কলকাতা, 20 সেপ্টেম্বর : খারাপ আবহাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর স্থগিত । 21 থেকে 23 সেপ্টেম্বর ছিল তিন দিনের সফর সূচি । নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 29 ও 30 সেপ্টেম্বর হবে প্রশাসনিক বৈঠক।
কোরোনা আবহে দীর্ঘদিন ধরে জেলা সফর করতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উত্তরবঙ্গ সফর দিয়েই জেলা সফর শুরু করতে চেয়েছিলেন তিনি । সেইমতো নির্দিষ্ট হয়েছিল কর্মসূচি । উত্তরবঙ্গের 5 জেলার সঙ্গে বৈঠক এবং কামতাপুরী ভাষার ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ সহ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর । নবান্ন সূত্রে খবর, এই কর্মসূচি 29 ও 30 সেপ্টেম্বর সম্পন্ন করবেন তিনি । উত্তরবঙ্গে অতিবৃষ্টি ও দুর্যোগ নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকরা । সর্বস্তরের প্রশাসনিক আধিকারিকদের ইতিমধ্যেই নিজের নিজের এলাকার পরিস্থিতির ওপর নজর রাখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । কোনও চরম সমস্যা হলে উদ্ধারকার্য ও ত্রাণে যাতে বিলম্ব না হয় তার জন্য নিজেও পৃথক কর্মসূচি রাখতে চাইছেন না মুখ্যমন্ত্রী । বর্তমানে দুর্যোগপূর্ণ অবস্থার দিকেই গুরুত্ব দেওয়ার জন্য উত্তরবঙ্গ সফর পিছিয়ে দিয়েছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।
তবে এই প্রথম নয় । এর আগেও রাজ্যে দুর্যোগ পরিস্থিতিতে সফর বাতিল করেছেন তিনি । প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে সেই পরিস্থিতির দিকেই সার্বিকভাবে মনোনিবেশ করেছেন মুখ্যমন্ত্রী । এবারেও তার অন্যথা হল না । দুর্যোগপূর্ণ পরিস্থিতি কাটিয়ে 28 সেপ্টেম্বর উত্তরবঙ্গে পৌঁছাবেন মমতা বন্দ্যোপাধ্যায় । 29 ও 30 সেপ্টেম্বর প্রশাসনিক বৈঠকসহ অন্যান্য কর্মসূচি শেষ করে 1 অক্টোবর কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী ।