কলকাতা , 17 অক্টোবর : তৃণমূলে যোগ দিলেন বসিরহাট উত্তর কেন্দ্রের CPI(M) বিধায়ক রফিকুল ইসলাম । গতকাল তৃণমূল ভবনে রাজ্যের যুব কল্যাণ মন্ত্রী তথা তৃণমূল নেতা অরূপ বিশ্বাস তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন । রফিকুল ইসলামের মতো অভিজ্ঞ ও দাপুটে CPI(M) নেতা যোগ দেওয়ায় উত্তর 24 পরগনা জেলা তৃণমূল আরও শক্তিশালী হল বলে মনে করছে শাসক শিবির ।
গতবছর লোকসভা নির্বাচনে উত্তর 24 পরগনা জেলায় তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট চাপে ফেলে দিয়েছিল BJP । বনগাঁ ও ব্যারাকপুর আসন দখল নেয় গেরুয়া শিবির । বসিরহাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেস অবশ্য জয় পেয়েছে । তবে এই জয় খুব একটা সহজ ছিল না । এই লোকসভা কেন্দ্রের অনেক বিধানসভায় ভোটের নিরিখে এগিয়ে যায় BJP । ফলে উত্তর 24 পরগনার বসিরহাটকে নিয়ে যথেষ্ট চাপে ছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । তাই এবার আর কোনও ঝুঁকি নিতে চাইছে না তৃণমূল নেতৃত্ব । 2021-এর বিধানসভা নির্বাচনের আগে জেলায় ঘর গোছাতে প্রস্তুতি নিচ্ছে শাসকদল । উত্তর বসিরহাটের CPI(M) বিধায়ক রফিকুল ইসলামকে দলে টেনে সেই কাজ শুরু করে দিল তৃণমূল কংগ্রেস । রফিকুল ইসলামের সঙ্গে RSP-র কয়েকজন নেতাও তৃণমূলে যোগ দেন ।
CPI(M) ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে রফিকুল ইসলাম বলেন, "এখন সবথেকে বড় কাজ BJP-কে রোখা । এই কাজকে সঠিকভাবে করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেই কারণে তাঁর হাত শক্ত করতেই CPI(M) ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছি ।" তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ভবিষ্যতে আরও অনেকে দলে যোগ দেবে ।