হাওড়া, 17 জুন : করোনা সংক্রমণ রুখতে বন্ধ বাস, ট্রেন, অটো ৷ এতদিন বন্ধ ছিল সরকারি বেসরকারি অফিস ৷ তবে গতকাল থেকে মিলেছে বেশ কিছু ছাড় ৷ খুলেছে অফিস কাছারি ৷ তবে রাস্তায় সেই ভাবে দেখাই মিলছে না কোনও গণপরিবহণের ৷ ফলে সমস্যায় পড়তে হচ্ছে অফিস যাত্রীদের ৷
ইতিমধ্যেই লোকাল ট্রেন পরিষেবা চালু করার বিষয়ে রাজ্য সরকারকে চিঠি পাঠানো হয়েছে রেলের তরফ থেকে। যদিও লোকাল ট্রেন পরিষেবা বন্ধই থাকবে বলে জানানো হয়। একদিকে বন্ধ গণ পরিবহণ অন্যদিকে খুলে গিয়েছে অফিস ৷ চাকরি বাঁচাতে গেলে যেভাবেই হোক হাজির থাকতে হবে কর্মস্থলে ৷ আর এখানেই বিপাকে পড়েছেন অফিসযাত্রীরা ৷ চাকরি বাঁচাতে তাই এখন বেশিরভাই পায়ে হেঁটে নতুবা সাইকেলে চড়েই যাতায়াত করছেন অফিসে ৷
এই প্রসঙ্গে অফিস যাত্রী শুক্লা চৌধুরী জানিয়েছেন, তিনি একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন । সংসারে তিনিই একমাত্র রোজগেরে । তাঁর স্বামী দীর্ঘদিন ধরে কর্মহীন । রোজ পায়ে হেঁটে অফিস যাওয়ার শারীরিক ক্ষমতা তাঁর নেই । তাই তিনি চান হয় সরকার সব বন্ধ করে দিক । নাহলে সব কিছু চালু করে দিক ।
অপর দিকে আর এক অফিস যাত্রীর কথায়, অফিস খুলে গিয়েছে , এদিকে নেই কোনও বাস ৷ তাই তাঁকে হেঁটে রোজ অফিসে যাতায়াত করতে হচ্ছে ৷ সরকারের উচিত খুব শীঘ্রই পরিবহণ ব্যবস্থা পুনরায় চালু করা ৷
আরও পড়ুন : লাগাতার বৃষ্টিতে জলমগ্ন শহর
এই ভোগান্তি ক্রমাগত সহ্যের সীমা লংঘন করছে অফিস যাত্রীদের ৷ তাঁরা এখন চাইছেন হয় সরকার থেকে সব কিছুই বন্ধ করে দেওয়া হোক ৷ নয়ত তুলে নেওয়া হোক সবরকম করোনা বিধিনিষেধ ৷