ETV Bharat / state

এখনই মন্দির-মসজিদ খোলার মতো পরিস্থিতি নেই, জানাল কলকাতার ধর্মীয় প্রতিষ্ঠানগুলি - এখনই মন্দির-মসজিদ খোলার মতো পরিস্থিতি নেই, জানিয়ে দিল শহরের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি

সুরক্ষা নির্দেশিকা মেনে ভক্তদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ার আগে সময়ের প্রয়োজন রয়েছে বলে মনে করছে শহরের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি ৷

মন্দির-মসজিদ
মন্দির-মসজিদ
author img

By

Published : Jun 1, 2020, 12:34 PM IST

কলকাতা, 1 জুন: নিয়ম মেনে আজ থেকে রাজ্যের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়ার কথা বলেছে রাজ্য সরকার ৷ কিন্তু সরকার অনুমতি দিলেও এখনই মন্দির-মসজিদ খোলার মতো পরিস্থিতি নেই বলেই মনে করছে রাজ্যের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষরা ৷ সুরক্ষা নির্দেশিকা মেনে ভক্তদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ার আগে সময়ের প্রয়োজন রয়েছে বলে মনে করছে শহরের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি ৷

1 জুন থেকে মন্দির-মসজিদ-গির্জা সহ রাজ্যের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলি খোলা যাবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যদিও একসঙ্গে 10 জনের বেশি মানুষকে ঢোকার অনুমতি দেওয়া হবে না ৷ পাশাপাশি বড় কোনও অনুষ্ঠানও করা যাবে না ৷ কিন্তু মন্দির-মসজিদগুলিতে স্যানিটাইজ়েশনের ব্যবস্থা করা ও সরকারের দেওয়া সমস্ত নির্দেশিকা মেনে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি খোলার আগে সময়ের প্রয়োজন ৷ এমনটাই মনে করছে দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ ৷ মন্দিরের অছি এবং সচিব কুশল চৌধুরি বলেন, "এই নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করার প্রয়োজন রয়েছে ৷ কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে সুরক্ষা ব্যবস্থা ৷ তাই মন্দির খোলার আগে সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলি নিশ্চিত করা প্রয়োজন ৷"

এই নিয়ে বেলুড় মঠের মুখপাত্র বলেন, "15-20 দিনের আগে মন্দির খোলা সম্ভব নয় ৷ সমস্ত সুরক্ষা ও সতর্কতা নিয়েই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ৷" একই সুর তারাপীঠ মন্দির কমিটির সদস্য তারানাথ মুখোপাধ্যায়ের গলাতেও ৷ 14 জুন পর্যন্ত পরিস্থিতি দেখে তারপর মন্দির খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ৷ তাঁর কথায়, "সবার প্রথমে মন্দিরের সুড়ঙ্গ জীবাণুমুক্ত করতে হবে ৷ থার্মাল স্ক্যানার সহ অন্যান্য সুরক্ষা বিষয়ক ব্যবস্থার প্রয়োজন ৷ তারপরই মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হবে ৷"

পরিস্থিতি বিচার করে পদক্ষেপ নিতে চাইছেন বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহম্মগ ইয়াহিয়া ৷ এই নিয়ে বাংলার 26 হাজার মসজিদ কমিটিকে কিছুদিন অপেক্ষা করার কথা বলেছেন তিনি ৷ আর্চডায়োসিস অব কলকাতার ফাদার ডমিনিক গোমস বলেছেন, "আমরা এই সিদ্ধান্তকে সমর্থন জানাচ্ছি ৷ কিন্তু এর সঙ্গে সুরক্ষা বিষয়ক নির্দেশিকা মেনে চলতে হবে ৷ আশা করছি একসঙ্গে 10 জন মানুষকে চার্চে ঢোকার অনুমতি দেওয়ার আগে সুরক্ষামূলক ব্যবস্থা করা সম্ভব হবে ৷"

কলকাতা, 1 জুন: নিয়ম মেনে আজ থেকে রাজ্যের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়ার কথা বলেছে রাজ্য সরকার ৷ কিন্তু সরকার অনুমতি দিলেও এখনই মন্দির-মসজিদ খোলার মতো পরিস্থিতি নেই বলেই মনে করছে রাজ্যের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষরা ৷ সুরক্ষা নির্দেশিকা মেনে ভক্তদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ার আগে সময়ের প্রয়োজন রয়েছে বলে মনে করছে শহরের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি ৷

1 জুন থেকে মন্দির-মসজিদ-গির্জা সহ রাজ্যের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলি খোলা যাবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যদিও একসঙ্গে 10 জনের বেশি মানুষকে ঢোকার অনুমতি দেওয়া হবে না ৷ পাশাপাশি বড় কোনও অনুষ্ঠানও করা যাবে না ৷ কিন্তু মন্দির-মসজিদগুলিতে স্যানিটাইজ়েশনের ব্যবস্থা করা ও সরকারের দেওয়া সমস্ত নির্দেশিকা মেনে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি খোলার আগে সময়ের প্রয়োজন ৷ এমনটাই মনে করছে দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ ৷ মন্দিরের অছি এবং সচিব কুশল চৌধুরি বলেন, "এই নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করার প্রয়োজন রয়েছে ৷ কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে সুরক্ষা ব্যবস্থা ৷ তাই মন্দির খোলার আগে সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলি নিশ্চিত করা প্রয়োজন ৷"

এই নিয়ে বেলুড় মঠের মুখপাত্র বলেন, "15-20 দিনের আগে মন্দির খোলা সম্ভব নয় ৷ সমস্ত সুরক্ষা ও সতর্কতা নিয়েই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ৷" একই সুর তারাপীঠ মন্দির কমিটির সদস্য তারানাথ মুখোপাধ্যায়ের গলাতেও ৷ 14 জুন পর্যন্ত পরিস্থিতি দেখে তারপর মন্দির খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ৷ তাঁর কথায়, "সবার প্রথমে মন্দিরের সুড়ঙ্গ জীবাণুমুক্ত করতে হবে ৷ থার্মাল স্ক্যানার সহ অন্যান্য সুরক্ষা বিষয়ক ব্যবস্থার প্রয়োজন ৷ তারপরই মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হবে ৷"

পরিস্থিতি বিচার করে পদক্ষেপ নিতে চাইছেন বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহম্মগ ইয়াহিয়া ৷ এই নিয়ে বাংলার 26 হাজার মসজিদ কমিটিকে কিছুদিন অপেক্ষা করার কথা বলেছেন তিনি ৷ আর্চডায়োসিস অব কলকাতার ফাদার ডমিনিক গোমস বলেছেন, "আমরা এই সিদ্ধান্তকে সমর্থন জানাচ্ছি ৷ কিন্তু এর সঙ্গে সুরক্ষা বিষয়ক নির্দেশিকা মেনে চলতে হবে ৷ আশা করছি একসঙ্গে 10 জন মানুষকে চার্চে ঢোকার অনুমতি দেওয়ার আগে সুরক্ষামূলক ব্যবস্থা করা সম্ভব হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.