 24 জুন: জেলায় জেলায় চলছে বিক্ষোভ। আঁচ সরিয়েছে শহর কলকাতাতেও। এরই মাঝে প্রশাসনকে আরো কড়া হতে নির্দেশ দিল নবান্ন। রাজ্যের ADG আইন-শৃঙ্খলা জ্ঞানবন্ত সিং জানিয়ে দিলেন, সব জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে কাটমানি সংক্রান্ত অভিযোগ এলে নির্দিষ্ট ধারায় মামলা করতে।Body:গত সপ্তাহে নজরুল মঞ্চে কাউন্সিলরদের সভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন,“ কাটমানি যারা নিয়েছ, তারা ফেরত দিয়ে দাও। তোমাদের জন্য আমাদের বদনাম হয়।" এর পরেই দানা বাধতে শুরু করে বিক্ষোভ। যার শুরুটা হয়েছিল বীরভূমের ইলামবাজার থেকে। তারপর তা ছড়িয়ে পড়ে জেলায় জেলায়। অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যে তৃণমূলের শীর্ষ নেতাদের অনেককে বিবৃতি দিতে হয়, “আমাদের বেশিরভাগ নেতাকর্মী সৎ। এক শতাংশ কর্মী অসৎ। সামান্য যাঁরা দুর্নীতি করছেন, হয় তাঁরা অন্য দল থেকে এসেছেন, নয় তাঁদের পিছনে বিজেপি-র মদত আছে।”

কিন্তু জেলায় জেলায় বিক্ষোভের জেরে আইন-শৃংখলার যে সমস্যা হচ্ছে তা বুঝতে পারছে নবান্ন। এমন কি দেখা যাচ্ছে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতাও। এই প্রবণতা ঠেকাতে চাইছে প্রশাসন। সেই সূত্রেই আজ জ্ঞানবন্ত বলেন, “ কোন অভিযোগ থাকলে স্থানীয় থানায় জানান। থানা নিশ্চিতভাবেই পদক্ষেপ করবে। বিক্ষোভ করলে আইন-শৃংখলার সমস্যা হচ্ছে।" Conclusion:নবান্ন সূত্রে খবর, কোন সরকারি কর্মচারী কিংবা জনপ্রতিনিধির বিরুদ্ধে কাটমানি সংক্রান্ত অভিযোগ এলে ৪০৯ ধারায় মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। আইন বলছে এই ধারায় মামলায় দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে।

Last Updated : Jun 25, 2019, 6:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.