ETV Bharat / state

26 মে পর্যন্ত রাজ্যে কোনও স্পেশাল ট্রেন পাঠাবেন না, রেল বোর্ডে চিঠি রাজ্যের - আমফানে বিধ্বস্ত বাংলা

ভিনরাজ্যে আটকে পড়া মানুষজন এলে তাঁদের জন্য যথাযথ ব্যবস্থা করতে পারবেন না প্রশাসনিক আধিকারিকরা । তাই রাজ্যে 26 মে পর্যন্ত স্পেশাল ট্রেন পাঠাবেন না । রেলওয়ে বোর্ডে চিঠি দিয়ে আবেদন জানাল রাজ্য ।

ছবি
ছবি
author img

By

Published : May 23, 2020, 2:22 PM IST

কলকাতা, 23 মে : আমফানে বিধ্বস্ত রাজ্য়ের উপকূলবর্তী জেলাগুলি । বিদ্যুৎ পরিষেবা নেই, পানীয় জলের সরবরাহ বন্ধ, গাছ পড়ে অনেক জায়গায় বন্ধ সড়কপথ । পরিস্থিতি মোকাবিলায় ব্যস্ত জেলা প্রশাসন । এই পরিস্থিতিতে ভিনরাজ্যে আটকে পড়া মানুষজন এলে তাঁদের জন্য যথাযথ ব্যবস্থা করতে পারবেন না প্রশাসনিক আধিকারিকরা । তাই রাজ্যে 26 মে পর্যন্ত স্পেশাল ট্রেন পাঠাবেন না । এই আবেদন জানিয়ে রেল বোর্ডে চিঠি দিল রাজ্য ।

রেল বোর্ডের চেয়ারম্যানকে লেখা চিঠিতে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা লেখেন, "আপনারা জানেন 20 ও 21 মে রাজ্যে সুপার সাইক্লোন আছড়ে পড়ায় ব্যাপক ক্ষতক্ষতি হয়েছে । সমস্ত জেলার প্রশাসনিক আধিকারিক সেই পরিস্থিতি মোকাবিলায় ব্যস্ত । তাই আগামী কয়েকদিন স্পেশাল ট্রেন রাজ্যে এলে মানুষজনের যথাযথ ব্যবস্থা করা যাবে না । তাই আমি আবেদন জানাচ্ছি, 26 মে পর্যন্ত রাজ্যে কোনও স্পেশাল ট্রেন পাঠাবেন না ।"

প্রসঙ্গত, আমফান নিয়ে সাংবাদিক বৈঠক করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মানুষজনের নিরাপত্তার কথা ভেবে রেল বোর্ডের কাছে আবেদন জানানো হয়েছে, 18, 19, 20 তারিখ রাজ্যে যেন কোনও স্পেশাল ট্রেন না পাঠানো হয় ।

বুধবার দুপুরে রাজ্যের উপকূলে আছড়ে পড়ে আমফান । ক্ষতি হয় কয়েক কোটি মানুষের । তছনছ হয়ে যায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরসহ অন্যান্য জেলা । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 85 জনের । ক্ষতি হয়েছে রেল লাইনের । জল জমে একাধিক স্টেশনে ।

কলকাতা, 23 মে : আমফানে বিধ্বস্ত রাজ্য়ের উপকূলবর্তী জেলাগুলি । বিদ্যুৎ পরিষেবা নেই, পানীয় জলের সরবরাহ বন্ধ, গাছ পড়ে অনেক জায়গায় বন্ধ সড়কপথ । পরিস্থিতি মোকাবিলায় ব্যস্ত জেলা প্রশাসন । এই পরিস্থিতিতে ভিনরাজ্যে আটকে পড়া মানুষজন এলে তাঁদের জন্য যথাযথ ব্যবস্থা করতে পারবেন না প্রশাসনিক আধিকারিকরা । তাই রাজ্যে 26 মে পর্যন্ত স্পেশাল ট্রেন পাঠাবেন না । এই আবেদন জানিয়ে রেল বোর্ডে চিঠি দিল রাজ্য ।

রেল বোর্ডের চেয়ারম্যানকে লেখা চিঠিতে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা লেখেন, "আপনারা জানেন 20 ও 21 মে রাজ্যে সুপার সাইক্লোন আছড়ে পড়ায় ব্যাপক ক্ষতক্ষতি হয়েছে । সমস্ত জেলার প্রশাসনিক আধিকারিক সেই পরিস্থিতি মোকাবিলায় ব্যস্ত । তাই আগামী কয়েকদিন স্পেশাল ট্রেন রাজ্যে এলে মানুষজনের যথাযথ ব্যবস্থা করা যাবে না । তাই আমি আবেদন জানাচ্ছি, 26 মে পর্যন্ত রাজ্যে কোনও স্পেশাল ট্রেন পাঠাবেন না ।"

প্রসঙ্গত, আমফান নিয়ে সাংবাদিক বৈঠক করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মানুষজনের নিরাপত্তার কথা ভেবে রেল বোর্ডের কাছে আবেদন জানানো হয়েছে, 18, 19, 20 তারিখ রাজ্যে যেন কোনও স্পেশাল ট্রেন না পাঠানো হয় ।

বুধবার দুপুরে রাজ্যের উপকূলে আছড়ে পড়ে আমফান । ক্ষতি হয় কয়েক কোটি মানুষের । তছনছ হয়ে যায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরসহ অন্যান্য জেলা । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 85 জনের । ক্ষতি হয়েছে রেল লাইনের । জল জমে একাধিক স্টেশনে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.