ETV Bharat / state

WB Weather Update: জুলাইয়ের আগে বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে, জানাল হাওয়া অফিস - WB Weather Update

দক্ষিণের কপালে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি ৷ তবে মাস শেষে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণে (West Bengal Weather Update) ৷ আজ অর্থাৎ বুধবার আকাশ মেঘলা এবং কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস ৷

West Bengal Weather Update
জুলাইয়ের আগে বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে
author img

By

Published : Jun 29, 2022, 7:02 AM IST

কলকাতা, 29 জুন: পয়লা জুলাই রথযাত্রার দিন থেকেই বৃষ্টি ছন্দে ধরা দেবে দক্ষিণবঙ্গে । আপাতত মাঝের কয়েকদিন কিছুটা হলেও আর্দ্রতাজনিত গরম ভোগ করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে (No Rain in South Bengal Before July) । অর্থাৎ সামান্য হলেও তাপমাত্রা বাড়বে, বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে । স্বভাবতই হাওয়া অফিসের পূর্বাভাসে এখনই দক্ষিণবঙ্গবাসীর মুখে হাসি ফোটার কারণ নেই ।

বর্ষার প্রথমভাগে হাওয়া অফিসের পূর্বাভাসেই স্বস্তি খুঁজতে হয়েছে । তবে রথযাত্রার দিন থেকে আক্ষেপ মিটতে চলেছে । ওইদিন থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "মঙ্গলবার থেকে শুরু করে আজ বুধবার এবং আগামিকাল 30 তারিখ বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে । 30 জুনের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে । উত্তরবঙ্গে বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গে আগামী 30 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । যেহেতু বিক্ষিপ্ত হালকা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে তাই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে । 30 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে ।"

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 29th June: কোন স্বভাবের জন্য সাফল্য ? জানুন রাশিফলে

গত দু'দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কয়েক পশলার বৃষ্টিও হয়নি । অথচ উত্তরবঙ্গে বৃষ্টির তোড়ে জনজীবন বিপর্যস্ত । উপচে পড়ছে নদী-নালা । মাটি নরম হয়ে গাছ উপড়ে পড়েছে বিভিন্ন জায়গায় । পাহাড়ে নামছে ধস । মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 দশমিক 3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 88 শতাংশ হওয়ায় গরমের অস্বস্তি ছিল যথেষ্ট । বুধবার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির আশেপাশে থাকবে । দিনে আকাশ মেঘলা এবং কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা গরমের অস্বস্তি কমানোর পক্ষে যথেষ্ট নয় ।

কলকাতা, 29 জুন: পয়লা জুলাই রথযাত্রার দিন থেকেই বৃষ্টি ছন্দে ধরা দেবে দক্ষিণবঙ্গে । আপাতত মাঝের কয়েকদিন কিছুটা হলেও আর্দ্রতাজনিত গরম ভোগ করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে (No Rain in South Bengal Before July) । অর্থাৎ সামান্য হলেও তাপমাত্রা বাড়বে, বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে । স্বভাবতই হাওয়া অফিসের পূর্বাভাসে এখনই দক্ষিণবঙ্গবাসীর মুখে হাসি ফোটার কারণ নেই ।

বর্ষার প্রথমভাগে হাওয়া অফিসের পূর্বাভাসেই স্বস্তি খুঁজতে হয়েছে । তবে রথযাত্রার দিন থেকে আক্ষেপ মিটতে চলেছে । ওইদিন থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "মঙ্গলবার থেকে শুরু করে আজ বুধবার এবং আগামিকাল 30 তারিখ বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে । 30 জুনের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে । উত্তরবঙ্গে বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গে আগামী 30 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । যেহেতু বিক্ষিপ্ত হালকা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে তাই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে । 30 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে ।"

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 29th June: কোন স্বভাবের জন্য সাফল্য ? জানুন রাশিফলে

গত দু'দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কয়েক পশলার বৃষ্টিও হয়নি । অথচ উত্তরবঙ্গে বৃষ্টির তোড়ে জনজীবন বিপর্যস্ত । উপচে পড়ছে নদী-নালা । মাটি নরম হয়ে গাছ উপড়ে পড়েছে বিভিন্ন জায়গায় । পাহাড়ে নামছে ধস । মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 দশমিক 3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 88 শতাংশ হওয়ায় গরমের অস্বস্তি ছিল যথেষ্ট । বুধবার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির আশেপাশে থাকবে । দিনে আকাশ মেঘলা এবং কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা গরমের অস্বস্তি কমানোর পক্ষে যথেষ্ট নয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.