ETV Bharat / state

"আমি একা কেন, অনেকেই প্রভাবশালী", নারদ তদন্ত প্রসঙ্গে বললেন মুকুল

নারদ কাণ্ডে মুকুল রায় প্রভাবশালী অভিযোগ করে তাঁকে গ্রেপ্তারের দাবি তুলেছেন কুণাল ঘোষ । সেই প্রসঙ্গে মুকুল রায় বলেন, "তদন্তে আমি একা কেন, অনেকেই প্রভাবশালী । শুভেন্দু অধিকারী , ফিরহাদ হাকিম , শোভন চট্টোপাধ্যায়, সুব্রত চট্টোপাধ্যায় প্রত্যেকে প্রভাবশালী । তাই তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার ।

Mukul ray
author img

By

Published : Oct 1, 2019, 9:59 AM IST

কলকাতা, 1 অক্টোবর: "তৃণমূল কংগ্রেসের গুন্ডারা, সমাজ বিরোধীরা এখন মমতার আমলে সিকিউরিটি নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে । মমতা তাদের নিরাপত্তা দিচ্ছে ।" সোমবার এই অভিযোগ করলেন BJP নেতা মুকুল রায় । তিনি বলেন, "রাজ্যের মানুষ যদি এই সিকিউরিটির বিষয়টি জানতে চায় যে কী কারণে এটি দেওয়া হয়েছে, সেটার সঠিক উত্তর মুখ্যমন্ত্রীর কাছ থেকে পাওয়া যাবে না ।"

গারুলিয়া পৌরসভা BJP-র হাতছাড়া হয়েছে । এই প্রসঙ্গে মুকুল রায় বলেন, "আর ক'মাস বাদে অন্যান্য পুরসভার ভোট । তখনই প্রমাণ হয়ে যাবে । ভোট তো দু'মাস, তিন মাস, চার মাসের মধ্যেই হবে । তখনই প্রমাণ হয়ে যাবে গারুলিয়া পৌরসভা কার ।"

তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ কুণাল ঘোষ নারদ কাণ্ডের তদন্ত প্রসঙ্গে সোমবার বলেছেন, "অবিলম্বে মুকুল রায়কে গ্রেপ্তার করা দরকার । কারণ তিনি প্রভাবশালী ।" এই প্রসঙ্গে মুকুল রায় বলেন, "তদন্তে আমি একা কেন, অনেকেই প্রভাবশালী । শুভেন্দু অধিকারী , ফিরহাদ হাকিম , শোভন চট্টোপাধ্যায়, সুব্রত চট্টোপাধ্যায় প্রত্যেকে প্রভাবশালী । তাই তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার ।"

কলকাতা, 1 অক্টোবর: "তৃণমূল কংগ্রেসের গুন্ডারা, সমাজ বিরোধীরা এখন মমতার আমলে সিকিউরিটি নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে । মমতা তাদের নিরাপত্তা দিচ্ছে ।" সোমবার এই অভিযোগ করলেন BJP নেতা মুকুল রায় । তিনি বলেন, "রাজ্যের মানুষ যদি এই সিকিউরিটির বিষয়টি জানতে চায় যে কী কারণে এটি দেওয়া হয়েছে, সেটার সঠিক উত্তর মুখ্যমন্ত্রীর কাছ থেকে পাওয়া যাবে না ।"

গারুলিয়া পৌরসভা BJP-র হাতছাড়া হয়েছে । এই প্রসঙ্গে মুকুল রায় বলেন, "আর ক'মাস বাদে অন্যান্য পুরসভার ভোট । তখনই প্রমাণ হয়ে যাবে । ভোট তো দু'মাস, তিন মাস, চার মাসের মধ্যেই হবে । তখনই প্রমাণ হয়ে যাবে গারুলিয়া পৌরসভা কার ।"

তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ কুণাল ঘোষ নারদ কাণ্ডের তদন্ত প্রসঙ্গে সোমবার বলেছেন, "অবিলম্বে মুকুল রায়কে গ্রেপ্তার করা দরকার । কারণ তিনি প্রভাবশালী ।" এই প্রসঙ্গে মুকুল রায় বলেন, "তদন্তে আমি একা কেন, অনেকেই প্রভাবশালী । শুভেন্দু অধিকারী , ফিরহাদ হাকিম , শোভন চট্টোপাধ্যায়, সুব্রত চট্টোপাধ্যায় প্রত্যেকে প্রভাবশালী । তাই তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার ।"

Intro:01-10-19

সুজয় ঘোষ, কলকাতা



কলকাতা: "তৃণমূলের গুন্ডারা, সমাজ বিরোধীরা এখন মমতার আমলে সিকিউরিটি নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। মমতা তাদের নিরাপত্তা দিচ্ছে" এই অভিযোগ করলেন বিজেপি নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায়।

রাজ্যের মানুষ যদি এই সিকিউরিটি বিষয়টি জানতে চায় যে কি কারণে এটি দেয়া হয়েছে সেটার সঠিক উত্তর মুখ্যমন্ত্রীর থেকে পাওয়া যাবে না।

গারুলিয়া পৌরসভা বিজেপির হাতছাড়া। এই প্রসঙ্গে মুকুল রায় বলেন, আর কমাস বাদে অন্য পুরসভা ভোট। তখনই প্রমাণ হয়ে যাবে। ভোট তো দুমাস তিন মাস চার মাসের মধ্যেই হবে তখনই প্রমাণ হয়ে যাবে। গারুলিয়া পৌরসভা কার। সদ্য লোকসভা নির্বাচনে এগারোশো ভোটে হেরে গেছে বিজেপি।

আজ দিলীপ ঘোষ বলেছেন নারোদা তদন্তে মুকুল রায় নির্দোষ সেটা তাকে প্রমাণ করতে হবে? নিশ্চয়ই এই বিষয়টা কোর্টে বিচারাধীন তাই কোড জানা যাবে সেটা আমি মাথা পেতে নেব। এটা প্রমান করা যায় আমারি।


তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুনাল ঘোষ অভিযোগ করেছেন অবিলম্বে মুকুল রায় গ্রেপ্তার করা দরকার। কারণ তিনি প্রভাবশালী। মুকুল রায় বলেন তদন্তে আমি কেন সবাই প্রভাবশালী শুভেন্দু অধিকারী , ফিরহাদ হাকিম ,শোভন চট্টোপাধ্যায়, সবাই প্রভাবশালী, সুব্রত চট্টোপাধ্যায় প্রত্যেক এই প্রভাবশালী তাই তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার।

Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.