ETV Bharat / state

অনুমতি নেই নিজের বাড়িতে ঢোকার, বউবাজারে হাহাকার দম্পতির - krishna boral

5 দিন পর 6/1 স্যাকরা পাড়া লেনে বাড়ির সামনে আজ সকাল থেকেই দাঁড়িয়ে ছিলেন অসীম বড়াল ও তার স্ত্রী কৃষ্ণা বড়াল ৷ হাতে টোকেন নিয়ে ঘণ্টা তিনের অপেক্ষার পর বাড়িতে ঢুকলেও বাড়ি থেকে ফিরতে হয়েছে খালি হাতে ৷

বউবাজার
author img

By

Published : Sep 6, 2019, 7:44 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর : সব থেকেও আজ কিছু নেই বড়াল দম্পতির ৷ 5 দিন পর 6/1 স্যাকরা পাড়া লেনে বাড়ির সামনে আজ সকাল থেকেই দাঁড়িয়ে ছিলেন অসীম বড়াল ও তার স্ত্রী কৃষ্ণা বড়াল ৷ হাতে টোকেন নিয়ে ঘণ্টা তিনের অপেক্ষার পর বাড়িতে ঢুকলেও বাড়ি থেকে ফিরতে হয়েছে খালি হাতে ৷ বড়াল দম্পতির অভিযোগ অনুমতি দিলেও তাদের কিছু নিতে দেয়নি পুলিশ ৷ নিজেদের বাড়ি থেকে বেরিয়ে এসে কান্নায় ভেঙে পড়েন তাঁরা ।

ভিডিয়োয় দেখুন

অসীম বড়াল জানিয়েছেন, গত 5 দিন ধরে এক পোশাকে হোটেলে রয়েছেন । তার সমস্ত দরকারী নথি রয়ে গেছে বাড়িতে । বহু বছরের পুরোনো তাদের পৈত্রিক বাড়িতে । অনেক শরিকি ভাগ রয়েছে ৷ তাঁর ঘরের সঙ্গে পাশের শরিকের ঘরের মাঝখানে তিন ইঞ্চি চওড়া একটি দেওয়াল রয়েছে । সেই দেওয়ালের খানিকটা ভেঙে পড়ে রয়েছে । সেই ভাঙা দেওয়াল দেখে পুলিশ তাঁদের ভেতরে ঢোকার অনুমতি দেয়নি ।

বাড়ির ভেতরে ঢুকেও কিছু উদ্ধার করতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েছেন অসীমবাবু৷ অসীম বড়ালের স্ত্রী কৃষ্ণা বড়ালের আক্ষেপ, আজ তারা সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছেন ।

কলকাতা, 6 সেপ্টেম্বর : সব থেকেও আজ কিছু নেই বড়াল দম্পতির ৷ 5 দিন পর 6/1 স্যাকরা পাড়া লেনে বাড়ির সামনে আজ সকাল থেকেই দাঁড়িয়ে ছিলেন অসীম বড়াল ও তার স্ত্রী কৃষ্ণা বড়াল ৷ হাতে টোকেন নিয়ে ঘণ্টা তিনের অপেক্ষার পর বাড়িতে ঢুকলেও বাড়ি থেকে ফিরতে হয়েছে খালি হাতে ৷ বড়াল দম্পতির অভিযোগ অনুমতি দিলেও তাদের কিছু নিতে দেয়নি পুলিশ ৷ নিজেদের বাড়ি থেকে বেরিয়ে এসে কান্নায় ভেঙে পড়েন তাঁরা ।

ভিডিয়োয় দেখুন

অসীম বড়াল জানিয়েছেন, গত 5 দিন ধরে এক পোশাকে হোটেলে রয়েছেন । তার সমস্ত দরকারী নথি রয়ে গেছে বাড়িতে । বহু বছরের পুরোনো তাদের পৈত্রিক বাড়িতে । অনেক শরিকি ভাগ রয়েছে ৷ তাঁর ঘরের সঙ্গে পাশের শরিকের ঘরের মাঝখানে তিন ইঞ্চি চওড়া একটি দেওয়াল রয়েছে । সেই দেওয়ালের খানিকটা ভেঙে পড়ে রয়েছে । সেই ভাঙা দেওয়াল দেখে পুলিশ তাঁদের ভেতরে ঢোকার অনুমতি দেয়নি ।

বাড়ির ভেতরে ঢুকেও কিছু উদ্ধার করতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েছেন অসীমবাবু৷ অসীম বড়ালের স্ত্রী কৃষ্ণা বড়ালের আক্ষেপ, আজ তারা সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছেন ।

Intro:আজ সকালে মেট্রো রেল কর্তৃপক্ষ অনুমতি দেয় স্যাকরা পাড়ার বাসিন্দারা মাল উদ্ধার করার। অনুমতি মেলার সঙ্গে সঙ্গেই সাকরা পাড়া লেন এর সামনে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে শুরু করেন বাসিন্দারা। এই লাইনের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বড়াল দম্পতি। বাড়ির ঠিকানা 6/1 স‍্যাকরা পারা লেন । হাতে টোকে নিয়ে ঘন্টা তিনেকের অপেক্ষা করার পর বাড়িতে ঢুকলেন বড়াল দম্পতি। তবে বাড়িতে ঢুকতে পেরেও শেষ রক্ষা হলো না। প্রয়োজনীয় মাল না নিয়েই বেরিয়ে আসতে হয় এই পৌর দম্পতিকে। নিজেদের বাড়ি থেকে বেরিয়ে এসে কান্নায় ভেঙে পড়ে এই দম্পতি।


Body:অভিযোগ বাড়ির ভেতর ঢোকার পরেও তাদের কোন মালপত্র বার করতে দেয়া হয়নি। তাদের মালপত্র না নিয়েই বাড়ির ভেতর থেকে বার করে দেয় পুলিশ প্রশাসন। বৃদ্ধ অসীম বড়াল জানিয়েছেন গত দিন ধরে এক পোশাকে তিনি রয়েছেন। তার সমস্ত কাগজপত্র নতুন ব্যাংকের বই সব কিছুই রয়ে গেছে তার বাড়িতে। পথের ভিখারী অবস্থায় এসে দাঁড়িয়েছেন তিনি। সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছেন আজ। বাড়ির ভেতরে ঢুকেও কিছু উদ্ধার করতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি জানিয়েছেন বহু বছর তাদের পৈত্রিক বাড়ি। অনেক শরিকের মধ্যে বাড়িটি ভাগ রয়েছে। অসীম বড়ালের ঘরের লাগোয়া তার শরিক এর মাঝখানে তিন ইঞ্চির একটি দেওয়াল রয়েছে। সেই দেওয়ানের খানিকটা ভেঙে পড়ে রয়েছে। দরজা খুলে ভেতরে ভাঙা দেওয়াল দেখে পুলিশ ভেতরে অনুমতি দেয়নি। অসীম বাবু কোন কথা না শুনে বাড়ি থেকে বার করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।


Conclusion:অসীম বাবু জানিয়েছেন তার ঘনে কোনরকম ক্ষতি হয়নি তার ঘর অক্ষত রয়েছে। তিনি সহজেই নিজের দুটো আলমারি থেকে সবকিছু উদ্ধার করে নিয়ে বেরিয়ে আসতে পারতেন। কিন্তু পুলিশ তার কোনো অনুরোধ শোনে নি। বিপদের ঝুঁকি হবে এই বলেই বাড়ি থেকে বার করে তালা লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন এই প্রৌর দম্পতি । স্ত্রী কৃষ্ণা বড়াল জানিয়েছেন আজ তারা প্রায় শূন্য হয়ে গেছেন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.