ETV Bharat / state

North Central Railway Recruitment:মাধ্যমিক পাশে রেলে নিয়োগ - Apprentice

মাধ্যমিক পাশে বিভিন্ন ট্রেডে 1664 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে উত্তর-মধ্য রেল ৷ বয়স হতে হবে 18-24 বছরের মধ্যে ৷

North Central Railway Recruitment
মাধ্যমিক পাশে রেলে নিয়োগ
author img

By

Published : Nov 11, 2021, 11:50 AM IST

বিভিন্ন ট্রেডে 1664 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে উত্তর-মধ্য রেল ৷ যে সব ট্রেডে প্রার্থীদের নিয়োগ করা হবে সেগুলি হল কারপেন্টার, মেশিনিস্ট, ওয়েল্ডার, ফিটার, পেন্টার, মেকানিক, প্রোগ্রামিং ও সিস্টেম অ্যাসিস্ট্যান্ট, রেফ্রিজারেটর ও এসি মেকানিক, ওয়ারম্যান,পাইপ ফিটার, স্টেনোগ্রাফার, ড্রাফটসম্যান ও প্লাম্বার প্রভৃতি ৷ প্রার্থীদের প্রশিক্ষণ দিয়ে নিয়োগ করা হবে ৷

প্রয়াগরাজ, ঝাঁসি ও আগ্রা ডিভিশনের 1664 জনের মধ্যে প্রয়াগরাজ ডিভিশনে নিয়োগ হবে 703 জন, ঝাঁসি ডিভিশনে মোট 665 এবং আগ্রা ডিভিশনে 296 জনকে নিয়োগ করা হবে ৷ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে ৷ বয়স হতে হবে 18-24 বছরের মধ্যে ৷ প্রশিক্ষণ চলাকালীন বৃত্তি 4-8,000 টাকা ৷ নিয়োগের পরে বেতন হবে 18-56,900 টাকা ৷

আরও পড়ুন: মাধ্যমিক পাশেই নৌবাহিনীতে সুযোগ

প্রার্থীরা আবেদন করতে পারবেন 1 ডিসেম্বর 2021 পর্যন্ত ৷ আবেদনের ফি 100 টাকা ৷ শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে ৷ এসসি-এসটি এবং ওবিসি প্রার্থীদের আবেদন ফি জমা দিতে হবে না ৷ নিয়োগের বিষয়ে বিস্তারিত জানতে এবং আবেদন করতে দেখুন https://www.rrc-wr.com এই ওয়েবসাইটে ৷

বিভিন্ন ট্রেডে 1664 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে উত্তর-মধ্য রেল ৷ যে সব ট্রেডে প্রার্থীদের নিয়োগ করা হবে সেগুলি হল কারপেন্টার, মেশিনিস্ট, ওয়েল্ডার, ফিটার, পেন্টার, মেকানিক, প্রোগ্রামিং ও সিস্টেম অ্যাসিস্ট্যান্ট, রেফ্রিজারেটর ও এসি মেকানিক, ওয়ারম্যান,পাইপ ফিটার, স্টেনোগ্রাফার, ড্রাফটসম্যান ও প্লাম্বার প্রভৃতি ৷ প্রার্থীদের প্রশিক্ষণ দিয়ে নিয়োগ করা হবে ৷

প্রয়াগরাজ, ঝাঁসি ও আগ্রা ডিভিশনের 1664 জনের মধ্যে প্রয়াগরাজ ডিভিশনে নিয়োগ হবে 703 জন, ঝাঁসি ডিভিশনে মোট 665 এবং আগ্রা ডিভিশনে 296 জনকে নিয়োগ করা হবে ৷ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে ৷ বয়স হতে হবে 18-24 বছরের মধ্যে ৷ প্রশিক্ষণ চলাকালীন বৃত্তি 4-8,000 টাকা ৷ নিয়োগের পরে বেতন হবে 18-56,900 টাকা ৷

আরও পড়ুন: মাধ্যমিক পাশেই নৌবাহিনীতে সুযোগ

প্রার্থীরা আবেদন করতে পারবেন 1 ডিসেম্বর 2021 পর্যন্ত ৷ আবেদনের ফি 100 টাকা ৷ শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে ৷ এসসি-এসটি এবং ওবিসি প্রার্থীদের আবেদন ফি জমা দিতে হবে না ৷ নিয়োগের বিষয়ে বিস্তারিত জানতে এবং আবেদন করতে দেখুন https://www.rrc-wr.com এই ওয়েবসাইটে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.