কলকাতা, 31 অগস্ট: হাতে গোনা আর মাত্র ক'টা দিন। ঢাকে কাঠি পড়ার সময় প্রায় এসেই গেল। দু'বছর করোনা আবহে ইচ্ছে থাকলেও মন খুলে আনন্দ করতে পারেনি বঙ্গবাসী। সেইসঙ্গে মন খুলে কেনাকাটাও করতে পারেননি রাজ্যবাসী ৷ যদিও এবারের চিত্রটা বদল হয়েছে অনেকটাই ৷ হাতে বাকি আর একমাস ৷ তাই পুজোর জামাকাপড় কিনতে বেশ ভিড় হচ্ছে দোকানে-দোকানে ৷ আর এই পুজোর কেনাকাটার ভিড়ে যাতে কোনও অসুবিধা না হয় তাই বাড়ানো হল মেট্রো পরিষেবা (No of Metros Have Increased by Kolkata Metro) ৷
এবার যেহেতু আগে ভাগেই শুরু হয়েছে পুজোর কেনাকাটা তাই মেট্রোয় কেনাকাটা করতে আসা মানুষের ভিড় সামাল দিতে বিশেষ পরিষেবার (Metro Service) ব্যবস্থা করা হয়েছে কলকাতা মেট্রো রেল কতৃপক্ষের তরফে। সোমবার এমনটাই জানানো হয়েছে মেট্রো কতৃপক্ষের তরফে। নর্থ-সাউথ মেট্রো করিডোরে সারা মাস প্রতি শনিবার ও রবিবার চালানো হবে বিশেষ মেট্রো।
আগামী 3 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই বিশেষ পরিষেবা (Metro Special Service) । মাস জুড়ে প্রতি শনিবার 234টির পরিবর্তে 282 (141 আপ এবং 141 ডাউন) পরিষেবার চালানো হবে। প্রতি রবিবার 130টির পরিবর্তে চালানো হবে 164 (82 আপ এবং 82 ডাউন) পরিষেবা। যদিও শনিবার ও রবিবার প্রথম ও শেষ মেট্রোর পরিষেবায় কোনও পরিবর্তন করা হয়নি।
আরও পড়ুন: বউবাজারের 14 জনকে ক্ষতিপূরণ মেট্রো কর্তৃপক্ষের, 2019 সালের ক্ষতিগ্রস্তরা বাড়ি পাবেন আগামী বছর