ETV Bharat / state

পরোয়ানা ছাড়াই রাজীবকে গ্রেপ্তার করতে পারে CBI, বলল আদালত - পরোয়ানা ছাড়াই চাইলে রাজীবকে গ্রেপ্তার করতে পারে CBI

রাজীব কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল না ৷

রাজীব
author img

By

Published : Sep 19, 2019, 9:20 PM IST

Updated : Sep 20, 2019, 8:34 AM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর : CBI-এর আর্জি মতো রাজীব কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করল না আলিপুর আদালত । তবে প্রয়োজনে তাঁকে গ্রেপ্তারের পূর্ণ অধিকার CBI-এর রয়েছে বলে জানান বিচারক ৷

আজ সারাদিন ধরেই রাজীবের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারির চেষ্টা চালাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেই শুনানির সময় রাজীবকে গ্রেপ্তার করতে আদালতে দাউদের প্রসঙ্গ টানতেও ছাড়েননি CBI-এর আইনজীবী ৷ তাঁকে 'পলাতক' বলেও উল্লেখ করা হয় ৷ রাজীবের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগও আনেন CBI-এর আইনজীবী ৷ দু'পক্ষের সওয়াল-জবাবের পর রায়দান স্থগিত রাখেন বিচারক ৷ ইতিমধ্যে রাজীবের বাসভবনে ফের হাজিরার নোটিশ দেয় CBI । একইসঙ্গে রাজীরের খোঁজ চালাতে থাকে তারা ৷ বাইপাসের ধারে একটি হোটেলে তাঁর খোঁজে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা ৷ আলিপুর বডিগার্ড লাইনের IPS কোয়ার্টারেও যায় একটি দল ৷

এরপর রাত 9টা নাগাদ শুরু হয় রায়দান প্রক্রিয়া ৷ সেখানে অতীতের একাধিক মামলার উল্লেখ করেন বিচারক ৷ কিছুক্ষণ পরই CBI-এর আর্জি খারিজ করে দেন তিনি ৷ তবে রাজীবকে কোনও রক্ষাকরচ দেয়নি আদালত ৷ তাঁকে গ্রেপ্তারের পূর্ণ অধিকারও CBI-এর রয়েছে বলে জানায় আদালত ৷ যদি CBI অফিসারদের কোনরকম হেনস্থার মুখে পড়তে হয়, তাহলে তাঁরা আদালতেও আসতে পারেন বলে জানান বিচারক ৷

কলকাতা, 19 সেপ্টেম্বর : CBI-এর আর্জি মতো রাজীব কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করল না আলিপুর আদালত । তবে প্রয়োজনে তাঁকে গ্রেপ্তারের পূর্ণ অধিকার CBI-এর রয়েছে বলে জানান বিচারক ৷

আজ সারাদিন ধরেই রাজীবের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারির চেষ্টা চালাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেই শুনানির সময় রাজীবকে গ্রেপ্তার করতে আদালতে দাউদের প্রসঙ্গ টানতেও ছাড়েননি CBI-এর আইনজীবী ৷ তাঁকে 'পলাতক' বলেও উল্লেখ করা হয় ৷ রাজীবের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগও আনেন CBI-এর আইনজীবী ৷ দু'পক্ষের সওয়াল-জবাবের পর রায়দান স্থগিত রাখেন বিচারক ৷ ইতিমধ্যে রাজীবের বাসভবনে ফের হাজিরার নোটিশ দেয় CBI । একইসঙ্গে রাজীরের খোঁজ চালাতে থাকে তারা ৷ বাইপাসের ধারে একটি হোটেলে তাঁর খোঁজে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা ৷ আলিপুর বডিগার্ড লাইনের IPS কোয়ার্টারেও যায় একটি দল ৷

এরপর রাত 9টা নাগাদ শুরু হয় রায়দান প্রক্রিয়া ৷ সেখানে অতীতের একাধিক মামলার উল্লেখ করেন বিচারক ৷ কিছুক্ষণ পরই CBI-এর আর্জি খারিজ করে দেন তিনি ৷ তবে রাজীবকে কোনও রক্ষাকরচ দেয়নি আদালত ৷ তাঁকে গ্রেপ্তারের পূর্ণ অধিকারও CBI-এর রয়েছে বলে জানায় আদালত ৷ যদি CBI অফিসারদের কোনরকম হেনস্থার মুখে পড়তে হয়, তাহলে তাঁরা আদালতেও আসতে পারেন বলে জানান বিচারক ৷

Intro:কলকাতা, 19 সেপ্টেম্বর: সিবিআই-এর আবেদনে সাড়া দিয়ে রাজিব কুমারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আলিপুর আদালত। সেই সূত্রে রাজীব কুমারকে গ্রেপ্তার করতে আজ রাতেই তৎপরতা শুরু হতে পারে সিবিআইয়ের। সিজিও কম্প্লেক্স সূত্রে খবর, তৈরি রয়েছে বিশেষ তদন্তকারী দল। Body:বিস্তারিত আসছেConclusion:
Last Updated : Sep 20, 2019, 8:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.