ETV Bharat / state

চ্যালেঞ্জ দিয়ে লাভ নেই, সরকারকে এবার কঠোর হতেই হবে : পার্থ - Education Minister Partha Chatterjee

পার্শ্বশিক্ষকদের আন্দোলন আজ 23 দিনে পড়ল । অথচ এখনও অনড় মনোভাব পোষণ করে রয়েছে সরকার । রাজ্যের শিক্ষা দপ্তর যে কোনও ভাবেই আন্দোলনের কাছে মাথা নোয়াবে না তা আজ শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট । পার্শ্বশিক্ষকদের আন্দোলনের পেছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেও ইঙ্গিত দেন পার্থ চট্টোপাধ্যায় ।

it's time to tough with the Para teachers Partha Chatterjee
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Dec 5, 2019, 7:29 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর: পার্শ্বশিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে এবারে কঠোর হতে চলেছে রাজ্য সরকার । আজ নাকতলার বাড়িতে বসে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, "আলোচনার পথ খোলা রেখেছি । এটা কী ধরনের ব্যাপার, প্রত্যেক বার আসুন । প্রত্যেক বার ওঠান । এটা ঠিক নয় । আমি আবেদন করতে পারি । আবেদনও করেছি । সরকারকে এবার কঠোর হতেই হবে । এসব চ্যালেঞ্জ দিয়ে লাভ নেই ।"

পার্শ্বশিক্ষকদের আন্দোলন আজ 23 দিনে পড়ল । চলছে অনশন কর্মসূচিও । অনশন করতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে । তবু এখনও অনড় মনোভাব পোষণ করে রয়েছে সরকার । রাজ্যের শিক্ষা দপ্তর যে কোন ভাবেই আন্দোলনের কাছে মাথা নোয়াবে না, তা আজ শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট । রীতিমতো ক্ষোভ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বললেন, "আমি কি হেড দারোয়ান আছি । ওদের গিয়ে কী বলব ৷ আলোচনার পথ খোলা রেখেছি । এটা কী ধরনের ব্যাপার, প্রত্যেক বার আসুন । প্রত্যেক বার ওঠান । এটা ঠিক নয় । আমি আবেদন করতে পারি । আবেদনও করেছি । সরকারকে এবার কঠোর হতেই হবে । এসব চ্যালেঞ্জ দিয়ে লাভ নেই ।"
পার্শ্বশিক্ষকদের আন্দোলনের পেছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে আজ ইঙ্গিত দেন পার্থ চট্টোপাধ্যায় ।

ভিডিয়োয় দেখুন শিক্ষামন্ত্রীর বক্তব্য

এ প্রসঙ্গে তিনি বলেন, "অদ্ভুত ব্যাপার । শিক্ষক সংগঠনের মধ্যে শ্রমিক সংগঠন ঢুকে গেছে । যে যেমন পারছে তাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে মঞ্চে অবতীর্ণ হচ্ছে । সকলের (পার্শ্বশিক্ষকদের) কাছে শুভবুদ্ধি কামনা করে বলছি তথ্য নিয়ে আমাদের সঙ্গে দেখা করে বোঝান, আপনারা যা বলছেন তা সঠিক । আপনারা যে সকলে প্রজেক্টের মধ্যে এসেছিলেন সেটা জণগনকে বলুন ।"

কলকাতা, 5 ডিসেম্বর: পার্শ্বশিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে এবারে কঠোর হতে চলেছে রাজ্য সরকার । আজ নাকতলার বাড়িতে বসে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, "আলোচনার পথ খোলা রেখেছি । এটা কী ধরনের ব্যাপার, প্রত্যেক বার আসুন । প্রত্যেক বার ওঠান । এটা ঠিক নয় । আমি আবেদন করতে পারি । আবেদনও করেছি । সরকারকে এবার কঠোর হতেই হবে । এসব চ্যালেঞ্জ দিয়ে লাভ নেই ।"

পার্শ্বশিক্ষকদের আন্দোলন আজ 23 দিনে পড়ল । চলছে অনশন কর্মসূচিও । অনশন করতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে । তবু এখনও অনড় মনোভাব পোষণ করে রয়েছে সরকার । রাজ্যের শিক্ষা দপ্তর যে কোন ভাবেই আন্দোলনের কাছে মাথা নোয়াবে না, তা আজ শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট । রীতিমতো ক্ষোভ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বললেন, "আমি কি হেড দারোয়ান আছি । ওদের গিয়ে কী বলব ৷ আলোচনার পথ খোলা রেখেছি । এটা কী ধরনের ব্যাপার, প্রত্যেক বার আসুন । প্রত্যেক বার ওঠান । এটা ঠিক নয় । আমি আবেদন করতে পারি । আবেদনও করেছি । সরকারকে এবার কঠোর হতেই হবে । এসব চ্যালেঞ্জ দিয়ে লাভ নেই ।"
পার্শ্বশিক্ষকদের আন্দোলনের পেছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে আজ ইঙ্গিত দেন পার্থ চট্টোপাধ্যায় ।

ভিডিয়োয় দেখুন শিক্ষামন্ত্রীর বক্তব্য

এ প্রসঙ্গে তিনি বলেন, "অদ্ভুত ব্যাপার । শিক্ষক সংগঠনের মধ্যে শ্রমিক সংগঠন ঢুকে গেছে । যে যেমন পারছে তাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে মঞ্চে অবতীর্ণ হচ্ছে । সকলের (পার্শ্বশিক্ষকদের) কাছে শুভবুদ্ধি কামনা করে বলছি তথ্য নিয়ে আমাদের সঙ্গে দেখা করে বোঝান, আপনারা যা বলছেন তা সঠিক । আপনারা যে সকলে প্রজেক্টের মধ্যে এসেছিলেন সেটা জণগনকে বলুন ।"

Intro:কলকাতা, ৫ ডিসেম্বর : পার্শ্ব শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে এবারে কঠোর হতে চলেছে রাজ্য সরকার। আজ নাকতলার বাড়িতে বসে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, "আলোচনার পথ খোলা রেখেছি। এটা কী ধরণের প্রত্যেক বার আসুন । প্রত্যেক বার ওঠান। এটা ঠিক নয়। আমি আবেদন করতে পারি। আবেদনও করেছি। সরকারকে এবার কঠোর হতেই হবে । এসব চ্যালেঞ্জ দিয়ে লাভ নেই।"



Body:পার্শ্ব শিক্ষকদের আন্দোলন আজ ২৩ দিনে পড়ল। চলছে অনশন কর্মসূচি। আন্দোলন করতে গিয়ে ইতিমধ্যেই অসুস্থ হয়ে মারা গিয়েছেন বেশ কয়েকজন শিক্ষক । তবুও এখনও অনড় মনোভাব পোষণ করে রয়েছে সরকার। রাজ্যের শিক্ষা দপ্তর যে কোনওভাবেই আন্দোলনের কাছে মাথা নোয়াবে না তা আজ শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট। রীতিমতো ক্ষোভ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বললেন, "আমি কি হেড দারোয়ান আছি । ওদেরকে গিয়ে কী বলব ! আলোচনার পথ খোলা রেখেছি। এটা কী ধরণের প্রত্যেক বার আসুন । প্রত্যেক বার ওঠান। এটা ঠিক নয়। আমি আবেদন করতে পারি। আবেদনও করেছি। সরকারকে এবার কঠোর হতেই হবে । এসব চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিয়ে লাভ নেই ।"
পার্শ্ব শিক্ষকদের আন্দোলনের পেছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে আজ ইঙ্গিত দেন পার্থ চট্টোপাধ্যায়। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য,
"অদ্ভুত ব্যাপার । শিক্ষক সংগঠনের মধ্যে শ্রমিক সংগঠন ঢুকে গেছে। যে যেমন পারছে তাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে মঞ্চে অবতীর্ণ হচ্ছে। সকলের কাছে শুভবুদ্ধি কামনা করে বলছি তথ্য নিয়ে এসে আমাদের সঙ্গে দেখা করে বোঝান, আপনারা যা বলছেন তা সঠিক । আপনারা যে সকলে প্রযেক্টের মধ্যে এসেছিলেন সেটা জণগনকে বলুন।"



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.