ETV Bharat / state

দলের মধ্যে কেউ আলাদ নয়, নন্দীগ্রাম দিবস পালন প্রসঙ্গে ফিরহাদ হাকিম

আগামীকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নন্দীগ্রাম দিবস পালন করা হবে । অপরদিকে, শুভেন্দু অধিকারী আগামীকাল নন্দীগ্রামে দলীয় পতাকা ছাড়াই জনসভা করবেন বলে জানা গিয়েছে ।

Firhad Hakim
ফিরহাদ হাকিম
author img

By

Published : Nov 9, 2020, 10:27 PM IST

কলকাতা, 9 নভেম্বর : "দলের মধ্যে আমরা কেউ আলাদা নই ৷ দল ছাড়া আমাদের কোনও অস্তিত্ব নেই ৷" মন্তব্য তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের । আগামীকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নন্দীগ্রাম দিবস পালন করা হবে । অপরদিকে, শুভেন্দু অধিকারী আগামীকাল নন্দীগ্রামে দলীয় পতাকা ছাড়াই জনসভা করবেন বলে জানা গিয়েছে । দলীয় পতাকাবিহীন সভা নিয়ে এদিন তৃণমূলের সাধারণ সম্পাদক ফিরহাদ হাকিম বলেন, "শুভেন্দুর উচিত তৃণমূলের সদস্য যখন তখন তৃণমূলের সঙ্গে কর্মসূচি পালন করা । দল ছাড়া আমাদের আলাদা করে কোনও পরিচয় নেই, তাই শুভেন্দুর উচিত একসঙ্গে দলীয় কর্মসূচিতে উপস্থিত থাকা ।"

যদিও শুভেন্দু অধিকারীর আগামীকালের সভা নিয়ে সরাসরি কোনও প্রতিক্রিয়া দেননি তিনি । শুধু বলেন, "আমরা কেউই নির্দল নই ৷ তাই দলীয় কর্মসূচিতে সকলের উপস্থিত থাকা প্রয়োজন ।" শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি বলেন, যদি তাঁকে ডাকা হয় তাহলে আগামীকাল তিনি নন্দীগ্রামের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন । কিন্তু নন্দীগ্রাম দিবসে একই দিনে দুটি রাজনৈতিক সভা হতে চলেছে । অরাজনৈতিক ব্যানারে আগামীকাল নন্দীগ্রামে সভা করবেন শুভেন্দু অধিকারী । পালটা আগামীকালই নন্দীগ্রামে সভা করবেন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা । এদিন তৃণমূলের সাধারণ সম্পাদক বলেন, "নন্দীগ্রামে যেদিন নির্বিচারে মানুষদের মারা হচ্ছিল তখন ছুটে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । নন্দীগ্রাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন । এবং তৃণমূলের আন্দোলন তৃণমূলের সদস্যদের আন্দোলন । তাই জন্য তৃণমূলের সকল সদস্যের আগামীকাল যাওয়া উচিত ।"

ফিরহাদ হাকিমের বক্তব্য শুনুন ভিডিয়োতে

একই দিনে নন্দীগ্রামে দুটো সভা নিয়ে রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে । শাসকদলের অন্দরমহলে দ্বন্দ্ব প্রকাশ্যে উঠে আসছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

কলকাতা, 9 নভেম্বর : "দলের মধ্যে আমরা কেউ আলাদা নই ৷ দল ছাড়া আমাদের কোনও অস্তিত্ব নেই ৷" মন্তব্য তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের । আগামীকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নন্দীগ্রাম দিবস পালন করা হবে । অপরদিকে, শুভেন্দু অধিকারী আগামীকাল নন্দীগ্রামে দলীয় পতাকা ছাড়াই জনসভা করবেন বলে জানা গিয়েছে । দলীয় পতাকাবিহীন সভা নিয়ে এদিন তৃণমূলের সাধারণ সম্পাদক ফিরহাদ হাকিম বলেন, "শুভেন্দুর উচিত তৃণমূলের সদস্য যখন তখন তৃণমূলের সঙ্গে কর্মসূচি পালন করা । দল ছাড়া আমাদের আলাদা করে কোনও পরিচয় নেই, তাই শুভেন্দুর উচিত একসঙ্গে দলীয় কর্মসূচিতে উপস্থিত থাকা ।"

যদিও শুভেন্দু অধিকারীর আগামীকালের সভা নিয়ে সরাসরি কোনও প্রতিক্রিয়া দেননি তিনি । শুধু বলেন, "আমরা কেউই নির্দল নই ৷ তাই দলীয় কর্মসূচিতে সকলের উপস্থিত থাকা প্রয়োজন ।" শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি বলেন, যদি তাঁকে ডাকা হয় তাহলে আগামীকাল তিনি নন্দীগ্রামের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন । কিন্তু নন্দীগ্রাম দিবসে একই দিনে দুটি রাজনৈতিক সভা হতে চলেছে । অরাজনৈতিক ব্যানারে আগামীকাল নন্দীগ্রামে সভা করবেন শুভেন্দু অধিকারী । পালটা আগামীকালই নন্দীগ্রামে সভা করবেন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা । এদিন তৃণমূলের সাধারণ সম্পাদক বলেন, "নন্দীগ্রামে যেদিন নির্বিচারে মানুষদের মারা হচ্ছিল তখন ছুটে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । নন্দীগ্রাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন । এবং তৃণমূলের আন্দোলন তৃণমূলের সদস্যদের আন্দোলন । তাই জন্য তৃণমূলের সকল সদস্যের আগামীকাল যাওয়া উচিত ।"

ফিরহাদ হাকিমের বক্তব্য শুনুন ভিডিয়োতে

একই দিনে নন্দীগ্রামে দুটো সভা নিয়ে রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে । শাসকদলের অন্দরমহলে দ্বন্দ্ব প্রকাশ্যে উঠে আসছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.