কলকাতা, 15 জুন : নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ । আগে অনিচ্ছাকৃত খুনের চেষ্টার ধারা ছিলই । এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে আরও দুটি নতুন জামিন অযোগ্য ধারা । এই ধারা দুটি যোগ করার জন্য শিয়ালদা আদালতে আজ আবেদন করে এন্টালি থানা । পুলিশ সূত্রে খবর, আবেদন মঞ্জুর করেছে আদালত ।
অভিযুক্তদের বিরুদ্ধে PDPP অ্যাক্টের 8 নম্বর ধারা (হাসপাতাল-চিকিৎসকদের উপর হামলায় জামিন অযোগ্য ধারা) ও IPC-র 333 নম্বর ধারা (সরকারি কর্মীকে কর্তব্যরত অবস্থায় মারধর)-এই দু'টি ধারা যুক্ত করা হয়েছে । এই দুই ধারায় দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের যাবজ্জীবন সাজা পর্যন্ত হতে পারে ।
সোমবার রাতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতাল । একদিকে জুনিয়র ডাক্তার, অন্যদিকে মৃতের পরিবার । মাঝে পুলিশ । সেই খণ্ডযুদ্ধের মাঝে গুরুতর জখম হন জুনিয়র ডাক্তার পরিবহ মুখার্জি । রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে । গতকাল অস্ত্রোপচার হয় তাঁর । সেখানে চিকিৎসকরা জানান, প্রচণ্ড জোরে আঘাত লাগায় কপালের উপরে করোটির সামনের একটা অংশ তুবড়ে ভিতরে ঢুকে গেছে । ঘটনার জেরে আদিল হারুন আদিল, শেখ আনোয়ার, শেখ ইমতিয়াজ, শেখ বাদলসহ 5 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় । লালবাজার সূত্রের খবর, 19 জুন পর্যন্ত তাদের পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে । নতুন দুই ধারা যুক্ত হওয়ার পর 19 জুন অভিযুক্তদের আদালতে তোলা হলে জামিন পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলেই মনে করছে পুলিশ ।